AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Republic Day 2025: রাত পোহালেই প্রজাতন্ত্র দিবস, রইল এই গুরুত্বপূর্ণ দিনের ১০ আশ্চর্য তথ্য

রবিবার, দেশজুড়ে ৭৬তম প্রজাতন্ত্র দিবস (Republic Day) উদযাপন করা হবে। ভারতীয়দের কাছে এই দিনটি খুবই বিশেষ।

Republic Day 2025: রাত পোহালেই প্রজাতন্ত্র দিবস, রইল এই গুরুত্বপূর্ণ দিনের ১০ আশ্চর্য তথ্য
রাত পোহালেই প্রজাতন্ত্র দিবস, রইল এই গুরুত্বপূর্ণ দিনের ১০ আশ্চর্য তথ্যImage Credit: PTI
| Updated on: Jan 25, 2025 | 5:58 PM
Share

প্রতি বছর ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালিত হয়। এ বছর রবিবার, দেশজুড়ে ৭৬তম প্রজাতন্ত্র দিবস (Republic Day) উদযাপন করা হবে। ভারতীয়দের কাছে এই দিনটি খুবই বিশেষ। প্রতি বছর এই দিনে কুচকাওয়াজ হয়। নিম্নে রইল প্রজাতন্ত্র দিবস এবং কুচকাওয়াজ সম্পর্কে আকর্ষণীয় একাধিক তথ্য।

এক ঝলকে দেখে নিন প্রজাতন্ত্র দিবস এবং কুচকাওয়াজ নিয়ে ১০ গুরুত্বপূর্ণ তথ্য —

1. ১৯৩০ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস দ্বারা প্রণীত পূর্ণ স্বরাজ ঘোষণার স্মরণে ২৬ জানুয়ারি দিনটি প্রজাতন্ত্র দিবস উদযাপিত হয়।

2. প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের প্রস্তুতি শুরু হয় জুলাই মাসে, এক বছর আগে। কুচকাওয়াজের দিন তাঁরা ভোর ৩টের মধ্যে অনুষ্ঠানস্থলে পৌঁছে যান। তাঁরা প্রায় ৬০০ ঘন্টা অনুশীলন করেন। এ বছর প্রজাতন্ত্র দিবসের প্যারেডের ফুল ড্রেস রিহার্সাল ২৩ জানুয়ারি, বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছিল।

3. প্রতি বছর, একজন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বা একটি জাতির শাসককে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়। এ বছর প্রধান অতিথি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ানতো।

4. জাতীয় সঙ্গীতের সঙ্গে এ দিন মেলে গান স্যালুট। জাতীয় সঙ্গীতের শুরুতে প্রথম বন্দুকের গুলি চালানো হয় এবং ৫২ সেকেন্ড পর পরেরটি গুলি করা হয়। যে কামানগুলি থেকে গুলি ছোড়া হয় তা ১৯৪১ সালে তৈরি করা হয়েছিল।

5. প্রতি বছর প্রজাতন্ত্র দিবসের জন্য একটি থিম নির্ধারণ করা হয়। যা বিভিন্ন রাজ্য এবং সরকারী বিভাগ অনুসরণ করে। প্রজাতন্ত্র দিবস প্যারেড ২০২৫-এর থিম নির্ধারণ করা হয়েছে স্বর্ণিম ভারত – বিরসাত ও বিকাশ’ (স্বর্ণ ভারত – ঐতিহ্য ও উন্নয়ন)। সেখানে প্রযুক্তি, পরিকাঠামো এবং সাংস্কৃতিক ঐতিহ্যের মতো বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি প্রদর্শন করবে।

6. কুচকাওয়াজটি রাষ্ট্রপতি ভবনের (রাষ্ট্রপতি ভবন) কাছে রাইসিনা হিল থেকে শুরু হয়। কর্তব্য পথ ধরে ইন্ডিয়া গেট পেরিয়ে তা যায় ঐতিহাসিক লাল কেল্লায়।

7. ভারতীয় সংবিধানের প্রধান স্থপতি ডাক্তার বি আর আম্বেদকর এই যুগান্তকারী নথির খসড়া তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। যা ১৯৩৫ সালে ভারত সরকার আইনকে প্রতিস্থাপন করেছিল।

8. ১৯৫০ সালে প্রথম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়েছিল নয়াদিল্লির আরউইন স্টেডিয়ামে (বর্তমানে মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়াম)। এই অনুষ্ঠানে ভারতীয় সামরিক বাহিনীর ১০০টিরও বেশি বিমান এবং ৩ হাজার জন কর্মী অংশগ্রহণ করেছিলেন।

9. প্রজাতন্ত্র দিবসে জাতীয় বীরত্ব পুরষ্কার ঘোষণা করা হয় সেই শিশুদের সম্মানের জন্য, যারা জীবন বাঁচাতে বা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষেত্রে ব্যতিক্রমী সাহস দেখায়।

10. পদ্ম পুরস্কার – এটি ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মানগুলির মধ্যে একটি। এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ভারতের রাষ্ট্রপতি এ দিন পদ্ম পুরস্কার তুলে দেন। যাঁরা জাতির উপর উল্লেখযোগ্য প্রভাব রাখেন, তাঁদের স্বীকৃতি দেওয়া হয়।