দশম শ্রেণির ছাত্রীকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দিল বাঁদর! সঙ্গে সঙ্গে মৃত্যু
Accident: প্রিয়া কুমারী শনিবার দুপুরে বাড়ির ছাদে উঠেছিল রোদ পোহাতে পোহাতে পড়াশোনার করার জন্য। আচমকাই এক দল বাঁদর এসে উপস্থিত হয়। ভয়ে ওই কিশোরী কার্যত পাথর হয়ে যায়। ছাদ থেকে নামতে পারেনি আর।
পটনা: জীবনের প্রথম বড় পরীক্ষা। হাতে বেশি সময় নেই। শীতের মিঠে রোদ পোহাতে পোহাতে পড়াশোনা করতে ছাদে গিয়েছিল কিশোরী। কিন্তু সেটাই যে জীবন শেষ করে দেবে, তা ভাবতেও পারেনি ওই কিশোরী। ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হল কিশোরীর। পরিবারের অভিযোগ, বাঁদর ধাক্কা মেরে ফেলে দিয়েছে তাঁকে।
ঘটনাটি ঘটেছে বিহারের সিওয়ান জেলায়। মাঘর গ্রামের বাসিন্দা প্রিয়া কুমারী শনিবার দুপুরে বাড়ির ছাদে উঠেছিল রোদ পোহাতে পোহাতে পড়াশোনার করার জন্য। আচমকাই এক দল বাঁদর এসে উপস্থিত হয়। ভয়ে ওই কিশোরী কার্যত পাথর হয়ে যায়। ছাদ থেকে নামতে পারেনি আর।
এদিকে বাঁদরের দল দেখে গ্রামবাসীরা চিৎকার-চেঁচামেচি শুরু করে। তাদের চিৎকারে কিছুটা সাহস পেয়ে ওই কিশোরী সিঁড়ির দিকে দৌড় লাগায়। সিড়ির প্রায় সামনে পৌঁছে গিয়েছে, এমন সময় একটি বাঁদর ঝাঁপিয়ে পড়ে। বাঁদরের ধাক্কাতেই টাল সামলাতে না পেরে ছাদ থেকে পড়ে যায় কিশোরী।
সংজ্ঞাহীন অবস্থাতে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। পরিবারের তরফে এই ঘটনায় কারোর বিরুদ্ধে অভিযোগ জানানো হয়নি।