৩ বছর আগে মৃত ব্যক্তি পেলেন করোনার ভ্যাকসিন
রাজকোটের জেলার উপলেতার এক মৃত ব্যক্তি ভ্যাকসিন পেয়েছেন বলে অভিযোগ। ওই মৃত ব্যক্তির নাম হরিদাসভাই করিঙ্গিয়া (Haradasbhai Karingiya)। তিন বছর আগে ১০১৮ সালে তিনি মারা যান।
রাজকোট: করোনার দ্বিতীয় ঢেউয়ে কাবু গোটা দেশ। মারণ ভাইরাসের হাত থেকে মুক্তি পাওয়ার একমাত্র ভরসা ভ্যাকসিন (Vaccine)। তাই সবারই নজর ভ্যাকসিনের দিকে। এমন পরিস্থিতিতে দেশে দেখা দিয়েছে ভ্যাকসিনের ঘাটতি। এর জেরে নাজেহাল আমজনতা। এমন ভয়াবহ অবস্থাতেও গুজরাটের (Gujarat) চিত্রটা আলাদা। মৃত ব্যক্তি ভ্যাকসিন পেয়েছেন এমন খবর উঠে এল এই রাজ্যে। যা দেখে স্তম্ভিত সারা দেশের মানুষ।
এমনিতেই ভ্যাকসিনের অভাব। বহু জায়গায় দীর্ঘ লাইন দিয়েও মেলেনি ভ্যাকসিন। সেই কারণে গুজরাটে মৃত ব্যক্তির টিকাকরণের খবরে চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে মৃতের পরিবারের কাছে এসে পৌঁছেছে ভ্যাকসিন নেওয়ার এসএমএস। সেই এসএমএসে দেওয়া রয়েছে ভ্যাকসিনের সার্টিফিকেট ডাউনলোড করার লিঙ্ক। ঘটনায় তাজ্জব মৃতের পরিবারের লোকজন।
রাজকোটের জেলার উপলেতার এক মৃত ব্যক্তি ভ্যাকসিন পেয়েছেন বলে অভিযোগ। ওই মৃত ব্যক্তির নাম হরিদাসভাই করিঙ্গিয়া। তিন বছর আগে ১০১৮ সালে তিনি মারা যান। পরিবারের কাছে রয়েছে তাঁর ডেথ সার্টিফিকেট। কিন্তু তারপরেও হরিদাসভাই করিঙ্গিয়া করোনার টিকা পেয়েছেন বলে পরিবারের লোকের কাছে এসএমএস এসেছে। কীভাবে এমনটা সম্ভব? জানতে চায় পরিবার।
এখানেই শেষ নয়, এলাকায় আরও কয়েকজন মৃত ব্যক্তি ভ্যাকসিন পেয়েছেন বলে খবর রয়েছে। তাদের পরিবারের লোকেরা এসএমএস পেয়ে অস্বস্তিতে পড়েছেন। ঘটনার জেরে নড়েচড়ে বসেছে স্থানীয় স্বাস্থ্য দফতর। হরিদাসভাই করিঙ্গিয়ার ভাইপো অরবিন্দ করিঙ্গিয়া মৃত কাকার ভ্যাকসিনেশনের সার্টিফিকেটের ছবি প্রকাশ করেছেন সংবাদ মাধ্যমের কাছে।
আরও পড়ুন: সরকারি অফিসারদের বই প্রকাশের ক্ষেত্রে অনুমতি নিতে হবে, নয়া নির্দেশিকা কেন্দ্রের