Arvind Kejriwal: ‘বিজেপি-কংগ্রেস এক অপরকে ILU বলে’, কটাক্ষ কেজরীবালের

Arvind Kejriwal: অরবিন্দ কেজরীবাল এদিন অভিযোগ করেছেন, কংগ্রেস ও বিজেপি একে অপরকে সাহায্য করে। তাঁরা পরস্পরের মধ্যে ভালোবাসার খেলাও খেলছেন বলে কটাক্ষ করেন কেজরীবাল।

Arvind Kejriwal: 'বিজেপি-কংগ্রেস এক অপরকে ILU বলে', কটাক্ষ কেজরীবালের
ফাইল ছবি Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Nov 05, 2022 | 7:22 PM

নয়া দিল্লি: এ বছর দিল্লির বাইরে প্রথম অন্য রাজ্যে ক্ষমতায় এসেছে অরবিন্দ কেজরীবালের (Arvind Kejriwal) আম আদমি পার্টি পঞ্জাবে ক্ষমতা কায়েম করেছে। পঞ্জাবের পর এবার কেজরীবালের পাখির চোখ মোদী-শাহের রাজ্য গুজরাট। ডিসেম্বরেই প্রথমভাগে নির্বাচন গুজরাটে (Gujarat Assembly Election)। নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার আগেই যদিও জোরকদমে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে দলগুলির। এই আবহে আপের বিরুদ্ধে গুজরাটে বিজেপি ও কংগ্রেস হাত মিলিয়েছে বলে অভিযোগ করলেন শনিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। তিনি এদিন বলেছেন, কংগ্রেস অনেকটা বিজেপির স্ত্রীর মতো। তাঁরা পরস্পরের মধ্যে ভালোবাসার খেলাও খেলছেন বলে কটাক্ষ কেজরীবালের।

জাতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি-র আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত থেকে কেজরীবাল বলেছেন, ‘বিজেপি ও কংগ্রেসের মধ্যে স্বামী-স্ত্রী/ ভাই-বোনের সম্পর্ক রয়েছে। আমি গতকাল অমিত শাহের একটি ইন্টারভিউ শুনেছি। তিনিও বলছেন, প্রতিদ্বন্দ্বিতা কেবলমাত্র বিজেপি ও কংগ্রেসের মধ্যে। কংগ্রেসও একই বক্তব্য় প্রচার করছে…কংগ্রেস অনেকটা বিজেপির স্ত্রীয়ের মতো…তাঁরা সম্পূর্ণভাবে বিজেপির পকেটে।’ এদিকে তিনি এদিন দাবি করেছেন, গুজরাটে বিজেপির ২৭ বছরের রাজত্বে রাজ্যবাসী ক্লান্ত হয়ে গিয়েছেন। তাঁরা এবার পরিবর্তনের খোঁজ করছেন বলেও জানিয়েছেন তিনি। তিনি অভিযোগ করেছেন, গুজরাটে সব টিভি চ্যানেলের কোনও বিতর্ক ও আলোচনায় আপ নেতা অংশ না নেন তার জন্য বিজেপি তাদের হুমকি দিয়েছে। তিনি বলেছেন,’আপনি মণীশ সিসোদিয়া নিয়েও বিতর্ক দেখবেন, কিন্তু সেখানে আপের কোনও প্রতিনিধি নেই। কেবলমাত্র বিজেপি ও কংগ্রেস…তাদের মধ্যেকার স্বামী-স্ত্রী/ভাই-বোনের এই সম্পর্ক এখন সকলের সামনে প্রকাশ্যে।’

প্রসঙ্গত, গতকাল গুজরাট নির্বাচনের জন্য মুখ্যমন্ত্রীর মুখের নাম ঘোষণা করা হয়েছে আপের তরফে। সেই আপের মুখ্যমন্ত্রী মুখ ইসুধান গাধবীও দাবি করেছেন, বিজেপির সঙ্গে সব কংগ্রেস প্রার্থীর যোগাযোগ রয়েছে। তিনি বলেছিলেন, ‘বিজেপি তাঁদের (কংগ্রেস প্রার্থীদের) কংগ্রেসের টিকিটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বলেছে। যদি তাঁরা জিতে যান তাহলে নির্বাচনী ফলাফলের পর তাঁরা দল বদল করে নিতে পারেন। আর যখন কংগ্রেসে রয়েছেন তখন তাঁরা আপকে হারানোর জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন বা তাঁদের ভোট নিয়ে নেওয়ার জন্য লড়াই করবেন।’

আপ নেতা আরও দাবি করেছেন, কংগ্রেসের প্রার্থীদের ২২ টি আসন নিয়ে আসতে বলা হয়েছে। আর বিজেপির মোটামুটি ৭০ টি আসন ঘরে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। আর এদিন আপ নেতার সুরেই সুর মিলিয়ে অরিবন্দ কেজরীবাল জোর দিয়ে বলেছেন, এখানে কোনও কংগ্রেস নেই। এবং বিজেপি নিজেদের প্রার্থীদের আর্থিক সাহায্য দেওয়ার পাশাপাশি কংগ্রেসের প্রার্থীদেরও করছে। তিনি বলেছেন, ‘লড়াইটা আপ বনাম বিজেপি-কংগ্রেস।’