Rahul Gandhi: ভারতীয় সেনা ২ দিনে মণিপুরে হিংসা বন্ধ করতে পারে, কিন্তু…: রাহুল গান্ধী
মণিপুরের পরিস্থিতি স্বাভাবিক হোক প্রধানমন্ত্রী তা চান না বলেও এ দিন তোপ দেগেছেন রাহুল। ভারতীয় সেনা ২ দিনের মধ্যে হিংসাত্মক পরিস্থিতি স্বাভাবিক করতে পারে বলেও দাবি কংগ্রেস সাংসদের।
নয়াদিল্লি: চার মাস ধরে উত্তপ্ত পরিস্থিতি উত্তর-পূর্ব ভারতের রাজ্য মণিপুরে। কুকি ও মেইতেই দুই জনগোষ্ঠীর মধ্যে একের পর এক হিংসার ঘটনা ঘটেছে। সংসদে এ নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতি চেয়ে সরব হয়েছে বিরোধীরা। বৃহস্পতিবার মণিপুর নিয়ে বক্তব্য রেখেছেন মোদীও। এর এক দিন পর সাংবাদিক সম্মেলন করে মণিপুর পরিস্থিতি নিয়ে ফের সরব হলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। মণিপুরের পরিস্থিতি স্বাভাবিক হোক প্রধানমন্ত্রী তা চান না বলেও এ দিন তোপ দেগেছেন রাহুল। ভারতীয় সেনা ২ দিনের মধ্যে হিংসাত্মক পরিস্থিতি স্বাভাবিক করতে পারে বলেও দাবি কংগ্রেস সাংসদের। সাংবাদিক সম্মেলনে রাহুল যা বললেন-
- আমি ১৯ বছর ধরে রাজনীতি করছি। মণিপুরে যা দেখলাম ও শুনলাম তা আগে দেখিনি।
- আমি সংসদে বলেছিলাম মণিপুরে ভারত মাতার হত্যা করা হয়েছে। এ কথা এমনি এমনি বলিনি। কেন বলেছি আমাদের উদাহরণ দিচ্ছি।
- আমরা মণিপুরে পৌঁছলাম। তার পর মেইতেই এলাকায় গেলাম। তখন আমাদের বলা হল- আপনাদের নিরাপত্তায় যেন কোনও কুকি না থাকে। যদি থাকে আমরা মেরে দেব।
- যখন কুকি এলাকায় গেলাম তখন বলা হল- কোনও মেইতেই যেন না আসে, তাহলে গুলি করে মেরে দেব।
- মণিপুর এখন আর এক রাজ্য নেই। দুই রাজ্যে ভাগ হয়ে গিয়েছে। এই জন্যই আমি বলেছি হিন্দুস্তানের হত্যা মণিপুরে করেছে বিজেপি। ভারতমাতার সে কল্পনা তাতেও আঘাত হয়েছে। এটাই বিষয়। তাই আমি বলেছি।
- কাল সংসদে প্রায় ২ ঘণ্টা ধরে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী। সে সময় অনেক মজা, হাসাহাসি করতে দেখলাম। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিজেপি সাংসদরা স্লোগান দিচ্ছিল। কিন্তু দেশে কী হচ্ছে ওনার খেয়াল নেই। মণিপুর জ্বলছে।
- ভারতীয় সেনার বিষয়ে আপনারা জানেন। সেনা চাইলে ২ দিনে মণিপুরে চলা তামাশা বন্ধ করে দিতে পারে। কিন্তু প্রধানমন্ত্রী চান মণিপুর জ্বলুক। মণিপুরে শান্তি ফিরুক তা চান না।