Kolkata Airport: ডিপার্চার ফ্লাইওভারে যাত্রীর ভিড়ে মিশে ছিলেন, কেউ বুঝে ওঠার আগেই অ্যাকশন! প্রজাতন্ত্র দিবসে কড়া নিরাপত্তার মধ্যেও কলকাতা বিমানবন্দরে রক্তারক্তিকাণ্ড
Kolkata Airport: জানা গিয়েছে, গত ২৩ জানুয়ারি ইম্ফল থেকে শহরে এসেছিলেন এই যাত্রী। বিমানবন্দরের কর্মীদের অনেকেই জানাচ্ছেন, কয়েক ঘণ্টা ধরেই তিনি কলকাতা বিমানবন্দর চত্বরে ঘুরে বেরাচ্ছিলেন।
কলকাতা: প্রজাতন্ত্র দিবসে এমনিতেই কলকাতা বিমানবন্দরে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা থাকে। থাকে আরও বেশি কড়া নজরদারি। তার মধ্যেই ভয়ঙ্কর ঘটনা। এক যাত্রী বিমানবন্দরে ইতঃস্তর ঘুরছিলেন। তাঁকে দেখে বিশেষভাবে কিছু মনে হয়নি নিরাপত্তারক্ষীদের। আচমকাই তিনি ডিপারচার ফ্লাইওভার থেকে দিলেন ঝাঁপ। নীচে পড়ে থেঁতলে যায় মাথা। রবিবার প্রজাতন্ত্র দিবসের দুপুরে কলকাতা বিমানবন্দরে আত্মঘাতী ইম্ফল থেকে আগত এক যাত্রী। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে ওই যাত্রীর নাম ও সিং, বয়স আনুমানিত পঞ্চাশ।
জানা গিয়েছে, গত ২৩ জানুয়ারি ইম্ফল থেকে শহরে এসেছিলেন এই যাত্রী। বিমানবন্দরের কর্মীদের অনেকেই জানাচ্ছেন, কয়েক ঘণ্টা ধরেই তিনি কলকাতা বিমানবন্দর চত্বরে ঘুরে বেরাচ্ছিলেন। সূত্রের খবর, রবিবার তাঁকে বিমানবন্দরে ঘুরতে দেখে প্রথমে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরবর্তী সময়ে তাঁকে ছেড়েও দেওয়া হয়।
তারপরই বিকালে দিকে আচমকাই বিমানবন্দরে ছোটাছুটি পড়ে যায়। যাত্রীরাও প্রথমে বিষয়টা বুঝতে পারেননি। ডিপারচার ফ্লাইওভারের নীচ থেকে গোঙানির শব্দ শুনে ছুটে যান নিরাপত্তারক্ষীরা। ততক্ষণে ডিপারচার ফ্লাইওভার থেকে ঝাঁপ দিয়ে দিয়েছেন ওই ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, ২৩ জানুয়ারি একটি বেসরকারি বিমানসংস্থার বিমানে সন্ধ্যার সময় কলকাতায় আসেন তিনি। এদিনের ঘটনার আকস্মিকতায় রীতিমতো স্তম্ভিত বাকি যাত্রীরা।