Ramlalla Idol Ayodhya: বদলে গিয়েছেন রামলালা! মূর্তি দেখে চিনতেই পারলেন না যোগীরাজ
Ramlalla Idol Ayodhya: শিল্পী মনে করেন, রামলালার আদেশ মতোই কাজ করেছেন তিনি। যোগীরাজ বলেন, 'আমার লালা আমাকে আদেশ দিয়েছিল। আমি শুধু অনুসরণ করেছি।' তিনি জানান, রামলালার মূর্তিতে যাতে শিশুসুলভ ভাব ফুটে ওঠে, সেটা মাথায় রেখে কাজ করতে হয়েছিল। পাথরে সেই ভাব ফুটিয়ে তোলা যে বেশ কঠিন সে কথাও উল্লেখ করেছেন যোগীরাজ।
অযোধ্যা: রাম মন্দির উদ্বোধনের সঙ্গে সঙ্গে দেশ জুড়ে চর্চায় উঠে এসেছে অরুণ যোগীরাজের নাম। কৃষ্ণশীলায় তৈরি রামলালার যে মূর্তি স্থাপন করা হয়েছে রাম মন্দিরের গর্ভগৃহে, তা তৈরি যোগীরাজের হাতেই। শুধুমাত্র ভাব ফুটিয়ে তোলাই নয়, মূর্তি তৈরির সময় হিন্দু ধর্মের নানা চিহ্নও খোদাই করা হয়েছে। সেই মূর্তি অলঙ্কারে সাজিয়ে স্থাপন করা হয়েছে মন্দিরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে সেই মূর্তিতে। একাধিক শিল্পী মূর্তি তৈরি করেছিলেন এই রাম মন্দিরের জন্য। কিন্তু যোগীরাজের মূর্তিটা বেছে নেওয়া হয়। তাই নিজেকে ভাগ্যবান বলেও উল্লেখ করেছিলেন যোগীরাজ। তবে যোগীরাজ জানিয়েছেন, মূর্তি স্থাপনের পর কার্যত চমকে যান তিনি। নিজের তৈরি মূর্তি দেখে চিনতেই পারলেন না খোদ শিল্পী!
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অরুণ যোগীরাজ বলেন, “রামলালাকে একেবারে অন্যরকম দেখতে লাগছিল। মনে হচ্ছিল এটা আমার করা কাজই নয়।” তিনি বলেন, “তৈরি করার সময় অন্যরকম ছিল আর স্থাপন করার পর একেবারে আলাদা। আমার মনে হয়েছিল, এটা আমার করা কাজই নয়। একেবারে আলাদা রকম দেখতে। ভগবান তো অন্য রূপ নিয়ে নিয়েছেন।” তাঁর কথায়, অলঙ্করণে একেবারে বদলে যান রামলালা।
শিল্পী মনে করেন, রামলালার আদেশ মতোই কাজ করেছেন তিনি। যোগীরাজ বলেন, ‘আমার লালা আমাকে আদেশ দিয়েছিল। আমি শুধু অনুসরণ করেছি।’ তিনি জানান, রামলালার মূর্তিতে যাতে শিশুসুলভ ভাব ফুটে ওঠে, সেটা মাথায় রেখে কাজ করতে হয়েছিল। পাথরে সেই ভাব ফুটিয়ে তোলা যে বেশ কঠিন সে কথাও উল্লেখ করেছেন যোগীরাজ। তাই দীর্ঘ সময় কাটাতেন পাথরের কাছে, শিশুদের মুখের ভাব ঠিক কেমন হয়, তা নিয়ে করতেন পড়াশোনাও।