দেশে ধীরে ধীরে কমছে দৈনিক আক্রান্তের সংখ্যা। অন্যদিকে, দ্রুতগতিতে বাড়ছে সুস্থতার হার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২ লক্ষ ৬৭ হাজার ৩৩৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৮৯ হাজার ৮৫১ জন। সুস্থতার হার বাড়লেও ফের রেকর্ড সংখ্যক মৃত্যু হয়েছে দেশে। গত ২৪ ঘণ্টায় দেশে মোট ৪৫২৯ জনের মৃত্যু হয়েছে, যা এখনও অবধি সর্বোচ্চ মৃতের সংখ্যা। এই নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লক্ষ ৮৩ হাজার ২৪৮-এ। মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৫৪ লাখ ৯৬ হাজার ৩৩০। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ২ কোটি ১৯ লক্ষ ৮৬ হাজার ৩৬৩ জন। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৩২ লক্ষ ২৬ হাজার ৭১৯।
সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে মহারাষ্ট্র প্রথমে নাজেহাল হলেও বর্তমানে সেখানেও কমছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সে রাজ্যে ২৮ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন, বাণিজ্য নগরী মুম্বইতে করোনা আক্রান্ত হয়েছেন ৯৫৩ জন। অন্যদিকে, দিল্লিতেও কমছে আক্রান্তের সংখ্যা। ফলে হাসপাতালগুলিতে কমছে রোগীর চাপ। অধিকাংশ হাসপাতালেই ফাঁকা পড়ে আছে শয্যা। করোনা সংক্রান্ত যাবতীয় আপডেট দেখে নিন একনজরে-
দিল্লিতে ক্রমশ বাড়ছে মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসের ঘটনা। দিল্লির এইমসে ৭০-৮০জন, ম্যাক্স হাসপাতালসে ৫০জন ও ইন্দ্রপ্রস্থ হাসপাতালে ১০জন ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের খোঁজ মিলেছে বলেই সূত্রের খবর।
Case of Mucormycosis (Black Fungus) frequently reported in Delhi also, 75-80 cases reported at AIIMS, 50 cases in Max hospitals, 10 cases in Indraprastha Apollo hospitals: Sources#COVID19
— ANI (@ANI) May 19, 2021
রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে সারাক্ষণ অ্যাম্বুলেন্সের সাইরেনের আওয়াজে আতঙ্কিত হয়ে পড়ছেন সাধারণ মানুষ। তাঁদের মনে বাড়ছে ভীতি। সেই কারণেই সমস্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক, মেডিক্যাল সুপার, বেসরকারি হাসপাতাল ও অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে সাইরেন বন্ধ রাখার নির্দেশ দিল মণিপুর প্রশাসন।
All Chief Medical officers, Medical superintendents, all private hospitals & private ambulance services agencies in the state are instructed that ambulance sires should be silenced now as they are panicking people & increasing societal anxiety: Director Health Services, Manipur pic.twitter.com/BGlX0KvrdV
— ANI (@ANI) May 19, 2021
সাধারণ মানুষকে সাহায্যের জন্য চিন থেকে বন্ধু ২২ টি অক্সিজেন কনসেনট্রেটর পাঠিয়েছিল। কিন্তু তা বিভিন্ন প্রতিষ্ঠানে বিলি না করে কালোবাজারি করতে গিয়ে দিল্লি পুলিশের হাতে ধরা পড়লেন এক ব্যক্তি। তাঁকে জেরা করেই চিন থেকে ২২টি কনসেনট্রেটর পাঠানোর বিষয়টি সামনে আসে।
