Saif Ali Khan: সইফের হামলাকারীর কাছ থেকে শেষমেশ ফাঁস শিলিগুড়ির মেয়ের নাম! কলকাতায় এল মুম্বইয়ের পুলিশ
Saif Ali Khan: প্রাথমিকভাবে জানা যাচ্ছে, অভিযুক্ত বাংলাদেশি নাগরিক কোথা থেকে কীভাবে সিম কার্ড কেনেন, সেই তথ্য জানার জন্য আধিকারিকরা এসেছেন। কলকাতা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে এবিষয়ে কথা বলছেন তাঁরা।
কলকাতা: অভিনেতা সইফ আলি খানের ওপর হামলার ঘটনায় এবার কলকাতা যোগ! মুম্বই পুলিশের চার আধিকারিক শনিবার এসে পৌঁছলেন কলকাতায়। সইফ আলি খানের ওপর হামলার ঘটনার তদন্তে তাঁরা কলকাতায় এসেছেন বলে খবর। আর তাঁদের আসা এই তদন্তের রোমাঞ্চকর মোড় নিল।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, অভিযুক্ত বাংলাদেশি নাগরিক কোথা থেকে কীভাবে সিম কার্ড কেনেন, সেই তথ্য জানার জন্য আধিকারিকরা এসেছেন। কলকাতা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে এবিষয়ে কথা বলছেন তাঁরা। সূত্রের খবর, সিমটি শিলিগুড়ি থেকে কেনা হয়েছিল। কলকাতা পুলিশের মাধ্যমে শিলিগুড়ি পুলিশ এবং রাজ্য পুলিশের সঙ্গে যোগাযোগ করছেন মুম্বই পুলিশের তদন্তকারীরা। তাঁদের শিলিগুড়ি যাওয়ার সম্ভবনাও রয়েছে।
সইফ আলি খানের ওপর হামলার ঘটনায় মহম্মদ সরিফুল ইসাম শেহজাদকে আগেই গ্রেফতার করেছে পুলিশ। জেরায় জানা গিয়েছে, শেহজাদ অসম বাংলার শিলিগুড়িতে ঢুকেছিল। পুলিশের দাবি, সাত মাস আগে মেঘালয়ের ডাউকি নদী পথ পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিল এই শেহজাদ। তারপর ঢুকে পড়েছিল শিলিগুড়িতে। সেখানে বেশ কয়েক দিন থেকে স্থানীয় খুকুমণি জাহাঙ্গির শেখের আধার কার্ডের তথ্য ভাঁড়িয়ে সিম কার্ড কিনেছিল সে। পরবর্তীতে জানা যায়, ওই মহিলার মৃত্যু হয়েছে কয়েক বছর আগেই। এবার সেই বিষয়টি নিয়েই খতিয়ে দেখতে চান তদন্তকারীরা।
পুলিশ এও জানতে পেরেছে, হামলার পর বাংলাদেশেই পালিয়ে যাওয়ার ছক কষেছিল শেহজাদ। হাওড়ার টিকিট কাটারও চেষ্টা করেছিল। যে সমস্ত এজেন্টদের সঙ্গে যোগাযোগ করেছিল শেহজাদ, তাদেরকেও তদন্তের আওতায় আনছে পুলিশ।