বাসের উপরে ‘ভল্ট’, পিষে চেপ্টে দিল ট্রাক, ধাবায় খেতে দাঁড়িয়ে মর্মান্তিক পরিণতি ১১ জনের

Bus-Truck Accident: রাত ১১টা নাগাদ বাসটি ধাবায় দাঁড়িয়েছিল। পাশের সড়ক দিয়ে দ্রুতগতিতে আসছিল ট্রাকটি। হঠাৎ তা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বাসের উপরে উল্টে যায়।

বাসের উপরে 'ভল্ট', পিষে চেপ্টে দিল ট্রাক, ধাবায় খেতে দাঁড়িয়ে মর্মান্তিক পরিণতি ১১ জনের
দুর্ঘটনাগ্রস্থ বাস ও ট্রাক।Image Credit source: TV9 ভারতবর্ষ
Follow Us:
| Updated on: May 26, 2024 | 8:45 AM

লখনউ: হাইওয়ের ধারে ধাবায় দাঁড়িয়েছিল বাস। খেতে নেমেছিলেন অনেকে। বাসের মধ্যে অকাতরে ঘুমোচ্ছিলেন বাকিরা। হঠাৎ একটা তীব্র ঝাঁকুনি। নিমেষে তালগোল পাকিয়ে গেল সবকিছু। বাসের উপরে উঠে গেল ট্রাক। চাপা পড়ে মৃত্যু হল ১১ যাত্রীর। আহত আরও কমপক্ষে ১০ জন।

শনিবার রাতে উত্তর প্রদেশের শাহজাহানপুরে একটি বাস-ট্রাকের সংঘর্ষ হয়। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার ধারে ধাবায় দাঁড়িয়ে থাকা বাসের উপরে উল্টে যায়। চাপা পড়ে মৃত্যু হয় ১১ জনের। জানা গিয়েছে, ট্রাকটিতে  ব্যাসল্ট নিয়ে যাওয়া হচ্ছিল। অন্যদিকে, বাসটিতে পুণ্যার্থীরা ছিলেন। তারা সকলে সীতাপুরের বাসিন্দা। উত্তরাখণ্ডে তীর্থ ভ্রমণের জন্য যাচ্ছিলেন।

শনিবার রাতে টিকুনিয়া থেকে দেড় কিলোমিটার দূরে গোলা রোডে একটি ধাবায় দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, রাত ১১টা নাগাদ বাসটি ধাবায় দাঁড়িয়েছিল। পাশের সড়ক দিয়ে দ্রুতগতিতে আসছিল ট্রাকটি। হঠাৎ তা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বাসের উপরে উল্টে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আশেপাশের লোকজন ও ক্রেনের সাহায্যে উদ্ধারকাজ শুরু করা হয়। বাসে অনেক শিশু ও মহিলাও ছিলেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন শাহজাহানপুর জেলা ম্যাজিস্ট্রেট উমেশ প্রতাপ সিং এবং পুলিশ সুপার অশোক কুমার মীনা।