Video: অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহের দরজা সোনার, দেওয়ালে চলছে খোদাই-কাজ
Ram Temple: এদিন শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে গর্ভগৃহের ভিতরের ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। আর ভিডিয়োটির শিরোনামে লেখা রয়েছে, '৫০০ বছরের সংগ্রামের পরিসমাপ্তি'। ভিডিয়োটি দেখেই বোঝা যাচ্ছে, এখনও রাম মন্দিরের নির্মাণকাজ চলছে। নির্মাণের সময়েরই ভিডিয়ো তুলে ধরা হয়েছে।
অযোধ্যা: আগামী ২২ জানুয়ারি দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে! ওই দিনই অযোধ্যার রাম মন্দিরে বিগ্রহের প্রতিষ্ঠা হবে। এই অনুষ্ঠানের কথা জানিয়ে বুধবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন রাম মন্দির ট্রাস্টের অধিকর্তা চম্পত রাই। এবার ট্রাস্টের তরফে রাম মন্দিরের (Ram Temple) গর্ভগৃহের ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, মন্দিরের গেট সোনা দিয়ে তৈরি। গর্ভগৃহের ভিতরেও অসাধারণ কারুকাজ। এটাই অযোধ্যার নির্মীয়মাণ রাম মন্দিরের প্রথম ভিডিয়ো (First Video)।
এদিন শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে গর্ভগৃহের ভিতরের ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। আর ভিডিয়োটির শিরোনামে লেখা রয়েছে, ‘৫০০ বছরের সংগ্রামের পরিসমাপ্তি’। ভিডিয়োটি দেখেই বোঝা যাচ্ছে, এখনও রাম মন্দিরের নির্মাণকাজ চলছে। নির্মাণের সময়েরই ভিডিয়ো তুলে ধরা হয়েছে।
কী দেখা যাচ্ছে ভিডিয়োতে?
ভিডিয়োটিতে রাম মন্দিরের গর্ভগৃহ তুলে ধরা হয়েছে। যেখানে সোনা-খচিত দরজা রয়েছে। মন্দিরের স্তম্ভ ও দেওয়াল নানান কারুকাজে খোদাই করা রয়েছে। রয়েছে রাধা-কৃষ্ণের মূর্তিও। শিল্পী পিলারে নিখুঁত শিল্পকর্ম করছেন, সেটিও তুলে ধরা হয়েছে। ভিডিয়োটির ব্যাকগ্রাউন্ডে একটি গান চলছে।
500 वर्षों के संघर्ष की परिणति pic.twitter.com/z5OTXivUFL
— Shri Ram Janmbhoomi Teerth Kshetra (@ShriRamTeerth) October 26, 2023
প্রসঙ্গত, গতকাল রাম মন্দিরে বিগ্রহের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে অভিভূত হয়ে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। টুইটারে সেকথা উল্লেখ করে তিনি লেখেন, “জয় সিয়ারাম! আজ খুবই আবেগঘন দিন। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের আধিকারিক আমার বাসভবনে এসে আমার সঙ্গে দেখা করেন। তিনি অযোধ্যায় শ্রী রাম মন্দিরে বিগ্রহ অধিষ্ঠানের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি নিজেকে খুব আশীর্ব্বাদধন্য মনে করছি। এটা আমার সারাজীবনের সৌভাগ্য যে, এই ঐতিহাসিক অনুষ্ঠানে আমি সাক্ষ্য থাকব।”