Delhi Election 2025: শেষ চালটা চেলে দিলেন শাহ! বিজেপির প্রতিশ্রুতির সামনে ফিকে পড়বে আপ?
Delhi Election 2025: বাকি ইস্তেহারগুলির সঙ্গে এটির বিশেষ কোনও ফারাক নেই। দিল্লির নির্বাচনে জিততে যে মরিয়া বিজেপি, তা নিয়েও যেমন কোনও ধন্দ নেই। ঠিক তেমনই আবারও সেই ঝুলি ভর্তি প্রতিশ্রুতি নিয়ে প্রকাশিত হল পদ্ম শিবিরের তৃতীয় নির্বাচনী ইস্তেহার।
নয়াদিল্লি: বরাবরের মতো শেষ চালটা খেলে দিলেন তিনি। হাতেগোনা আর কয়েকটা দিন। তারপরেই দিল্লিতে বিধানসভা নির্বাচন। আর তার আগেই নিজেদের তৃতীয় ও সম্ভাব্য অন্তিম ইস্তেহারটা প্রকাশ করলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বাকি ইস্তেহারগুলির সঙ্গে এটির বিশেষ কোনও ফারাক নেই। দিল্লির নির্বাচনে জিততে যে মরিয়া বিজেপি, তা নিয়েও যেমন কোনও ধন্দ নেই। ঠিক তেমনই আবারও সেই ঝুলি ভর্তি প্রতিশ্রুতি নিয়ে প্রকাশিত হল পদ্ম শিবিরের তৃতীয় নির্বাচনী ইস্তেহার।
শনিবার সাংবাদিক বৈঠক করে নতুন ইস্তেহারের কথা জানান অমিত শাহ। বেআইনি কলোনি থেকে যমুনার দূষণ, প্রায় সবই রয়েছে বিজেপির সেই ‘সংকল্পপত্রে’।
নতুন কী কী প্রতিশ্রুতি জুড়ল?
এদিন সাংবাদিক বৈঠক থেকেই শাহ বলেন, ‘ভোটে জিতে বিজেপি সরকার গড়লে ১৭০০টি অবৈধ কলোনিকে আইনি স্বীকৃতি দেওয়া হবে সরকার তরফে।’ এছাড়াও, তিনি আরও বলেন, ‘গিগ ওয়ার্কার, যারা মূলত ডেলিভারি বয়ের মতো অস্থায়ী কাজের সঙ্গে যুক্ত থাকেন, তাদের জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত বীমা প্রদান করা হবে। এছাড়াও, দুর্ঘটনা কবলে পড়লে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা দেওয়া হবে।’
গত কয়েক বছর ধরে বিষাক্ত ফেনা ঢেকেছে দিল্লির বুক চিরে বয়ে চলা যমুনাকে। দিল্লির পরিস্থিতি যে চিন্তাদায়ক, সেই দিকেও ইঙ্গিত দিয়েছেন বহু পরিবেশবীদ। বিষ জমেছে রাজধানী বায়ুতেও। এবার রাজ্যের ‘পবিত্র’ নদী বিষমুক্ত করারও প্রতিশ্রুতি দিল পদ্ম শিবির। তাঁদের দাবি, ‘ক্ষমতায় এলে ৩ বছরে পরিষ্কার করে দেওয়া হবে যমুনাকে।’
এছাড়াও, বাংলার লক্ষ্মী ভাণ্ডারের আদলেও প্রকল্প এনেছে বিজেপি। আগের ইস্তেহারে সেই প্রতিশ্রুতির কথা জানিয়ে দিয়েছিল তারা। সম্প্রতি তৃণমূলের লক্ষ্মী ভাণ্ডারের মডেলেই মহারাষ্ট্রে জয় লাভ করে পদ্ম শিবির। এবার দিল্লির রাজনীতির অঙ্কেও সেই একই সমীকরণ ব্যবহার করে লক্ষ্মীদের মন জয় করতে মরিয়া তারা।
জানা যায়, দিল্লিতে ক্ষমতায় এলে ‘মহিলা সমৃদ্ধি যোজনা’র মাধ্যমে প্রতিটি মহিলাদের মাসিক ২ হাজার ৫০০ টাকা ভাতা দেবে বিজেপি। পাশাপাশি, ৫০০ টাকায় রান্নার গ্যাসের সিলিন্ডার দেওয়ার কথাও আগের ইস্তেহারে উল্লেখ করেছিল বিজেপি।