‘সাম্প্রদায়িকতার’ ইস্যুতে আনন্দকে পালটা টুইটে তুলোধনা অধীরের
তার পালটা দিয়ে অধীর টুইটে লিখেছেন, সিপিআইএমের নেতৃত্বাধীন এই জোট ধর্মনিরপেক্ষ এবং বিজেপির বিভেদের রাজনীতিকে পরাস্ত করতে প্রতিজ্ঞাবদ্ধ। অধীরের কটাক্ষ, "এই জোটকে সাম্প্রদায়িক আখ্যা দিয়ে আসলে বিজেপি মেরুকরণের অ্যাজেন্ডাকেই সুবিধা করে দেওয়া হচ্ছে।"
কলকাতা: কংগ্রেসের বরিষ্ঠ নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আনন্দ শর্মাকে (Anand Sharma) এ বার টুইটে এক হাত নিলেন অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। আব্বাস সিদ্দিকির সঙ্গে কংগ্রেসের জোট গান্ধী ও নেহরুদের আদর্শের পরিপন্থী বলে তুলোধনা করেন আনন্দ। তার পালটা দিয়ে অধীর টুইটে লিখেছেন, সিপিআইএমের নেতৃত্বাধীন এই জোট ধর্মনিরপেক্ষ এবং বিজেপির বিভেদের রাজনীতিকে পরাস্ত করতে প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু এরপরই অধীরের কটাক্ষ, “এই জোটকে সাম্প্রদায়িক আখ্যা দিয়ে আসলে বিজেপি মেরুকরণের অ্যাজেন্ডাকেই সুবিধা করে দেওয়া হচ্ছে।”
2/4 Know ur facts @AnandSharmaINC : –
2. @INCIndia has got its full share of seats. Left Front is allocating seats from its share to the newly formed Indian Secular Front-ISF. Ur choice to call the decision of CPM led front ‘communal’ is only serving the polarising agenda of BJP
— Adhir Chowdhury (@adhirrcinc) March 1, 2021
আনন্দ শর্মাকে রীতিমতো তুলোধনা করে অধীর লেখেন, “এক শ্রেণির কংগ্রেস নেতাকে বলব সবসময় ব্যক্তিগত সুবিধা দেখার ঊর্ধ্বে উঠুন। যে গাছের আশ্রয়ে বড় হয়েছেন সেই গাছ কাটবেন না।”
4/4 Know ur facts @AnandSharmaINC –
4. Would urge a select group of distinguished Congressmen to rise above always seeking personal comfort spots & stop wasting time singing praises of PM.
They owe a duty to strengthen the Party & not undermine the tree that nurtured them.
— Adhir Chowdhury (@adhirrcinc) March 1, 2021
সঙ্গে অধীর মনে করিয়ে দিয়েছেন, এই জোট বামফ্রন্টের নেতৃত্বে হয়েছে। কংগ্রেস তার প্রয়োজন মত আসন পেয়ে গিয়েছে। বামেরা তাদের ভাগ থেকে আইএসএফ কে কিছু আসন ছাড়ছে। বামেরা সাম্প্রদায়িক শক্তির সঙ্গে জোট করছে বলার অর্থ বিজেপিকে সুবিধা করে দেওয়া।
প্রসঙ্গত, গতকালকের ব্রিগেড সমাবেশের পর এ দিন টুইটে বোমা ফাটান আনন্দ শর্মা। টুইট করে তিনি লেখেন, আইএসএফের মতো দলের সঙ্গে জোট কংগ্রেসের আদর্শের পরিপন্থী। গান্ধী-নেহরুর আদর্শের সঙ্গেও এই ধরণের জোটের বিরোধ রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। এই ইস্যুতে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির অনুমোদন লাগবে বলে উল্লেখ করেছেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা।
বাম-কংগ্রেসের জোট বৈঠকের পরই এই নিয়ে পালটা দেন অধীর। তিনি বলেন, দিল্লিতে বসে থাকা নেতারা বাংলার বাস্তব পরিস্থিতির কথা জানেন না। উল্টে তাঁর প্রশ্ন, “উনি (আনন্দ শর্মা) কি কোথাও গিয়ে অন্যদিক থেকে রাজ্যসভার আসন ম্যানেজ করার চেষ্টা করছেন! এ রাজ্যে যে একটা স্বৈরাতান্ত্রিক সরকার চলছে তার বিরুদ্ধেও যদি উনি কিছু বলতেন তাহলে আমরা খুশি হতাম।” এই মন্তব্যের পর এ বার টুইট করো তোপ দাগলেন তিনি।