Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP vs Shiv Sena: থানার ভিতরেই জোটসঙ্গীকে গুলি করলেন বিজেপি বিধায়ক! উত্তেজনা শহরে

Firing: জমি নিয়েই বিবাদ ছিল দুই পক্ষের মধ্যে। তা নিয়ে পুলিশে অভিযোগ জানাতেই হিল লাইন পুলিশ স্টেশনে যান বিজেপি ও শিবসেনার নেতা। সঙ্গে ছিল তাদের সমর্থকরা। থানার কর্তার কেবিনে ঢুকে অভিযোগ জানানোর সময়ও দুই নেতার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। হঠাৎই মেজাজ হারিয়ে শিবসেনা নেতা মহেশ গাইকওয়াডকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি চালান বিজেপি বিধায়ক।

BJP vs Shiv Sena: থানার ভিতরেই জোটসঙ্গীকে গুলি করলেন বিজেপি বিধায়ক! উত্তেজনা শহরে
Follow Us:
| Updated on: Feb 03, 2024 | 8:15 AM

মুম্বই: শাসক-বিরোধী দ্বন্দ্ব-সংঘর্ষের কথা শোনা যায় প্রায় রোজই। কিন্তু জোটসঙ্গীর সঙ্গে বিরোধের জেরে এমন ভয়ঙ্কর কাণ্ড হয়তো সহজে ঘটে না। রাগের বশে এক নেতাকে গুলি করলেন আরেক নেতা। তাও আবার থানার ভিতরে! এ কী কাণ্ড। অভিযোগের তীর এক বিজেপি বিধায়কের (BJP MLA) বিরুদ্ধে।

মহারাষ্ট্রে একনাথ শিন্ডের শিবসেনা (Shiv Sena) বিজেপির সঙ্গে জোট বেঁধে সরকার গড়েছে। কিন্তু যত সময় এগোচ্ছে, ততই শাসক জোটের মধ্যে বাড়ছে বিরোধ। এবার সেই বিরোধই রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত হল। শুক্রবার রাতে মহারাষ্ট্রের উলহাসনগরে শিবসেনা নেতা মহেশ গাইকওয়াডকে গুলি করেন বিজেপি বিধায়ক গণেশ গাইকওয়াড।

জানা গিয়েছে, একটি জমি নিয়েই বিবাদ ছিল দুই পক্ষের মধ্যে। তা নিয়ে পুলিশে অভিযোগ জানাতেই হিল লাইন পুলিশ স্টেশনে যান বিজেপি ও শিবসেনার নেতা। সঙ্গে ছিল তাদের সমর্থকরা। থানার কর্তার কেবিনে ঢুকে অভিযোগ জানানোর সময়ও দুই নেতার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। হঠাৎই মেজাজ হারিয়ে শিবসেনা নেতা মহেশ গাইকওয়াডকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি চালান বিজেপি বিধায়ক। মহেশ গাইকওয়াড গুলিবিদ্ধ হন। তাঁর পাশে দাঁড়ানো শিবসেনা বিধায়ক রাহুল পাটিলও আহত হন।

থানার ভিতরেই গুলি চালানোর ঘটনায় হতবাক হয়ে যান সকলে। সঙ্গে সঙ্গেই আহত দুই শিবসেনা নেতাকে উদ্ধার করে উলহাসনগরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে মহেশ গাইকওয়াডের শারীরিক অবস্থার অবনতি হওয়ায়, রাত ১১ টা নাগাদ তাঁকে থানের অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তাঁর অবস্থা সঙ্কটজনক।

অন্যদিকে, গুলি চালানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে বিজেপি বিধায়ককে। বাজেয়াপ্ত করা হয়েছে বন্দুকটিও।

শিবসেনা নেতার উপরে গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে শহরে। জায়গায় জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন শিবসেনা সমর্থকরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।