জরুরি ভিত্তিতে স্বদেশী ‘কোভ্যাক্সিন’ প্রয়োগের আবেদন জানাল ভারত বায়োটেক
ভারতে এবার জরুরি ভিত্তিতে টিকাকরণের আবেদন জানাল ভারত বায়োটেক (Bharat Biotech)। হায়দরাবাদের এই ফার্মাসিউটিক্যাল সংস্থা প্রথম স্বদেশী ভ্যাকসিন প্রয়োগের আবেদন জানিয়েছে কেন্দ্রের ড্রাগ কন্ট্রোলার জেলারেলের (DCGI) কাছে
নয়াদিল্লি: ভারতে এবার জরুরি ভিত্তিতে টিকাকরণের আবেদন জানাল ভারত বায়োটেক (Bharat Biotech)। হায়দরাবাদের এই ফার্মাসিউটিক্যাল সংস্থা প্রথম স্বদেশী ভ্যাকসিন প্রয়োগের আবেদন জানিয়েছে কেন্দ্রের ড্রাগ কন্ট্রোলার জেলারেলের (DCGI) কাছে। এই সংস্থার তৈরি কোভ্যাক্সিন (Covaxin) বর্তমানে ট্রায়ালের শেষ পর্যায়ে রয়েছে। সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া এবং মার্কিন ফার্মা সংস্থা ফাইজ়ারের পর তৃতীয় সংস্থা হিসেবে সরকারের কাছে এই আবেদন জানিয়েছে ভারত বায়োটেক।
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের সহযোগিতায় তৈরি হওয়া এই দেশীয় ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল দেশের ১৮টি শহরে চলছে। এই ট্রায়ালে অংশ নিচ্ছেন ২২ হাজারের বেশি স্বেচ্ছাসেবক।
সূত্রের খবর, আগামী বুধবার ভারতের ড্রাগ কন্ট্রোল বোর্ডের সাব্জেক্ট কমিটি একটি বৈঠক করতে চলেছে। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে ফাইজার, সেরাম ও ভারত বায়োটেকের ভ্যাকসিন নিয়ে। ওয়াকিবহাল মহলের কথায়, একবার যদি নিশ্চিত হওয়া যে একটি ভ্যাকসিন সুরক্ষিত এবং কার্যকর, তখন ছাড়পত্র দিতে সমস্যা থাকার কথা নয়।
এর আগে রবিবার সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া অক্সফোর্ডের কোভিড ভ্যাকসিন কোভিশিল্ডকে জরুরি ভিত্তিতে ভারতে প্রয়োগের আবেদন জানিয়েছিল ড্রাগ কন্ট্রোল বোর্ডের কাছে। শনিবার একই আবেদন জানায় ফাইজ়ারও।
সাধারণত কোন ভ্যাকসিন তৈরি এবং তা ব্যবহারের জন্য ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে বহু নিয়ম নিষেধাজ্ঞা থাকে। তবে করোনার কারণে যেভাবে একের একের পর প্রাণ অকালে ঝরে যাচ্ছে, এবং সংক্রমণও ছড়িয়ে চলেছে। সেই কথা মাথায় রেখে ভ্যাকসিনকে দ্রুত ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়া প্রত্যেক দেশেই চলছে। ভারতও যে ভ্যাকসিন পাওয়ার থেকে আর খুব বেশি দূরে নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই সেই ইঙ্গিত দিয়ে রেখেছেন। এবার ভ্যাকসিন কবে থেকে বাণিজ্যিক ব্যবহারের অনুমতি পায় সেই প্রতিক্ষার প্রহর গুনছে দেশবাসী।
আরও পড়ুন: বঙ্গে পুরভোট কবে? রাজ্যের কাছে জবাব চাইল সুপ্রিম কোর্ট
বিশ্বস্ত সূত্রে খবর, ক্লিনিক্যাল পরীক্ষায় দেখা গিয়েছে, সেরামের তৈরি অক্সফোর্ডের ভ্যাকসিন কোভিশিল্ড উপসর্গ থাকা এবং সঙ্কটজনক রোগীদের ক্ষেত্রে অত্যন্ত কার্যকর হয়েছে। এই ভ্যাকসিনের পরীক্ষা ভারতের পাশাপাশি ব্রিটেন ও ব্রাজিলে হয়েছে। অন্যদিকে ফাইজ়ারকে ব্রিটেন ছাড়পত্র দিয়ে দিলেও এখনও ধন্দে রয়েছে আমেরিকা। জানা গিয়েছে, মর্ডারনার ভ্যাকসিনের ছাড়পত্র নিয়ে আগামী ১০ ডিসেম্বর উচ্চ পর্যায়ের একটি বৈঠক রয়েছে হোয়াইট হাউসে। এরপর ১৯ তারিখ আলোচনা হবে ফাইজ়ার নিয়ে।
আরও পড়ুন: প্রতীক্ষার অবসান! দেশে শীঘ্রই আসছে করোনা প্রতিষেধক: মোদী