Bharat Jodo Yatra: তারকাখচিত কংগ্রেসের ‘ভারতা জোড়ো যাত্রা’, হায়দরাবাদে রাহুলের সঙ্গে যোগ দিলেন অভিনেত্রী পূজা ভাট

Bharat Jodo Yatra: তেলঙ্গানায় পৌঁছেছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। এদিন যাত্রায় যোগ দিলেন অভিনেত্রী পূজা ভাট।

Bharat Jodo Yatra: তারকাখচিত কংগ্রেসের 'ভারতা জোড়ো যাত্রা', হায়দরাবাদে রাহুলের সঙ্গে যোগ দিলেন অভিনেত্রী পূজা ভাট
ছবি সৌজন্যে : PTI
Follow Us:
| Edited By: | Updated on: Nov 02, 2022 | 10:22 AM

হায়দরাবাদ : কন্যাকমারী থেকে কাশ্মীর, দীর্ঘ ৩৫০০ কিলোমিটার পথ পদব্রজে বেরিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। ৫৬ তম দিনে পড়ল কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’ (Bharat Jodo Yatra)। কর্নাটক পেরিয়ে তেলঙ্গানায় পৌঁছেছে কংগ্রেসের এই পদযাত্রা। আর বুধবার হায়দরাবাদে কংগ্রেসের এই যাত্রায় যোগ দিলেন অভিনেত্রী পূজা ভাট (Actor Puja Bhatt)।

এদিন পূজা ভাটের ‘ভারত জোড়ো যাত্রায়’ যোগদানের ছবি ও ভিডিয়ো টুইট করা হয়েছে কংগ্রেসের তরফে। সেই টুইটে লেখা হয়েছে, ‘এদিন সকালে তেলঙ্গানার হায়দরাবাদ শহর থেকে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা পুনরায় শুরু হয়েছে। অভিনেত্রী-ছবি নির্মাতা পূজা ভাট এদিন যোগ দিয়েছেন। যাত্রার আজ ৫৬ তম দিন।’ টুইটে আরও লেখা হয়েছে,’প্রতিদিন একটা নতুন ইতিহাস লেখা হচ্ছে…যাঁরা ভালোবাসেন প্রতিদিন তাঁদের সংখ্যা দেশে বৃদ্ধি পাচ্ছে।’

ভিডিয়োতে দেখা যাচ্ছে, শোভাযাত্রার সামনেই রয়েছেন পূজা ভাট। সেখানে রাহুলের সঙ্গে তাঁকে হাত মেলাতেও দেখা যায়। তাঁদের মধ্যে কিছু কথাবার্তাও হতে দেখা যায় ভিডিয়োতে। বলিউডের অন্যতম পরিচিত নাম পূজা ভাট। তাঁকে এদিন কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় হাঁটতে দেখা গেল। এর আগে স্বরা ভাস্করকে রাহুল গান্ধী ও এই যাত্রার প্রশংসা করতে শোনা গিয়েছিল। তেলঙ্গানায় ভারত জোড়ো যাত্রায় একাধিক তারকাদের অংশগ্রহণ চোখে পড়েছে। দক্ষিণী ছবির অভিনেত্রী পুনম কউরকেও ভারত জোড়ো যাত্রায় রাহুলের সঙ্গে হাঁটতে দেখা গিয়েছে। তবে সেই যাত্রায় দু’জনের হাত ধরে থাকার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তা নিয়ে বিস্তর জলঘোলাও হয়। যদিও তারপর পুনম কউর স্পষ্ট জানিয়ে দেন, তিনি পিছলে পড়ে যাচ্ছিলেন। সেই সময় রাহুল তাঁকে বাঁচানোর জন্য ধরে নেন। এই যাত্রায় প্রাক্তন ভারতীয় ক্রিকেট ক্যাপ্টেন ও তেলঙ্গানা প্রদেশ কংগ্রেসের অন্যতম প্রেসিডেন্ট মহম্মদ আজ়হারউদ্দিন যোগ দিয়েছিলেন।

এদিকে গতকাল রোহিত ভেমুলার মা রাধিকা ভেমুলাকে ভারত জোড়ো যাত্রায় যোগ দিতে দেখা গিয়েছিল। হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের দলিত ছাত্র ছিলেন রোহিত ভেমুলা। বিভিন্ন হেনস্থার কারণে ২০১৬ সালে আত্মহত্যা করেন ভেমুলা। তাঁর মা এই যাত্রায় অংশ নেওয়ার পর রাহুল গান্ধী টুইটে লিখেছেন, ‘ রোহিত ভেমুলা সামাজিক বৈষম্য ও অবিচারের বিরুদ্ধে আমার সংগ্রামের প্রতীক ছিলেন এবং থাকবেন।’