Sawan 2022: বাবার মাসে লক্ষ্মীর কৃপায় টাকার গদিতে বসবেন এই ৪ রাশির জাতক-জাতিকারা! জেনে নিন…

Benefits of Goddess Lakshmi: কর্মক্ষেত্রে, পরিবারের মধ্যে জাতকের সম্মান বাড়বে। আর্থিক উন্নতিও হবে চোখের পড়ার মত। শিবের আশীর্বাদ বর্ষিত হওয়ার পাশাপাশি দেবী লক্ষ্মীর কৃপা পাবেন কোন কোন রাশির জাতক-জাতিকারা, তা দেখে নিন একনজরে...

Sawan 2022: বাবার মাসে লক্ষ্মীর কৃপায় টাকার গদিতে বসবেন এই ৪ রাশির জাতক-জাতিকারা! জেনে নিন...
Follow Us:
| Edited By: | Updated on: Jul 17, 2022 | 5:52 PM

এ বছর শ্রাবণ মাস (Sawan 2022) শুরু হয়েছে ১৪ জুলাই। পবিত্র শ্রাবণ মাসে সাধারণত শিবের পুজো (Shiva Puja) করা হয়। গোটা মাস জুড়েই উপবাস করে শিবের আরাধনা করেন ভক্তরা। এই মাসটি মহাদেবের (Lord Shiva) অত্যন্ত প্রিয় একটি মাস। শিবভক্তরা শিবের মাথায় জল ঢালার জন্য এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যেতেও কুন্ঠাবোধ করেন না। শিবকে সন্তুষ্ট করতে এই সময় বিশেষ পুজোর আয়োজন করার নিয়ম। সেই নিয়ম পালন করা হলে ভক্তের মনোবাসনা পূরণ হয় ও গৃহে সর্বত্র সুখ-শান্তি বিরাজ করে। তবে এই গোটা মা,জুড়ে শিবের উপাসনা করা মানেই সব দেবতাদের সন্তুষ্ট করা হল বলে মনে করা হয়। তাই শিবের পাশাপাশি দেবী লক্ষ্মীর (Goddess Lakshmi) কৃপাও পাওয়া সম্ভব। তাই এই পবিত্র শ্রাবণ মাসে কয়েকটি রাশির জীবন দারুণ ভাল কাটবে। কোনও রকম বাধা ছাড়াই দ্রুত উন্নতি ঘটবে চার রাশির জাতক-জাতিকাদের। কর্মক্ষেত্রে, পরিবারের মধ্যে জাতকের সম্মান বাড়বে। আর্থিক উন্নতিও হবে চোখের পড়ার মত। শিবের আশীর্বাদ বর্ষিত হওয়ার পাশাপাশি দেবী লক্ষ্মীর কৃপা পাবেন কোন কোন রাশির জাতক-জাতিকারা, তা দেখে নিন একনজরে…

ধনু রাশি

এই রাশির জাতক-জাতিকারা দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পেতে চলেছেন। কর্মজীবনে দারুণ সাফল্য পাবেন। এটা বিশ্বাস করা হয় যে এই রাশির জন্য নতুন এবং ভাল সুযোগ খুলবে। ব্যবসায় অগ্রগতি হবে, অর্থের অভাব হবে না এবং নতুন কাজ শুরু করার জন্য এই মাসটি আপনার পক্ষে খুব ভাল হবে।

সিংহ রাশি

জ্যোতিষ শাস্ত্র অনুসারে সিংহ রাশির জাতক জাতিকাদের সম্মান বাড়তে চলেছে সমাজে। অনেক অর্থ লাভ করবেন। এই পবিত্র মাসে আপনি সুস্থ থাকবেন। আপনি কঠোর পরিশ্রমের ফল পাবেন এবং প্রতিটি কাজে সাফল্য অর্জিত হবেন। কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে আপনাকে ছোট করতে এলেও আপনি নতুন কাজের সুযোগ পাবেন।

তুলা রাশি

তুলা রাশির জাতকদের জন্য শ্রাবণ মাসটি খুবই উপকারী হবে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে এই রাশির জাতকরা সমাজে সম্মান পাবেন। দেবী লক্ষ্মীর অসীম কৃপা থাকবে পাশাপাশি দেবী সরস্বতীর কৃপাও থাকবে। আপনি যদি রাজনীতিতে যেতে চান তবে এই সময়টি আপনার জন্য খুব শুভ ।

মিথুনরাশি

মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্যও এই মাসটি খুব শুভ হবে বলে মনে করা হয়। এই মাসে কোন অভাবীকে দান করা খুব ফলদায়ক হবে। আদালতের মামলায় আটকে থাকলে তা সমাধানের সম্ভাবনাও তৈরি হচ্ছে। আপনি এই মাসে অর্থ উপার্জন করতে পারেন।