Physical Harassment: বাবা-মা গিয়েছিলেন ভোট দিতে, বাড়ি মেয়ে একা! ‘কুকর্মের’ জন্য এই সুযোগের অপেক্ষাতেই ছিল যুবক

Physical Harassment: সংবাদ সংস্থা পিটিআই-তে প্রকাশিত তথ্য অনুযায়ী, ওই নাবালিকাকে বাড়িতে একা রেখে ভোট দেওয়ার জন্য গিয়েছিলেন বাবা-মা। সেই সময়েই এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্য়েই ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

Physical Harassment: বাবা-মা গিয়েছিলেন ভোট দিতে, বাড়ি মেয়ে একা! 'কুকর্মের' জন্য এই সুযোগের অপেক্ষাতেই ছিল যুবক
প্রতীকী ছবিImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Updated on: Jun 03, 2024 | 12:03 AM

ওড়িশা: বাবা-মা গিয়েছিলেন ভোট দিতে। বাড়ি ফাঁকা। সাত বছরের ছোট্ট মেয়ে বাড়িতে সেই সময় একাই ছিল। আর সেই সুযোগটাই কাজে লাগায় অভিযুক্ত। বাড়িতে ঢুকে নাবালিকাকে জোর করে টানতে টানতে নিয়ে যায় নদীর ধারে। অভিযোগ, সেখানেই ওই অভিযুক্ত যুবক ওই নাবালিকাকে ধর্ষণ করে। শুধু তাই নয়, এরপর ওই ছোট্ট মেয়েকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগও উঠেছে বছর তেইশের ওই যুবকের বিরুদ্ধে। হাড় হিম করা এই ঘটনাটি ঘটেছে ওড়িশার ময়ূরভঞ্জ জেলার অন্তর্গত কুলিয়ানা থানা এলাকায়।

সংবাদ সংস্থা পিটিআই-তে প্রকাশিত তথ্য অনুযায়ী, ওই নাবালিকাকে বাড়িতে একা রেখে ভোট দেওয়ার জন্য গিয়েছিলেন বাবা-মা। সেই সময়েই এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। উল্লেখ্য, গতকাল (শনিবার) ওড়িশার ছয়টি আসনে ভোট ছিল। তালিকায় ছিল ময়ূরভঞ্জ, বালাসোর, ভদ্রক, জজপুর, কেন্দ্রাপাড়া ও জগৎসিংপুর। পুলিশ সূত্রে খবর, আজ সকালে গ্রামের লোকেরা ওই নাবালিকার নিথর দেহ নদীর ধারে পড়ে থাকতে দেখেন। এরপরই বছর তেইশের ওই যুবকের দিকে সন্দেহ যায় গ্রামের লোকেদের। গ্রামবাসীরাই ওই অভিযুক্তকে যুবককে পাকড়াও করেন এবং তুলে দেন পুলিশের হাতে।

ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে তার বিরুদ্ধে ধর্ষণ ও খুনের মামলা রুজু করেছে পুলিশ। কীভাবে এই ঘটনা ঘটল, তা জানতে সম্ভব্য সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অভিযুক্ত যুবককে জেরা করে এই নৃশংস হত্যার অভিযোগের তদন্ত শুরু করেছে স্থানীয় থানার পুলিশ।