CBI Raid in Manish Sisodia’s House: সাতসকালেই দিল্লির উপমুখ্যমন্ত্রীর বাড়িতে সিবিআই হানা, চলছে তল্লাশি

CBI Raid in Manish Sisodia's House: জানা গিয়েছে, দিল্লির আবগারি নীতি নিয়ে যে দুর্নীতি ও বিতর্কের শুরু হয়েছে, সেই সংক্রান্ত তদন্তেই উপ-মুখ্যমন্ত্রীর বাড়িতে সিবিআই আধিকারিকেরা হানা দিয়েছেন।

CBI Raid in Manish Sisodia's House: সাতসকালেই দিল্লির উপমুখ্যমন্ত্রীর বাড়িতে সিবিআই হানা, চলছে তল্লাশি
মনীশ সিসোদিয়া।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 19, 2022 | 11:22 AM

নয়া দিল্লি: সাতসকালেই দিল্লির উপমুখ্যমন্ত্রীর বাড়িতে সিবিআই হানা। শুক্রবার সকালে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে হানা দেন সিবিআই আধিকারিকরা। জানা গিয়েছে, দিল্লির আবগারি নীতি নিয়ে যে দুর্নীতি ও বিতর্কের শুরু হয়েছে, সেই সংক্রান্ত তদন্তেই উপ-মুখ্যমন্ত্রীর বাড়িতে সিবিআই আধিকারিকেরা হানা দিয়েছেন।

এদিন সকালেই আটটা নাগাদ দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে হাজির হন সিবিআই আধিকারিকরা। পুলিশি নিরাপত্তায় ঘিরে ফেলা হয় বাড়ি। সূত্রের খবর, দিল্লির আবগারি নীতিতে বেনিয়মের যে অভিযোগ তুলেছিলেন লেফটেন্যান্ট গভর্নর, তার তদন্তেই উপ-মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি চালাচ্ছেন সিবিআই আধিকারিকেরা। মণীশ সিসোদিয়া নিজেও টুইট করে সিবিআই আসার কথা জানিয়েছেন। তিনি তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। এদিকে, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালও টুইট করে সিবিআই হানার নিন্দা করেছেন।

বাড়িতে সিবিআই আধিকারিকেরা আসতেই মণীশ সিসোদিয়া পরপর টুইট করে লেখেন, “সিবিআই এসেছে। আমরা সৎ, লক্ষাধিক শিশুর ভবিষ্যৎ তৈরি করছি আমরা। কিন্তু দুঃখজনকভাবে এই দেশে যারাই ভাল কাজ করেন, তাদের এইভাবে হেনস্থা হতে হয়। এই কারণেই আমাদের দেশ প্রথম স্থান অর্জন করতে পারেনি।”

তিনি আরও টুইট করে লেখেন, “দিল্লিতে স্বাস্থ্য ও শিক্ষাখাতে যে অসাধারণ কাজ করা হয়েছে, তা নিয়ে এনাদের সমস্যা হচ্ছে। সেই কারণেই স্বাস্থ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে, যাতে শিক্ষা ও স্বাস্থ্য খাতে ভাল কাজ আটকানো যায়। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। আদালতে আসল সত্যিটা প্রমাণিত হবেই।”

তিনি আরও বলেন, “আমরা সিবিআইকে স্বাগত জানাচ্ছি। দ্রুত যাতে সত্যিটা সামনে আসে, তার জন্য আমরা তদন্তে পূর্ণ সহযোগিতা করব। এখনও অবধি আমার বিরুদ্ধে অনেক মামলাই দায়ের হয়েছে, কিন্তু কিছু প্রমাণিত হয়নি। দেশে শিক্ষাক্ষেত্রে উন্নতির জন্য আমি যে কাজ করছি, তা কোনভাবেই আটকানো যাবে না।”

দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরীবালও টুইট করে সিবিআই হানার কথা জানান। তিনি বলেন, “যেদিন আমেরিকার সবথেকে বড় সংবাদপত্র নিউইয়র্ক টাইমসে দিল্লির শিক্ষা মডেলের প্রশংসা করা হয়েছে এবং মণীশ সিসোদিয়ার ছবি প্রথম পাতায় ছাপানো হয়েছে, সেইদিনই মণীশের বাড়িতে কেন্দ্র থেকে সিবিআই পাঠানো হল। সিবিআইকে স্বাগত। আমরা তদন্তে পূর্ণ সহযোগিতা করব। এর আগেও অনেক পরীক্ষা, তল্লাশি চালানো হয়েছে, কিন্তু কিছুই পাওয়া যায়নি। এবারও কিছু পাওয়া যাবে না।”

তিনি আরও বলেন, “গোটা বিশ্ব দিল্লির স্বাস্থ্য় ও শিক্ষা ব্যবস্থার প্রশংসা করছে। ওরা (কেন্দ্র) এটাকে আটকাতে চায়। সেই কারণেই দিল্লির স্বাস্থ্যমন্ত্রীকে গ্রেফতার, শিক্ষামন্ত্রীর বাড়িতে তল্লাশি চলছে। বিগত ৭৫ বছরে যারাই ভাল কাজ করতে চেয়েছেন, তাদের আটকানো হয়েছে। এই কারণে ভারত পিছিয়ে পড়েছে। দিল্লিতে ভাল কাজ আটকানো যাবে না।”