AI in Health Service: স্বাস্থ্য পরিষেবায় AI ব্যবহারে চুক্তি স্বাক্ষর IIT-AIIMS-র, অভিনন্দন শিক্ষামন্ত্রীর
Artificial Intelligence: স্বাস্থ্য পরিষেবায় AI নিয়ে আসার জন্য চুক্তি স্বাক্ষর করেছে ভুবনেশ্বর এইমস ও আইআইটি। এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী।
ভুবনেশ্বর: বর্তমানে ধীরে ধীরে মানুষের জায়গা নিতে শুরু করেছে কৃত্তিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence)। সাম্প্রতিকালে ChatGPT বিভিন্ন কঠিন পরীক্ষায় উত্তীর্ন হয়ে তাক লাগিয়ে দিয়েছে। তবে AI-র ছোঁয়ায় বিভিন্ন ক্ষেত্রে যে অভিনবত্বের ছোঁয়া আসবে তা অস্বীকার করা যায় না। আর এবার পরিষেবা আরও উন্নত করে তুলতে স্বাস্থ্যক্ষেত্রে AI নিয়ে আসার পরিকল্পনা করা হচ্ছে। এই মর্মে একটি মৌ চুক্তি স্বাক্ষর করল আইআইটি ভুবনেশ্বর ও এইমস ভুবনেশ্বর। আরও ভাল এবং আরও সুসজ্জিত স্বাস্থ্য পরিষেবা প্রদানের জন্যই প্রযুক্তির সঙ্গে চিকিৎসা বিজ্ঞানকে মিলিয়ে দেওয়ার এই পরিকল্পনা।
গত মঙ্গলবার ভুবনেশ্বর এইমস ও আইআইটি-র মধ্য়ে চুক্তি স্বাক্ষর হয়েছে। জনস্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে গবেষণা উন্নত করে তুলতে এবং সেক্ষেত্রে AI-র ব্যবহারের জন্য দুুই সংস্থার মধ্যে এই চুক্তি স্বাক্ষর। জনস্বাস্থ্য বিষয়ক গবেষণাগুলির মধ্যে অন্যতম হল আগেভাগে কোনও রোগের প্রাদুর্ভাব সম্পর্কে জানা।
A great news & a futuristic step in line with the NEP.
Multidisciplinary education is going to have far-reaching effect in transforming our youth into global citizens. Kudos to @AIIMSBhubaneswr & @iitbbs for this collaboration for promoting dual programmes in health & tech. https://t.co/qp8GZ85C75
— Dharmendra Pradhan (@dpradhanbjp) April 12, 2023
এই বিষয়ে এইমস ভুবনেশ্বর টুইটে জানিয়েছে, “স্বাস্থ্য ও প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে একাডেমিক এবং গবেষণা সহযোগিতা প্রচারের উদ্দেশে ভুবনেশ্বর এইম ও আইআইটি-র মধ্যে মৌ স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি AI ব্যবহার করে ডিজিজ অ্য়ান্ড আউটব্রেক প্রেডিকশন মডেল তৈরিতে সহায়তা করবে। ফলে কোনও রোগ প্রাদুর্ভাবের আগেই তা জানা যাবে।” দুই কেন্দ্রীয় সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি টুইটে লিখেছেন, “বহুমুখী শিক্ষা আমাদের যুবসমাজকে বিশ্বের নাগরিকে রূপান্তরিত করার ক্ষেত্রে সুদূরপ্রসারী প্রভাব ফেলতে চলেছে। ভুবনেশ্বর এইমস ও আইআইটিকে অভিনন্দন।।”
সূত্রের খবর, এই মর্মে দুই সংস্থার গবেষক ও পড়ুয়াদের ক্ষেত্রে জয়েন্ট অ্য়াকাডেমিক সেশনের আয়োজন করা হবে। মূলত কেন্দ্রীয় সরকারের এই দুই দফতর স্বাস্থ্যক্ষেত্রে সুযোগসুবিধার উন্নয়ন এবং রোগীকে AI ভিত্তিক পরিষেবা দেওয়ার জন্য উন্নত চিকিৎসা সরঞ্জাম উদ্ভাবনের ক্ষেত্রে মনোনিবেশ করবে। উল্লেখ্য, ২০১৯ সালে গোটা বিশ্বে আছড়ে পড়েছিল করোনার ঢেউ। বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ মানুষের প্রাণ গিয়েছে এই মারণ ভাইরাসের কামড়ে। তবে এই রোগের প্রাদুর্ভাবের কোনও পূর্বাভাস মেলেনি আগে। ফলে এই ভাইরাসের মোকাবিলায় প্রস্তুত ছিল ভারতও। কিন্তু AI ব্যবহার করে এই মডেলের উদ্ভাবনে কোনও রোগের প্রাদুর্ভাবের আগেই দেশ তৈরি হতে পারবে বলে আশা করা হচ্ছে।