Student Dies: মর্মান্তিক! প্রবল বৃষ্টিতে UPSC-এর কোচিং সেন্টারে ঢুকল জল, মৃত্যু ৩ পড়ুয়ার
Delhi: দমকল, এনডিআরএফ, বিপর্যয় মোকাবিলা দফতর, স্থানীয় প্রশাসন একযোগে উদ্ধারকাজে নেমেছে। জল ছেঁচে বের করতে আনা হয়েছে মোটর, বিশাল পাইপ। এনডিআরএফ, বড় বড় পাইপ, বেসমেন্ট জলে ভরে যায়। দমদম বিভাগ। বড় মোটর। ৬-৭ ছাত্র বেসমেন্টে থাকার কথা।
নয়া দিল্লি: মৃত্যু যে কতটা নিষ্ঠুর হতে পারে দিল্লি রাজেন্দ্র নগরের ঘটনা চোখে আঙুল দিয়ে তা দেখিয়ে দিল। শনিবার সন্ধ্যায় প্রবল বৃষ্টি। সেই বৃষ্টিতে ভরে গিয়েছিল এলাকার ড্রেন। জল উপচে স্থানীয় একটি ভবনে ঢুকে পড়ে। সেখানে বেসমেন্টে আইএএস সংক্রান্ত পরীক্ষার কোচিং ক্লাস চলছিল। হু হু করে জল ঢুকে পড়ে সেখানে। আচমকা এত জল যে বেরোনোর পথ পাননি পড়ুয়ারা। সেই জলে ডুবেই তিন পড়ুয়ার মৃত্যু হয় বলে খবর। একাধিক পড়ুয়ার ভিতরে আটকে থাকার সম্ভাবনার কথাও সামনে আসছে। দিল্লির মন্ত্রী আতিশী মুখ্য সচিবকে ঘটনার তদন্তের নির্দেশ দেন।
দমকল, এনডিআরএফ, বিপর্যয় মোকাবিলা দফতর, স্থানীয় প্রশাসন একযোগে উদ্ধারকাজে নেমেছে। জল ছেঁচে বের করতে আনা হয়েছে মোটর, বিশাল পাইপ। এনডিআরএফ, বড় বড় পাইপ, বেসমেন্ট জলে ভরে যায়। দমদম বিভাগ। বড় মোটর। ৬-৭ ছাত্র বেসমেন্টে থাকার কথা।
এমনিতেই বর্ষায় দিল্লি নাকাল। জানা গিয়েছে, শনিবার সন্ধ্যা ৬টা সাড়ে ৬টা নাগাদ ভারী বৃষ্টি হয়। তাতেই একটি ড্রেন উপচে জল ঢুকে পড়ে বেসমেন্টে। এর আগে পশ্চিম দিল্লির একটি ভয়াবহ ঘটনা সামনে আসে। পাটেল নগরে বৃষ্টির জলে তড়িদাহত হয়ে এক ছাত্রের মৃত্যু হয়।
#WATCH | Delhi: On the Old Rajender Nagar incident, DCP Central M Harshavardhan says, “At 7 pm, we received information that the basement of a USPC coaching institute in Rajender Nagar has been flooded with a possibility of some people trapped. There was waterlogging on the road… pic.twitter.com/UNw1frz0WQ
— ANI (@ANI) July 27, 2024
Old Rajender Nagar incident | Delhi Minister Atishi directs the Chief Secretary to initiate a magisterial inquiry and provide a report within 24 hours on the incident where students were trapped in the basement of a coaching institute due to heavy rain and flooding pic.twitter.com/3mgXnB3eW2
— ANI (@ANI) July 27, 2024
সেন্ট্রাল দিল্লির ডেপুটি কমিশনার অব পুলিশ এম হর্ষবর্ধন জানান, শনিবার সন্ধ্যায় ভারী বৃষ্টির কারণে ওই কোচিং সেন্টার চত্বর জলে কার্যত ভাসতে থাকে। তিনিই জানান, উদ্ধারকাজ চলছে। তবে জল নিকাশিতে সময় লাগবে। একজন ছাত্রীর দেহ উদ্ধার হয়েছে বলে জানান তিনি।