Mithun Chakraborty: বিজেপির ভরা সভায় পকেটমারি মিঠুনের, সঙ্গে সঙ্গে করা হল ঘোষণা, তারপর…
Mithun Chakraborty: মঞ্চে উঠে মিঠুন দেখেন, তাঁর মানিব্যাগ নেই। বিষয়টি জানাজানি হতেই বিজেপি নেতারা মঞ্চ থেকে মাইকিং করেন। মানিব্যাগ ফেরত দেওয়ার আবেদন জানিয়ে এক নেতা ঘোষণা করেন, "নিরসার সংস্কৃতি নয় এটা। যিনি মিঠুনদার মানিব্যাগ নিয়েছেন, তিনি যেন তা ফেরত দেন।"
ধানবাদ: তিনি ‘মহাগুরু’। তাঁকে এক ঝলক দেখতে ভিড় করেন সাধারণ মানুষ। সেই ডিস্কো ডান্সারকে হাতের নাগালে পেয়ে তাঁর পকেট খালি করে দিল পকেটমার। ধানবাদে নির্বাচনী প্রচারে গিয়ে নিজের মানিব্যাগ খোয়ালেন ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী। তাঁর মানিব্যাগ ফেরত দেওয়ার জন্য মঞ্চ থেকে ঘোষণাও করা হল।
মঙ্গলবার ধানবাদ জেলার নিরসায় নির্বাচনী প্রচারে যান মিঠুন। বিজেপি প্রার্থী অপর্ণা সেনগুপ্তর প্রচারসভায় তিনি অংশ নেন। আসানসোলের বরাকর নদ পেরিয়ে এই নিরসা শহর। এদিন মিঠুনের সভায় উপচে পড়েছিল ভিড়। এদিন ঝাড়খণ্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ একাধিক বিজেপি নেতার সভা ছিল। মিঠুনের সভায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলে অভিযোগ। এদিন গাড়ি থেমে নেমে প্রায় ৫০ মিটার হেঁটে মঞ্চে আসতে হয় মিঠুনকে। সেইসময় তাঁর চারপাশে ভিড় জমে যায়। মিঠুনের দেহরক্ষীরা ভিড় সামাল দিতে হিমশিম খান।
মঞ্চে উঠে মিঠুন দেখেন, তাঁর মানিব্যাগ নেই। বিষয়টি জানাজানি হতেই বিজেপি নেতারা মঞ্চ থেকে মাইকিং করেন। মানিব্যাগ ফেরত দেওয়ার আবেদন জানিয়ে এক নেতা ঘোষণা করেন, “নিরসার সংস্কৃতি নয় এটা। যিনি মিঠুনদার মানিব্যাগ নিয়েছেন, তিনি যেন তা ফেরত দেন।”
মিঠুন অবশ্য মানিব্যাগ খোয়া যাওয়া নিয়ে কিছু বলেননি। নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিজেপি প্রার্থীকে জেতানোর আবেদন জানান। বক্তব্য শেষে আবার হেঁটে গিয়ে গাড়িতে ওঠেন। তখনও পর্যন্ত তাঁর মানিব্যাগ ফেরত পাওয়া যায়নি বলে জানা গিয়েছে।