Crime News: ফোন কেড়ে নিয়েছিলেন মা, তারপর ১০ বছরের শিশু যা করল…
Crime News: মা ফোন কেড়ে নিয়েছিলেন। তারপর আত্মঘাতী হয় ১০ বছরের শিশু।
লখনউ: ফোনের (Mobile Phone) নেশা সর্বনেশা। বর্তমানে যেন এই প্রবাদ বাক্যই বাস্তব হয়ে উঠেছে। ফোনের জন্য মানুষ নিজের জীবনের তোয়াক্কাও করছে না। আর শিশু মনে তো এই ফোন, ডিজিটাল মিডিয়ার নেগেটিভ প্রভাব পড়ছে। তাদের গোটা দুনিয়াটাই যেন মুঠোফোনেই শুরু আর মোবাইলের স্ক্রিনে শেষ হয়ে গিয়েছে। আর এতটা মোবাইল আসক্ত হওয়ার কারণে বেঘোরে যাচ্ছে প্রাণ। এই মোবাইল আসক্তির কারণে আত্মহত্যার ঘটনা দেখা গেল উত্তর প্রদেশের (Uttar Pradesh) লখনউতে। মা মোবাইল কেড়ে নেওয়ায় আত্মঘাতী ১০ বছরের শিশু।
উত্তর প্রদেশের হুসেইগঞ্জের চিত্বপুরের ঘটনা। ১০ বছরের শিশু। মোবাইলে গেম খেলতে খুব ভালবাসে। তাই সবসময় সেখানেই মুখ গুজে থাকে। আর মা সঠিক পথে ফেরাতে ফোন কেড়ে নিয়েছিলেন। মোবাইলে গেম খেলতেও দেননি। আর তার থেকেই রাগ ওই শিশুর। এবং রাগের বশেই নিজের প্রাণ কেড়ে নিল ১০ বছরের সেই শিশু। এই ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে তড়িঘড়ি পৌছায় পুলিশ। আর তদন্ত শুরু করে পুলিশ। শিশুর পরিবার জানিয়েছে, গত কয়েকদিন স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল ওই শিশু। সে বাড়িতেই থাকত এবং ফোনে গেম খেলতে থাকত। পরিবারের তরফে অনেকবার বারণ করা হয়েছিল বলে জানানো হয়েছে।
জানা গিয়েছে, যেদিন এই ঘটনা ঘটেছে সেদিনও ছেলের মোবাইল আসক্তির কারণে তাকে অনেক বকাবকিও করেন তার মা। এবং তার কাছ থেকে ফোনও কেড়ে নেওয়া হয়। তারপরই ওই শিশু নিজের ঘর থেকে বোনকে বের করে দরজা বন্ধ করে দেয়। তারপর পরিবারের সদস্যরা তাকে দরজা খুলতে বলে বার কয়েকবার দরজায় ধাক্কাও দেয়। কিন্তু ওর কোনও সাড়া শব্দও পাওয়া যায়নি। তারপরই তাঁরা দরজা ভেঙে ফেলেন। দরজা ভাঙতেই চোখের সামনে ছেলের ঝুলন্ত দেহ দেখতে পান তাঁরা। সেন্ট্রাল জ়োনের ডিসিজি অপর্ণা রজত জানিয়েছেন, “এই নিয়ে মা এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেননি। বাকি তদন্ত জারি রয়েছে।”