Karnataka Election Exit Poll 2023: কর্নাটকে কড়া টক্কর কংগ্রেস-বিজেপির, কিং মেকার হতে পারে JDS, বলছে বুথ ফেরত সমীক্ষা

Karnataka: বিজেপির সঙ্গে কংগ্রেসের আসনের তফাৎ খুব বেশি নয়। বুথ ফেরত সমীক্ষায় কংগ্রেস এগিয়ে থাকলেও একক সংখ্যাগরিষ্ঠ হওয়ার সম্ভাবনা কম। এমনই উঠে এসেছে সমীক্ষায়। সে ক্ষেত্রে সরকার গঠনে জেডিএস ফের এক বার গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে।

Karnataka Election Exit Poll 2023: কর্নাটকে কড়া টক্কর কংগ্রেস-বিজেপির, কিং মেকার হতে পারে JDS, বলছে বুথ ফেরত সমীক্ষা
কার দখলে যাবে কর্নাটকের ক্ষমতা?
Follow Us:
| Edited By: | Updated on: May 10, 2023 | 9:37 PM

বেঙ্গালুরু: কর্নাটক বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ ছিল ১০ মে, বুধবার। ২২৪ আসনের কর্নাটকে বিধানসভা নির্বাচনে ভোট পড়েছে ৬৫.৫৯ শতাংশ। ভোটগ্রহণ পর্ব মিটতেই বিভিন্ন সংস্থা প্রকাশ করেছে বুথ ফেরত সমীক্ষা। টিভি৯ কন্নড়-সিভোটার এবং টিভি৯ ভারতবর্ষ- পোলস্ট্র্যাটও প্রকাশ করেছে বুথ ফেরত সমীক্ষা। এই দুই সমীক্ষাতেই দেখা যাচ্ছে, কংগ্রেস ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা। তবে সামান্য এগিয়ে রয়েছে কংগ্রেস। দ্বিতীয় স্থানে থাকছে বিজেপি। বিজেপির সঙ্গে কংগ্রেসের আসনের তফাৎ খুব বেশি নয়। বুথ ফেরত সমীক্ষায় কংগ্রেস এগিয়ে থাকলেও একক সংখ্যাগরিষ্ঠ হওয়ার সম্ভাবনা কম। এমনই উঠে এসেছে সমীক্ষায়। সে ক্ষেত্রে সরকার গঠনে জেডিএস ফের এক বার গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে। টিভি৯-এর মতো অন্যান্য সংস্থার করা অধিকাংশ বুথ ফেরত সমীক্ষায় কিছুটা হলেও এগিয়ে রয়েছে কংগ্রেস। কিন্তু বুথ ফেরত সমীক্ষা কী ফল হতে চলেছে তার আভাস মাত্র। তা সব ক্ষেত্রে পুরোপুরি নাও মিলতে পারে। তাই আগামী দিনে কর্নাটকের শাসনভার কার হাতে যেতে চলেছে তা জানতে অপেক্ষা করত হবে আগামী ১৩ মে পর্যন্ত।

টিভি৯ কন্নড়-সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় এগিয়ে রয়েছে কংগ্রেস। ওই সমীক্ষা অনুসারে, কংগ্রেস পেতে পারে ১১০ থেকে ১১২ টি আসন। এই বিধানসভা নির্বাচনে কংগ্রেস ভোট পেতে পারে ৪১.১ শতাংশ। বুথ ফেরত সমীক্ষা অনুসারে, কর্নাটকে দ্বিতীয় স্থানে থাকবে বিজেপি। পদ্মশিবিরের প্রাপ্ত আসন হতে পারে ৮৩ থেকে ৯৫। বিজেপির ভোট শতাংশ হতে পারে ৩৮.৩ শতাংশ। এই শতাংশ ভোট বিজেপি পেলে তা হবে কর্নাটকের ইতিহাসে গেরুয়া শিবিরের সবথেকে বেশি শতাংশ ভোট। ২০১৮ সালে বিজেপি ভোট পেয়েছিল ৩৬ শতাংশ। তাই সমীক্ষা অনুসারে, বিজেপির ভোট শতাংশ বাড়ছে। অন্য দিকে কর্নাটকের নির্বাচনে অন্যতম গুরুত্বপূর্ণ দল জেডিএস থাকবে তৃতীয় স্থানে। তাদের প্রাপ্ত আসন সংখ্যা হতে পারে ২১ থেকে ২৯টি। তাদের প্রাপ্ত ভোট হতে পারে ১৪.৬ শতাংশ। আসনের নিরিখে ৩০-এর নীচে থাকলেও সরকার গঠনে গুরুত্বপূ্র্ণ ভূমিকা নিতে পারে জেডিএস।

অন্য দিকে টিভি৯ ভারতবর্ষ-পোলস্ট্র্যাটের করা বুথ ফেরত সমীক্ষাতেও সামান্য এগিয়ে কংগ্রেস। এই বুথফেরত সমীক্ষা অনুসারে, কংগ্রেস পেরে পারে ৯৯ থেকে ১০৯টি আসন। বিজেপি পেতে পারে ৮৩ থেকে ৯৫টি আসন। এবং জেডিএস পেতে পারে ২১ থেকে ২৯টি আসন।

বুথ ফেরত সমীক্ষা হুবহু মিলে গেলে কর্নাটকে ক্ষমতায় আসতে চলেছে কংগ্রেস। অপেক্ষা আর তিনদিনের। ১৩ মে প্রকাশিত হবে কর্নাটক বিধানসভার ফল। সে দিনই স্পষ্ট হবে কার হাতে গেল কর্নাটকে শাসনভার।