‘রবিনহুড হওয়ার পরিস্থিতি নয় এটা’, বিজেপি সাংসদের রেমডিসিভির বিতরণের সমালোচনা বম্বে হাইকোর্টের
দিল্লি থেকে রেমডিসিভির নিয়ে মহারাষ্ট্রের আহমেদনগরে বিতরণ করা নিয়ে বিতর্কের মুখে পড়েন বিজেপি সাংসদ সুজয় পাটিল।
মুম্বই: করোনা সঙ্কটে লড়াই করতে দিল্লি থেকে রেমডিসিভির কিনে মহারাষ্ট্রের নিজের লোকসভা কেন্দ্রে বিতরণ করে বিপাকে পড়লেন বিজেপি সাংসদ সুজয় ভিখে পাটিল। বৃহস্পতিবার বম্বে হাইকোর্টের ঔরঙ্গাবাদ বেঞ্চের তরফে বলা হয়, “গরিব মানুষদের প্রাণ বাঁচানোর চেষ্টা করলেও তিনি যে পথ অনুসরণ করেছেন, তা ভুল”।
বিজেপি সাংসদ সুজয় পাটিল সম্প্রতি দিল্লি থেকে রেমডিসিভির নিয়ে মহারাষ্ট্রের আহমেদনগরে বিতরণ করেন। তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় চার্টার্ড বিমানে করে ওষুধ নিয়ে আসা ও শিরিডি বিমানবন্দরে নামার ছবি দেন। এরপরই শুরু হয় বিতর্ক। যেখানে দিল্লিতে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে, সেখানে তিনি কোথা থেকে এত সংখ্যক রেমডেসিভির জোগাড় করে নিয়ে আসলেন।
कोविडच्या वाढत्या प्रादुर्भावामुळे रेमडिसिव्हीरचा तुटवडा महाराष्ट्रामध्ये किंबहुना संपूर्ण भारतामध्ये मोठ्या प्रमाणात जाणवत आहे.
अशा परिस्थितीत त्या इंजेक्शनबाबत होणारे राजकारण, आरोप-प्रत्यारोप या सगळ्या गोष्टींच्या पलीकडे जाऊन आज विखे पाटील कुटुंबियांच्या वतीने अहमदनगर 1/4 pic.twitter.com/YRLnnQ8U5w
— Dr. Sujay Vikhe Patil (@drsujayvikhe) April 19, 2021
তাঁর বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়ে আদালতে পিটিশন জমা দিয়েছিলেন চারজন কৃষিগবেষক। সেই আবেদনের শুনানিতেই আদালতের তরফে বলা হয়, “আমরা বলছি না উনি খারাপ কাজ করেছেন। তবে যে পথ অনুসরণ করেছেন, তা সঠিক নয়। ভুল পথ অনুসরণ করাকে অপরাধ বলেই গণ্য করা হবে। রেমডিসিভির ইঞ্জেকশন সকলের মধ্যে সমানভাবে বন্টিত হওয়া উচিত, এভাবে নয়।” বিচারপতি ঘুগে বলেন, “আমরা কেবল জানতে চাই যে উনি কোথা থেকে এত সংখ্যক রেমডিসিভির জোগাড় করলেন?কীভাবে তিনি বিনা অনুমতি বা লাইসেন্সে এত সংখ্যাক রেমডিসিভির পেলেন? এটা রবিনহুড হওয়ার সময় নয় যে এক জায়গা থেকে চুরি করে অন্য জায়গায় বিতরণ করে দিলাম।”
জেলাশাসকের তরফে সাংসদকে ক্লিনচিট দেওয়ার সমালোচনা করেওআদালতের তরফে জানানো হয়, আগে থেকেই গোটা বিষয়টিটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। ওই জেলা শাসককে দ্রুত বদলির নির্দেশও দেওয়া হয়। একইসঙ্গে, মামলার তদন্তের জন্য বিমানবন্দরের সিসিটিভি ফুটেজও সংরক্ষণের নির্দেশ দেয় আদালত। আগামী ৩ মে এই মামলার পরবর্তী শুনানি হবে।
অন্যদিকে, বম্বে হাইকোর্টের ঔরঙ্গাবাদ বেঞ্চকে জানানো হয় যে, পাটিলের কাছে থাকা ইঞ্জেকশন থেকে ৩০০ রেমডিসিভির ইঞ্জেকশন আহমেদনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে এবং বহু সংখ্য ইঞ্জেকশন সিরডির সাই বাবা ট্রাস্টে দান করা হয়েছে।
আরও পড়ুন: ২৫ হাজারে বিক্রি নকল রেমডিসিভির! দিল্লি পুলিশের হাতে উত্তরাখণ্ড থেকে গ্রেফতার ৫