Congress Twitter: কপিরাইট লঙ্ঘন, কংগ্রেসের টুইটার হ্যান্ডেল ব্লকের নির্দেশ আদালতের

Congress Twitter handles block: জাতীয় কংগ্রেস এবং তাদের গণ আন্দোলন 'ভারত জোড়ো যাত্রা'র টুইটার হ্যান্ডেল ব্লক করে দেওয়ার নির্দেশ দিল বেঙ্গালুরুর এক বাণিজ্যিক আদালত। কংগ্রেসের বিরুদ্ধে একটি ভিডিয়োতে দক্ষিণী সিনেমা কেজিএফ ২-এর একটি মিউজিক ব্যবহার করার অভিযোগ রয়েছে।

Congress Twitter: কপিরাইট লঙ্ঘন, কংগ্রেসের টুইটার হ্যান্ডেল ব্লকের নির্দেশ আদালতের
ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধী
Follow Us:
| Edited By: | Updated on: Nov 07, 2022 | 8:50 PM

নয়া দিল্লি: জাতীয় কংগ্রেস এবং তাদের গণ আন্দোলন ‘ভারত জোড়ো যাত্রা’র টুইটার হ্যান্ডেল ব্লক করে দেওয়ার নির্দেশ দিল বেঙ্গালুরুর এক বাণিজ্যিক আদালত। এমআরটি মিউজিক সংস্থার পক্ষ থেকে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছিল। সংস্থা অভিযোগ করেছিল, ভারত জোড়ো আন্দোলনের এক ভিডিয়োতে জনপ্রিয় দক্ষিণী সিনেমা কেজিএফ ২-এর একটি মিউজিক ব্যবহার করা হয়েছে। সেই মামলার প্রেক্ষিতে সোমবার (৭ নভেম্বর) বেঙ্গালুরুর আদালত রায় দিয়েছে, সাউন্ড রেকর্ডের অবৈধ ব্যবহারের অভিযোগকে উত্সাহ দিলে, বাদী পক্ষের (এমআরটি মিউজিক) অপূরণীয় ক্ষতি হবে এবং একইসঙ্গে পাইরেসিকে উৎসাহ দেওয়া হবে।

এদিন আদালত বলেছে, “বাদী পক্ষ (এমআরটি মিউজিক) বিশেষভাবে একটি সিডি তৈরি করেছে। সেখানে, তাদের কপিরাইট থাকা কাজটির আসল সংস্করণ এবং অবৈধভাবে সিঙ্ক্রোনাইজ করা সংস্করণ – দুটি ফাইলই পাশাপাশি দেখানো হয়েছে। বাদী পক্ষ সিনেমাটোগ্রাফি, ফিল্ম, গান, মিউজিক অ্যালবাম ইত্যাদি ব্যবসায় জড়িত। মামলার এই পর্যায়ে আদালতের সামনে উপলব্ধ প্রাথমিক উপাদানগুলি অনুযায়ী, যদি এই ঘটনাকে উৎসাহিত করা হয়, তাহলে তাদের অপূরণীয় ক্ষতি হবে। একইসঙ্গে পাইরেসিকেও উত্সাহিত করা হবে।”

এই প্রেক্ষিতে, পরবর্তী শুনানির দিন পর্যন্ত কংগ্রেসকে অনুমতি ছাড়া এবং অবৈধভাবে, বাদী পক্ষের কপিরাইটের আওতায় থাকা কাজ ব্যবহারে সংযত থাকার নির্দেশ দিয়েছে আদালত। সেই সঙ্গে আদালত টুইটার কর্তৃপক্ষকে কপিরাইট লঙ্ঘনকারী তিনটি লিঙ্ক সরিয়ে দেওয়ার এবং কংগ্রেস এবং ভারত জোড়ো যাত্রার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল ব্লক করে দেওয়ার নির্দেশ দিয়েছে।

এই প্রেক্ষিতে, পরবর্তী শুনানির দিন পর্যন্ত কংগ্রেসকে অনুমতি ছাড়া এবং অবৈধভাবে, বাদী পক্ষের কপিরাইটের আওতায় থাকা কাজ ব্যবহারে সংযত থাকার নির্দেশ দিয়েছে আদালত। সেই সঙ্গে আদালত টুইটার কর্তৃপক্ষকে কপিরাইট লঙ্ঘনকারী তিনটি লিঙ্ক সরিয়ে দেওয়ার এবং কংগ্রেস এবং ভারত জোড়ো যাত্রার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল ব্লক করে দেওয়ার নির্দেশ দিয়েছে। এমআরটি মিউজিকের পক্ষ থেকে একজন কমিশনার নিয়োগের আবেদনও করা হয়েছিল। তারা বলেছিল, ওই কমিশনার কংগ্রেস ও ভারত জোড়ো যাত্রার টুইটার হ্যান্ডেলে প্রকাশিত কপিরাইট লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখবেন এবং ইলেকট্রনিক অডিট পরিচালনা করবেন। সেই দাবি মেনে নিয়েছে আদালত।