Anurag Attacks Abhishek: ৪ বছরে ১৫ শতাংশ ভোটার বৃদ্ধির অভিযোগ, কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের নিশানায় এবার সরাসরি অভিষেক
Anurag Attacks Abhishek: অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে অস্বাভাবিকভাবে ভোটার বৃদ্ধি হয়েছে। ডায়মন্ড হারবারের প্রচুর বুথে ৪ বছরে ১৫ শতাংশ পর্যন্ত ভোটার বৃদ্ধি হয়েছে বলে অভিযোগ। সাংবাদিক বৈঠক করে এই গুরুতর অভিযোগ করেছেন অনুরাগ। তা নিয়ে শুরু হয়েছে চাপানউতোর।

নয়া দিল্লি: SIR নিয়ে নির্বাচন কমিশনের পাশাপাশি বিজেপির উপরেও চাপ বাড়িয়ে চলেছে বিরোধীরা। দিল্লির রাজপথে উঠছে স্লোগান। বিরোধীদের এককাট্টা করতে রাহুল গান্ধীর পাশাপাশি এক্কেবারে সামনের সারিতে দেখা যাচ্ছে তৃণমূল সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবার সেই অভিষেকের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার নিয়ে সুর চড়াতে দেখা গেল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে। সরাসরি অভিষেককে নিশানা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের।
অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে অস্বাভাবিকভাবে ভোটার বৃদ্ধি হয়েছে। ডায়মন্ড হারবারের প্রচুর বুথে ৪ বছরে ১৫ শতাংশ পর্যন্ত ভোটার বৃদ্ধি হয়েছে বলে অভিযোগ। সাংবাদিক বৈঠক করে এই গুরুতর অভিযোগ করেছেন অনুরাগ। তা নিয়েই পুরোদমে শুরু হয়ে গিয়েছে চর্চা। তাহলে কী ভুয়ো ভোটারের সাহায্যেই জিতছেন অভিষেক? প্রশ্ন অনুরাগের।
ফলতা, ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর, মহেশতলা, বজবজ নিয়ে আলাদা আলাদা পরিসংখ্যান দিয়ে অভিষেকের বিরুদ্ধে সুর চড়িয়ে অনুরাগ বলেন, “ডায়মন্ড হারবারে ৩০১টি বুথে ১৫ শতাংশ ভোটার বৃদ্ধি হয়েছে গত ৪ বছরে। সব জায়গায় তৃণমূল জিতেছে। তাহলে কী ভুয়ো ভোটার দিয়েই আপনি ভোটে জিতছেন?”
এখনও যদিও বাংলায় SIR শুরু হয়নি, কিন্তু তার আগেই বিজেপির এই চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী যদিও বিজেপিকেই পাল্টা খোঁচা দিয়ে বলছেন, “দিল্লির যে বিধানসভা কেন্দ্রে ২৬ হাজার ভোটার বেড়েছে, যেখানে অরবিন্দ কেজরীবাল ৪ হাজার ভোটে হেরেছেন সেখানে বিজেপির সাংসদদের বাংলোর ঠিকানায় আড়াইশোজন করে নাম উঠেছে শেষ একমাস দেড় মাসে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবারে কখনও একমাস দু’মাসে নাম ওঠেনি। এটা একটা চলমান প্রক্রিয়া। ৫ বছর ধরে নাম ওঠে। আসলে মুশকিল হচ্ছে নাচতে না জানলে তো উঠোন ব্যাঁকাই হবে। ওরা এত বড় বড় কথা বলছে, কিন্তু ক’টা বুথে রিভিউ চেয়েছে? শুধু হাওয়ায় কথা ভাসিয়ে দেওয়া হচ্ছে কারণ নিজেদের চুরি ধরা পড়ে গিয়েছে।” তোপ দেগেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও। তিনি বলছেন, “আপনাদের পার্টি কি রিপোল চেয়েছিল? ভোটার লিস্টে টাইপিং এরর চলতে থাকে!” প্রসঙ্গত, শেষ লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে ১০ লক্ষের বেশি ভোট পেয়েছিলেন অভিষেক। জিতেছিলেন ৭ লক্ষেরও বেশি ভোটে।
