আলুথালু বেশে মিঠুনের মুখে সংবিধান! বিবেকের ‘দিল্লি ফাইলস’-এ কীভাবে বাংলার যোগ? দেখুন টিজার
২০২২ সালে মুক্তি পেয়েছিল পরিচালক বিবেক অগ্নিহোত্রীর দ্য কাশ্মীর ফাইলস। মুক্তির পর পরই গোটা দুনিয়ায় হইচই ফেলে দিয়েছিল বিবেকের এই ছবি। প্রশংসার সঙ্গে সঙ্গে বিতর্কের মুখে পড়েছিলেন বিবেক। তবে ওসবে পাত্তা না দিয়েই, জানিয়ে ছিলেন খুব শীঘ্রই আরও বড় চমক আনতে চলেছেন তিনি।
২০২২ সালে মুক্তি পেয়েছিল পরিচালক বিবেক অগ্নিহোত্রীর দ্য কাশ্মীর ফাইলস। মুক্তির পর পরই গোটা দুনিয়ায় হইচই ফেলে দিয়েছিল বিবেকের এই ছবি। প্রশংসার সঙ্গে সঙ্গে বিতর্কের মুখে পড়েছিলেন বিবেক। তবে ওসবে পাত্তা না দিয়েই, জানিয়ে ছিলেন খুব শীঘ্রই আরও বড় চমক আনতে চলেছেন তিনি। যার নাম ‘দ্য দিল্লি ফাইলস’। সঙ্গে বিবেক জানিয়ে ছিলেন এই ছবির সঙ্গে রয়েছে বাংলার যোগ!
সাধারণতন্ত্র দিবসে প্রকাশ্যে এসেছে দ্য দিল্লি ফাইলস ছবির টিজার। টিজারেই বিবেক বুঝিয়ে দিলেন, তাঁর এই ছবি ফের ঝড় তুলবে বক্স অফিসে।
প্রকাশ্যে আসা টিজারে দেখা গেল, আলুথালু বেশে মিঠুন ক্যামেরার সামনে এগিয়ে আসছেন, জরালো কণ্ঠে আওড়াচ্ছেন সংবিধান। ছবিতে মিঠুনের চরিত্রটি যে মারাত্মক কোনও ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, তা স্পষ্টই বোঝা যাচ্ছে।
এই খবরটিও পড়ুন
বিবেকের এই ছবির নামের সঙ্গে সাবটাইটেল হিসেবে জুড়ে গিয়েছে দ্য বেঙ্গল চ্যাপ্টার। তা এই ছবিতে বাংলার যোগ কোথায়? বিবেক আগেই জানিয়ে ছিলেন, ”প্রথমে ইচ্ছে ছিল, এই ছবির নাম রাখা হবে দ্য বেঙ্গল ফাইলস। পরে এটা বদলে রাখা হল দ্য দিল্লি ফাইলস। এই ছবিতে দিল্লির রাজনীতিতে বাংলার প্রভাবের কথা উঠে আসবে। সেই কারণেই ছবির সাবটাইটেলে বেঙ্গল চ্যাপ্টার রাখা হয়েছে।”
গত বছর নভেম্বর মাসে ছবির অফিসিয়াল ঘোষণা করা হয়েছিল। তখনই জানা গিয়েছিল, বিবেকের এই ছবিতে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায় ও মিঠুনসযেতে পারে অনুপম খেরকেও। তবে টিজারে শুধুই রইলেন মিঠুন। চলতি বছরের ১৫ আগস্ট মুক্তি পাবে বিবেকের এই ছবি।