Budget 2021: মদে বসল সেস, তবে সিগারেটের দাম বাড়ল না!

এ বারের বাজেট (Budget 2021) পেশের পর মঙ্গলবার থেকেই মদে বসবে অ্যাগ্রি-ইনফ্রা সেস। কিন্তু তামাকজাত দ্রব্য়ে কোনও সেস বসায়নি কেন্দ্র।

Budget 2021: মদে বসল সেস, তবে সিগারেটের দাম বাড়ল না!
Budget 2021: প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Nov 16, 2021 | 1:53 PM

নয়া দিল্লি: মদে কৃষি পরিকাঠামো উন্নয়ন সেস বসিয়েছে কেন্দ্র। এ বারের বাজেট (Budget 2021) পেশের পর মঙ্গলবার থেকেই মদে বসবে অ্যাগ্রি-ইনফ্রা সেস। কিন্তু তামাকজাত দ্রব্য়ে কোনও সেস বসায়নি কেন্দ্র। যার ফলে সিগারেট, বিড়ির উপর কোনও কর বসেনি। আর ঠিক এই কারণেই বাজেটের দিন উর্ধ্বমুখী ছিল সিগারেট নির্মাতা কোম্পানিগুলির শেয়ার।

সোমবার ভারতের সবচেয়ে বড় সিগারেট নির্মাতা সংস্থা আইটিসির শেয়ার বেড়েছে ৬.৫ শতাংশ। বাজেটের জেরে অন্যান্য সিগারেট কোম্পানিগুলিরও শেয়ার মূল্য বৃদ্ধি পেয়েছে। ভিএসটি ইন্ডাস্ট্রিজ, গোল্ডেন টোবাকো, গডফ্রে ফিলিপসের শেয়ার বেড়েছে যথাক্রমে ২.০৬ শতাংশ, ৭.৯৪ শতাংশ ও ০.৮৩ শতাংশ। এ বারের বাজেটে সিগারেটের উপর কোনও কর না বসায় শেয়ার বাজারে তরতরিয়ে বেড়েছে সিগারেট কোম্পানিগুলির শেয়ার।

আরও পড়ুন: Budget 2021:খোলা বাজারে মিলবে এলআইসির শেয়ার, কিনতে পারবেন আপনিও

করোনা আবহে রাজকোষে ঘাটতির পরিমাণ ছিল বিপুল। তাই বিশেষজ্ঞরা আশা প্রকাশ করেছিলেন সরকার হয়ত রাজকোষে ঘাটতি মেটাতে মদ ও তামাকজাত দ্রব্যে সেস বসাবে। কিন্তু মদে সেস বসলেও সেসের বাইরেই থাকল তামাকজাত দ্রব্য। তামাকজাত দ্রব্যে বাড়তি সেস বসার সম্ভাবনায় বাজেটের আগেই পড়তে শুরু করেছিল শেয়ার। কিন্তু নির্মলার ঘোষণায় যেন প্রাণ পেল দালাল স্ট্রিট। এফডিআইর ঘোষণায় হু হু করে ছুটল দুই সূচক।