Crime: ডাকাতি পর মহিলাকে নগ্ন করে ঘৃণ্য কাজ ৬ ডাকাতের
পুলিশ জানিয়েছে, ধৃতেরা ওই মহিলার ছেলের কারখানার কর্মী। তবে তাঁরা ঠিক মতো মাইনে পাননি বলে অভিযোগ। সেই রাগেই ওই কারখানার মালিকের বাড়িতে হামলা চালান।
চেন্নাই: বাড়িতে একাই ছিলেন মহিলা। রাতে বাড়ির তালা ভেঙে সেখানে ঢুকে পড়ে ৬ ডাকাত। মহিলাকে বেঁধে রেখে তাঁরা ডাকাতি শুরু করে। আলমারি খুলে নগদ টাকা, সোনার গয়না লুঠ করে। প্রায় দেড় লক্ষ টাকার গয়না এবং ৩০ হাজার টাকা নগদ ডাকাতরা হাতিয়ে নেয় বলে অভিযোগ। এর পরই ওই মহিলার উপর চড়াও হয় ডাকাত দল। মহিলার পোশাক ডাকাতরা সবাই মিলে খুলে দেয়। নগ্ন করে দেওয়া হয় ওই মহিলাকে। এর পর তাঁকে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ। গোটা ঘটনা ডাকাতরা ভিডিয়ো করেছিল বলে অভিযোগ। সেই ভিডিয়ো দেখিয়ে ডাকাত দল মহিলাকে হুমকি দেয়, ডাকাতির কথা পুলিশকে জানালে এই ভিডিয়ো ভাইরাল হরে দেওয়া হবে। জানা গিয়েছে ওই মহিলার বয়স ৭২ বছর। সম্প্রতি এই ঘটনা ঘটেছে তামিলনাড়ুর আরুমবক্কমে।
আরুমবক্কমের ওই মহিলা বাড়িতে একাই থাকতেন বলে জানা গিয়েছে। তাঁর বাড়িতেই রাতে ঢোকে ডাকাতের দল। তারপরই ডাকাতির পাশাপাশি মহিলার শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। ঘটনা নিয়ে অভিযোগ দায়ের হয়েছিল পুলিশের কাছে। ঘটনায় জড়িত তিন জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ধৃতেরা ওই মহিলার ছেলের কারখানার কর্মী। তবে তাঁরা ঠিক মতো মাইনে পাননি বলে অভিযোগ। সেই রাগেই ওই কারখানার মালিকের বাড়িতে হামলা চালান। সে সময় বাড়িতে একাই ছিলেন ৭২ বছরের ওই মহিলা। ডাকাতি করে ওই মহিলার শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। ওই মহিলাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসাধীন তিনি।