Cisco: ভারতে উৎপাদন শুরু করবে মার্কিন সংস্থা সিসকো, ১০০ কোটি ডলার বিনিয়োগ

Manufacturing in India: ভারতের মাটিতে উৎপাদনের জন্য বিনিয়োগ করতে চলেছে আমেরিকার তথ্যপ্রযুক্তি সংস্থা সিসকো। ভারতকে আগামী দিনে ম্যানুফ্যাকচারিং হাব বানানোর ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই লক্ষ্যেই ভারতে এই বিনিয়োগ করতে চলেছে আমেরিকার সংস্থা।

Cisco: ভারতে উৎপাদন শুরু করবে মার্কিন সংস্থা সিসকো, ১০০ কোটি ডলার বিনিয়োগ
সিসকো প্রধানের সঙ্গে আলোচনায় মোদী
Follow Us:
| Edited By: | Updated on: May 10, 2023 | 10:39 PM

নয়াদিল্লি: ভারতে বড় অঙ্কের বিনিয়োগ করতে চলেছে আমেরিকার তথ্য প্রযুক্তি সংস্থা সিসকো। আগামী দিনে ভারতে উৎপাদনের লক্ষ্যে ১০০ কোটি ডলার বিনিয়োগ করতে চলেছে এই তথ্য প্রযুক্তি সংস্থা। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৮ হাজার ১৯৫ কোটি টাকা। এ দেশের জন্য প্রয়োজনীয় এবং বিদেশে রফতানির জন্য ভারতে কারখানা গড়বে এই সংস্থা। বুধবার টুইট করে এ কথা জানিয়েছেন সিসকোর সিএইও চাক রবিন্স। ভারতে উৎপাদন কেন্দ্র ঘোষণার পাশাপাশি ১০০ কোটি ডলার বিনিয়োগের কথা জানিয়েছেন তিনি। সেই সঙ্গে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তাঁর নেতৃত্বের প্রশংসাও শোনা গিয়েছে সিসকো প্রধানের গলায়।

ভারতের মাটিতে উৎপাদনের জন্য বিনিয়োগ করতে চলেছে আমেরিকার তথ্যপ্রযুক্তি সংস্থা সিসকো। ভারতকে আগামী দিনে ম্যানুফ্যাকচারিং হাব বানানোর ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই লক্ষ্যেই ভারতে এই বিনিয়োগ করতে চলেছে আমেরিকার সংস্থা। ভারতে ১০০ কোটি ডলারের বিনিয়োগের ঘোষণা করেছে তারা। এই বিনিয়োগের মাধ্যমে ভারতের মাটিতে উৎপাদন শুরু করবে এই সংস্থা। তাদের উৎপাদিত পণ্যে যেমন ভারতের বাজারে বিক্রি হবে তেমনই রফতানি করা হবে বিশ্বের বিভিন্ন দেশে।

ভারতে বিনিয়োগের বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনায় বসেছিলেন সিসকো সিইও চাক রবিন্স। প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী ছাড়াও কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন তিনি। এই বৈঠকের পরই সিসকোর তরফে এই ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে চাক রবিন্স বলেছেন, “আজ আমরা ভারতে এবং সারা বিশ্বে আমাদের গ্রাহকদের কাছে অত্যাধুনিক প্রযুক্তি সরবরাহের পরবর্তী পদক্ষেপ হিসাবে ভারতীয় উৎপাদন ক্ষেত্রে কৌশলগত বিনিয়োগের ঘোষণা করছি।” তিনি আরও বলেছেন, “ডিজিটাল অর্থনীতিতে দ্রুত উন্নতি করা ভারত উদ্ভাবনী এবং ব্যবসার মূল কেন্দ্র। এখানে বিনিয়োগ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।” প্রসঙ্গত, আমেরিকার বাইরে ভারত সিসকোর অন্যতম বড় বাজার। ১৯৯৫ সাল থেকেই এ দেশে কাজ করে যাচ্ছে এই মার্কিন সংস্থা। ভারতের তথ্য প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে বিকাশের জন্য এই সংস্থার বড় অবদান রয়েছে। তারা এ বার উৎপাদন শুরু করবে ভারতের মাটিতে।