Ranbir Kapoor Controversy: ক্রিসমাসে কেক কেটে বিপাকে রণবীর কাপুর, উঠল মারাত্মক অভিযোগ
Christmas Celebration: 'অ্যানিমাল' সিনেমা ব্লকবাস্টার হওয়ার পরই খুশির সপ্তম স্বর্গে রণবীর। ক্রিসমাসের দিনই বলিউডের হিট দম্পতি 'রালিয়া' তাদের একমাত্র কন্যা রাহাকেও মিডিয়ার সামনে এনেছেন। বিগত দুইদিন ধরে রাহাই খবরের শিরোনামে থাকলেও, এবার শিরোনামে রণবীর। তবে ভাল কিছুর জন্য নয়, বরং তাঁর ক্রিসমাস পালন নিয়েই শুরু হয়েছে বিতর্ক। তাঁর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ উঠেছে।
মুম্বই: বলিউডে কাপুর পরিবারের ক্রিসমাস উদযাপন (Christmas Celebration) বিখ্যাত। একই পরিবারের এতজন তারকা, সকলেই ক্রিসমাসের দিন এক টেবিলে জড়ো হন। একসঙ্গে খাওয়া-দাওয়া, হই-হুল্লোড়ে মেতে ওঠেন। কিন্তু এই ক্রিসমাস পালন করতে গিয়েই বিপাকে পড়লেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। ছাড় পাননি আলিয়া ভাট (Alia Bhatt) সহ কাপুর খানদানের বাকিরাও। সকলের বিরুদ্ধেই থানায় দায়ের হল অভিযোগ।
‘অ্যানিমাল’ সিনেমা ব্লকবাস্টার হওয়ার পরই খুশির সপ্তম স্বর্গে রণবীর। ক্রিসমাসের দিনই বলিউডের হিট দম্পতি ‘রালিয়া’ তাদের একমাত্র কন্যা রাহাকেও মিডিয়ার সামনে এনেছেন। বিগত দুইদিন ধরে রাহাই খবরের শিরোনামে থাকলেও, এবার শিরোনামে রণবীর। তবে ভাল কিছুর জন্য নয়, বরং তাঁর ক্রিসমাস পালন নিয়েই শুরু হয়েছে বিতর্ক। তাঁর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ উঠেছে।
কীভাবে ধর্মীয় ভাবাবেগে আঘাত করলেন রণবীর?
ক্রিসমাসে কাপুর পরিবারকে একসঙ্গে কেক কাটতে দেখা যায়। ক্রিসমাস কেকের উপরে ওয়াইন ঢেলে তাতে আগুন ধরানো হয়। কেক কাটেন রণবীর। তবে কেক কাটার সময়ে রণবীরকে ‘জয় মাতা দি’ বলতে শোনা যায়। আর এতেই বিতর্ক।
আশীষ রাই ও পঙ্কজ মিশ্র নামক দুই আইনজীবী রণবীর কাপুর ও পরিবারের অন্যান্যদের ঘাটকোপার থানায় অভিযোগ দায়ের করেন। তাঁদের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা ও সনাতন ধর্মের অপমান করার অভিযোগ আনেন দুই আইনজীবী। তবে এখনও অবধি রণবীর বা তাঁর পরিবারের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়নি বলেই জানা গিয়েছে।
আইনজীবীদের অভিযোগপত্রে জানানো হয়েছে, হিন্দু ধর্মে ঈশ্বরের সামনে অগ্নিদেবতাকে অর্পণ করা হয়, কিন্তু রণবীর কাপুর ও তাঁর পরিবারের সদস্যরা ইচ্ছাকৃতভাবে অন্য ধর্মের উৎসব উদযাপন করেছেন এবং সেখানে ‘জয় মাতা দি’ নাম নিয়েছেন। এতে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে।