আটদিনে চারবার! বারবার ভূমিকম্প বড় বিপদের আভাস নয় তো

সিকিম: ফের ভূমিকম্প সিকিমে। মঙ্গলবার সকালে কেঁপে উঠল ইয়কসুম সংলগ্ন বিস্তীর্ণ এলাকা। এ দিন ৭টা ২০ নাগাদ কম্পন অনুভূত হয় সে রাজ্যে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৫। এই নিয়ে আট দিনে চারবার কেঁপে উঠল সিকিম। বারবার কম্পনে আতঙ্ক বাড়ছে এলাকার মানুষের মধ্যে। গত ২ ফেব্রুয়ারি জোড়া ভূমিকম্প হয় সিকিমে। একটি কম্পন হয় হিমালয়ের উত্তর […]

আটদিনে চারবার! বারবার ভূমিকম্প বড় বিপদের আভাস নয় তো
প্রতীকী চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 09, 2021 | 12:59 PM

সিকিম: ফের ভূমিকম্প সিকিমে। মঙ্গলবার সকালে কেঁপে উঠল ইয়কসুম সংলগ্ন বিস্তীর্ণ এলাকা। এ দিন ৭টা ২০ নাগাদ কম্পন অনুভূত হয় সে রাজ্যে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৫। এই নিয়ে আট দিনে চারবার কেঁপে উঠল সিকিম। বারবার কম্পনে আতঙ্ক বাড়ছে এলাকার মানুষের মধ্যে।

গত ২ ফেব্রুয়ারি জোড়া ভূমিকম্প হয় সিকিমে। একটি কম্পন হয় হিমালয়ের উত্তর পূর্ব প্রান্তে। অপরটি হয় হিমালয়ের উত্তর পশ্চিম প্রান্তে। এরপর ফের মঙ্গলবার সকালে দুলে ওঠে সিকিমের বিস্তীর্ণ এলাকা। এরপর গত ৪ ফেব্রুয়ারিও কেঁপে ওঠে সিকিমের মাটি। বারবারই এপিসেন্টার ইয়কসুম।

আরও পড়ুন: রাতের কলকাতায় লেন বদলে লরিতে ধাক্কা; রক্তে ভাসল গাড়ি, ছটফটিয়ে শেষ দুই যুবক

মঙ্গলবারের কম্পনের উৎসস্থল ইয়কসুমের ৭১ কিলোমিটার উত্তর পশ্চিম। মূলত চ্যুতি রেখা এবং ভূমি ভাগের মধ্যে তাপমাত্রার বড়সড় হেরফের হলে এ ধরনের ভূমিকম্প হয়। গত কয়েকদিন ধরে হিমালয়ে একটানা বরফ পড়ছে। তার জেরে চ্যুতি রেখা ও ভূমি ভাগের তাপমাত্রার মধ্যে অনেকটাই তফাৎ তৈরি হয়েছে। ভূ-বিজ্ঞানীরা বলেই রেখেছিলেন, আগামিদিনে বড়সড় ভূমিকম্প হতে পারে।