Heinous Crime: ধর্ষণের শোধ নিতে গণধর্ষণ! নির্যাতনের শিকার ধর্ষণে অভিযুক্তের স্ত্রী
মধ্য প্রদেশ পুলিশ সূত্রে জানা গিয়েছে, অম্বা শহর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে একটি গ্রামে ঘটেছে এই গণধর্ষণের ঘটনা। নির্যাতিতার স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। সেই মামলা তুলে নেওয়ার জন্য অভিযোগকারী মহিলাকে অনুরোধ করেছিলেন ওই নির্যাতিতা। সে জন্য তাঁর বাড়ি গিয়েছিলেন। সে সময়ই ওই মহিলাকে তিন জন মিলে গণধর্ষণ করে বলে অভিযোগ।
গ্বালিয়র: এক মহিলার স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছিল। এক গৃহবধূর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধর্ষণে অভিযুক্ত ব্যক্তির অন্তঃসত্ত্বা স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল তিন ব্যক্তির বিরুদ্ধে। যে মহিলা প্রথমে ধর্ষণের অভিযোগ এনেছিলেন, তাঁর আত্মীয়রাই ধর্ষণে অভিযুক্তের স্ত্রীকে গণধর্ষণ করেছেন বলে অভিযোগ। এমনকি গণধর্ষণের পর নির্যাতিতার গায়ে আগুন লাগিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে। এর জেরে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলা। সম্প্রতি ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের মোরেনা জেলায়।
মধ্য প্রদেশ পুলিশ সূত্রে জানা গিয়েছে, অম্বা শহর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে একটি গ্রামে ঘটেছে এই গণধর্ষণের ঘটনা। নির্যাতিতার স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। সেই মামলা তুলে নেওয়ার জন্য অভিযোগকারী মহিলাকে অনুরোধ করেছিলেন ওই নির্যাতিতা। সে জন্য তাঁর বাড়ি গিয়েছিলেন। সে সময়ই ওই মহিলাকে তিন জন মিলে গণধর্ষণ করে বলে অভিযোগ। সেখান থেকে পালানোর চেষ্টা করায় গায়ে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ।
এর জেরে ওই মহিলার দেহের ৮০ শতাংশ পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। বর্তমানে তিনি গ্বালিয়রের একটি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা নিয়ে মহিলার স্বামী পুলিশে অভিযোগ দায়ের করেছেন। এমনকি এই ঘটনার একটি ভিডিয়োও ছড়িয়েছে বলে জানা গিয়েছে।