Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Teen Mother: সন্তানের জন্ম নবম শ্রেণির ছাত্রীর, চলছে ‘বাবার খোঁজ’!

জানা গিয়েছে, গত বছর থেকে ওই হস্টেলে থাকেন ওই কিশোরী। তবে প্রায়শই তিনি বাড়ি চলে যেতেন বলে জানা গিয়েছে স্কুল সূত্রে। এর জেরে প্রায়শই ক্লাসে গরহাজির থাকত সে। ওই স্কুল ছাত্রীর বাড়ি কর্নাটকের বাগেপল্লী তালুকে। সম্প্রতি বাড়ি গিয়েছিল সে। তখনই পেটে ব্যথা হয়। তখন তার বাড়ির লোক হাসপাতালে নিয়ে যেতেই অন্তঃসত্ত্বার বিষয়টি সামনে আসে।

Teen Mother: সন্তানের জন্ম নবম শ্রেণির ছাত্রীর, চলছে ‘বাবার খোঁজ’!
প্রতীকী ছবি
Follow Us:
| Updated on: Jan 12, 2024 | 5:44 PM

বেঙ্গালুরু: সরকারি স্কুলের হস্টেলে থাকত নবম শ্রেণির ছাত্রী। অষ্টম শ্রেণিতে সে ভর্তি হয়েছিল ওই স্কুলে। সম্প্রতি ওই ছাত্রীর পেটে ব্যথা হয়েছিল। তখন তাকে নিয়ে যাওয়া হয়েছিল স্থানীয় হাসপাতালে। সেখানে যেতেই জানা যায়, ১৪ বছরের ওই কিশোরী অন্তঃসত্ত্বা। ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিল সে। এর পর হাসপাতালেই পুত্র সন্তানের জন্ম দেয় সে। ঘটনাটি ঘটেছে কর্নাটকের তুমাকুরু জেলায়। ঘটনা নিয়ে ইতিমধ্যেই ভারতীয় দণ্ডবিধি এবং পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। বৃহস্পতিবার ঘটনার কথা জানিয়েছে পুলিশ।

জানা গিয়েছে, গত বছর থেকে ওই হস্টেলে থাকেন ওই কিশোরী। তবে প্রায়শই তিনি বাড়ি চলে যেতেন বলে জানা গিয়েছে স্কুল সূত্রে। এর জেরে প্রায়শই ক্লাসে গরহাজির থাকত সে। ওই স্কুল ছাত্রীর বাড়ি কর্নাটকের বাগেপল্লী তালুকে। সম্প্রতি বাড়ি গিয়েছিল সে। তখনই পেটে ব্যথা হয়। তখন তার বাড়ির লোক হাসপাতালে নিয়ে যেতেই অন্তঃসত্ত্বার বিষয়টি সামনে আসে। জানা গিয়েছে, গত বছর অগস্ট মাসে হস্টেল থেকে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছিল। কিন্তু সে সময় অন্তঃসত্ত্বার বিষয়টি জানা যায়নি বলে অভিযোগ।

তবে ওই কিশোরীর জন্ম দেওয়া সন্তান সুস্থ রয়েছে। কী করে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হল সে বিষয়টিও জানার চেষ্টা চলছে। জানা গিয়েছে, ওই স্কুলের দশম শ্রেণির এক ছাত্রের ঘনিষ্ঠ ছিল ওই ছাত্রী। কিন্তু সেই ছাত্র পাশ করে যাওয়ার পর সেখান থেকে অন্যত্র চলে গিয়েছে। যদিও ওই ছাত্রীর বাবা-মা এ নিয়ে কোনও মন্তব্য করেননি। তবে ওই ছাত্রীর বয়ান নথিভুক্ত করেছে পুলিশ। ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যে কর্তব্যে গাফিলতির অভিযোগে ওই হস্টেলের ওয়ার্ডেনকে সাসপেন্ড করেছেন স্কুল কর্তৃপক্ষ। ঘটনা নিয়ে হইচই পড়ে গিয়েছে ওই স্কুলের হস্টেলে।