জলে ডুবে ৩ পডুয়ার মৃত্যুর দায় নেবে কে? প্রশ্নের মুখে পড়ল আপ-কংগ্রেস জোটও
Parliament: দিল্লির রাজেন্দ্র নগরের কোচিং সেন্টারে পড়ুয়া মৃত্যুর ঘটনায় দায় কার, তা নিয়ে ইতিমধ্যেই তুঙ্গে আপ-বিজেপি তরজা। এবার এই ইস্যু নিয়ে সংসদে ঝড় তুলতে চলেছে কংগ্রেস।
নয়া দিল্লি: বেসমেন্টে ইউপিএসসি-র কোচিং সেন্টার। ভারী বৃষ্টি নামতেই ভেসে গিয়েছিল বেসমেন্ট। জমা জলে ডুবে মৃত্যু তিন পড়ুয়ার। কোচিং সেন্টারে জলে ডুবে মৃত্যুর এই ঘটনার পরই উত্তাল দিল্লি। রবিবার দিনভর বিক্ষোভ চলে। গ্রেফতার করা হয়েছে কোচিং সেন্টারের মালিক সহ ২ জনকে। এবার পড়ুয়া মৃত্যুর এই ঘটনাকে কেন্দ্র করে প্রশ্নের মুখে আপ-কংগ্রেসের বোঝাপড়া। আজ সংসদে এই ইস্যু তুলবে কংগ্রেস।
দিল্লির রাজেন্দ্র নগরের কোচিং সেন্টারে পড়ুয়া মৃত্যুর ঘটনায় দায় কার, তা নিয়ে ইতিমধ্যেই তুঙ্গে আপ-বিজেপি তরজা। এবার এই ইস্যু নিয়ে সংসদে ঝড় তুলতে চলেছে কংগ্রেস। জানা গিয়েছে, দিল্লির সামগ্রিক পরিকাঠামো এবং বেআইনি কোচিং সেন্টার নিয়ে আলোচনা চেয়ে মুলতুবি প্রস্তাব জমা দিয়েছেন কংগ্রেস সাংসদরা। মুলতবি প্রস্তাব জমা দিয়েছেন কংগ্রেস সাংসদ মানিকরাম ঠাকুর। কংগ্রেসের এই আক্রমণের তীর কোন দিকে যায়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
অন্যদিকে, বিজেপিও আজ আম আদমি পার্টির সদর দফতরের বাইরে বিক্ষোভ দেখাবে পড়ুয়া মৃত্যুর প্রতিবাদে।
দিল্লির বেসমেন্টে চালানো কোচিং সেন্টারে জল ঢুকে পড়ুয়া মৃত্যুর পরই ওই কোচিং সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। রাজেন্দ্র নগরের আরও ১৩টি বেআইনি কোচিং সেন্টারও বন্ধ করে দিয়েছে দিল্লির মিউনিসিপ্যাল কর্পোরেশন। রবিবার রাত পর্যন্ত অভিযান চলে। জানা গিয়েছে, অধিকাংশ কোচিং সেন্টারেরই নো অবজেকশন সার্টিফিকেট নেই।