Assam: কোলের শিশুকে মদ-সিটারেট! এ কেমন মা? হানা দিল পুলিশ
Assam mother detained: স্থানীয় বাসিন্দারা ওই মহিলার অপকর্মের ফটোগ্রাফ-সহ প্রমাণ দিয়ে অভিযোগ জানিয়েছিলেন স্থানীয় চাইল্ড হেল্পলাইন সেলে। এই অভিযোগ পাওয়ার কিছুক্ষণ পরই, ওই মহিলার বাড়িতে হানা দেয় পুলিশ। তারা শিশুটিকে উদ্ধার করেছে এবং জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত মহিলা অর্থাৎ, শিশুটির মাকে আটক করেছে।
শিলচর: একেবারে কোলের শিশু। বয়স মাত্র ২০ মাস। এমনই এক শিশুকে বাধ্য করা হয়েছে সিগারেট খেতে এবং মদ্যপান করতে। কে করেছে? শুনতে অবাক লাগলেও এই জঘন্য কাজ করেছে খোদ তার মা। এই উদ্বেগজনক ঘটনাটি ঘটেছে অসমের শিলচরে। সম্প্রতি, স্থানীয় বাসিন্দারা ওই মহিলার অপকর্মের ফটোগ্রাফ-সহ প্রমাণ দিয়ে অভিযোগ জানিয়েছিলেন স্থানীয় চাইল্ড হেল্পলাইন সেলে। এই অভিযোগ পাওয়ার কিছুক্ষণ পরই, ওই মহিলার বাড়িতে হানা দেয় পুলিশ। তারা শিশুটিকে উদ্ধার করেছে এবং জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত মহিলা অর্থাৎ, শিশুটির মাকে আটক করেছে।
চাইল্ড হেল্পলাইনের কর্তারা জানিয়েছেন তাদের কাছে শিশুটির মায়ের বিরুদ্ধে অভিযোগ এসেছিল। যে সমস্ত প্রমাণ তাদের দেওয়া হয়েছিল, তাতে তাঁরা দেখেছিলেন, শিশুটিকে ধূমপান এবং মদ্যপান করানো হচ্ছে। সঙ্গে সঙ্গে তাঁরা পুলিশে খবর দিয়েছিলেন এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। মাকে আটক করা হয়েছে এবং শিশুটিকে উদ্ধার করা হয়েছে। আপাতত, শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে অভিযুক্ত মা ও শিশুটিকে অস্থায়ীভাবে হেফাজতে নিয়েছে শিশু কল্যাণ সমিতি। এই ঘটনার বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে বলে, জানিয়েছেন তাঁরা। যে সমস্ত প্রমাণ তাঁদের কাছে আছে, সেগুলির পর্যালোচনা করা হবে। অভিযুক্ত মাকেও জেরা করা হবে। তাঁর সন্তানের ভবিষ্যতের জন্য সর্বোত্তম পদক্ষেপগুলি নির্ধারণে সহায়তা করা হবে।
এদিকে, এই ঘটনার ছবি ও ভিডিয়ো ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। অভিযুক্ত মহিলার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অনেকে। কেউ কেউ আবার শিশুটিকে তার মায়ের কাছ থেকে উদ্ধার করে অন্য কোনও ভাল পরিবারকে দত্তক দেওয়ার দাবিও জানিয়েছেন। মা হয়ে নিজের সন্তানের সঙ্গে এমন ব্যবহার করায় অনেকেই প্রশ্ন করেছেন, ওই মহিলার কী সমস্যা আছে? কেউ কেউ উল্লেখ করেছেন, বিদেশে হলে ওই মহিলাকে দীর্ঘদিন জেলে থাকতে হত।
Feel terrible for kids around these reel monsters pic.twitter.com/VujAzvmClj
— Deepika Narayan Bhardwaj (@DeepikaBhardwaj) June 17, 2024
তবে, ওই মহিলা একা নন। সম্প্রতি আরও এক ভাইরাল ভিডিয়োতে নিজের সন্তানের প্রতি মায়ের অবহেলার আরও এক ঘটনা ধরা পড়েছে। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, সন্তানকে কোলে নিয়ে এক মহিলা রিল তৈরি করছেন। তার আঙুলের ফাঁকে জ্বলছে সিগারেট। মাঝে মাঝে তাতে টানও দিচ্ছেন। পিথছনে চলছে বলিউডের একটি পুরানো গান। তার সঙ্গে ঠোঁট মেলাচ্ছেন তিনি। এই মহিলাকেও আটক করার দাবি উঠেছে সোশ্যাল মিডিয়ায়।