One person arrested for black marketing of O2 concentrators meant to be distributed in charity to needy institutions or individuals. On interrogation, it was found that the accused had received 22 Oxygen Concentrators from his friends in China for giving in charity: Delhi Police
— ANI (@ANI) May 19, 2021
রাজ্যে বেড়েই চলেছে সংক্রমণ। তাই সরকারের তরফে নৈশকার্ফুর মেয়াদ আরও আটদিন বাড়ানো হল। বুধবার থেকেই ত্রিপুরার শহরতলিতে সন্ধে ছ’টা থেকে ভোর পাঁচটা অবধি নৈশ কার্ফু জারি থাকবে। রাজ্যে করোনা সংক্রমণ নিয়ে ক্যাবিনেট বৈঠকের পর শিক্ষমন্ত্রী রতনলাল নাথ জানান, সংক্রমণ রুখতে নৈশ কার্ফুর পাশাপাশি আন্তঃরাজ্য চলাচলেও নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে আগামী ২৬ মে অবধি। কেবল জরুরি পরিষেবার ক্ষেত্রেই ছাড় দেওয়া হবে।
বিস্তারিত পড়ুন: করোনার বাড়বাড়ন্তে ২৬ মে অবধি জারি নৈশকার্ফু, পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘লকডাউনে’রও ইঙ্গিত ত্রিপুরায়
করোনা সংক্রমণে প্রথমবারের মতোই দ্বিতীয়বারও রেহাই পায়নি মহারাষ্ট্র। রাজ্যের রাজধানী তথা বাণিজ্য নগরী মুম্বইও রেহাই পায়নি সংক্রমণের হাত থেকে। কিন্তু সংক্রমণ শীর্ষে ওঠার একমাসের মধ্যেই কীভাবে টেনে নামানো হল সেই গ্রাফ? এর কৃতিত্ব কেবলই কি লকডাউন বা কার্ফুর? করোনা মোকাবিলার প্রশংসা করে দিল্লির মতো বাকি শহরগুলিকে “মুম্বই মডেল” অনুসরণ করার উপদেশ দেয় সুপ্রিম কোর্টও। কী এই “মুম্বই মডেল”?
বিস্তারিত পড়ুন: সংক্রমণের দ্বিতীয় ঢেউ রুখতে আদর্শ ‘মুম্বই মডেল’, কীভাবে বাণিজ্যনগরীতে বাগ মানল করোনা?
একদিন আগেই টুইট করে কেন্দ্রকে সতর্ক করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল (Arvind Kejriwal)। তাঁর মতে, সিঙ্গাপুরের সঙ্গে ভারতের আকাশ পথে যোগাযোগ বিচ্ছিন্ন করা উচিত। কারণ সিঙ্গাপুরের স্ট্রেন এ দেশে করোনার তৃতীয় ঢেউ সৃষ্টি করতে পারে। কিন্তু কেজরীবালের এই মন্তব্য না-পসন্দ সিঙ্গাপুরের। তাদের দাবি, সে দেশে যে স্ট্রেন ছড়িয়েছে সেটি আসলে ভারতে ছড়িয়ে পড়া স্ট্রেনই। তাই ‘সিঙ্গাপুর স্ট্রেন’ বলায় ভারতীয় হাই কমিশনারকে অভিযোগ করেছে সিঙ্গাপুরের সরকার। সে প্রসঙ্গে পাল্টা দিতে গিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, কেজরীবাল ভারতের মুখপাত্র নন।
বিস্তারিত পড়ুন: কেজরীবাল ভারতের মুখপাত্র নন, ‘মন্তব্য দায়িত্বজ্ঞানহীন’, ভ্যারিয়েন্ট বিতর্কে পাল্টা কেন্দ্রের
করোনা পরীক্ষায় আরও নির্ভুল ফল জানতে নতুন আরটি-পিসিআর টেস্ট কিট তৈরি করল কেরলের শ্রী চিত্রা তিরুনাল ইন্সটিটিউট ফর মেডিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি (Sree Chitra Tirunal Institute for Medical Sciences and Technology)। ইতিমধ্যেই ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ(ICMR) -র অনুমোদন পেয়েছে এই কিট।
বিস্তারিত পড়ুন: ১০০ শতাংশ সঠিক রিপোর্ট, তাও আবার ২ ঘণ্টায়, আইসিএমআরের ছাড়পত্র পেল নতুন আরটি-পিসিআর কিট
ভারতে ইতিমধ্যেই তৈরি হচ্ছে কোভ্যাক্সিন ও কোভিশ্লিড। আগামিদিনে ডঃ রেড্ডিস ল্যাবের হাত ধরে ভারতে তৈরি হবে রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক ভি-ও। এ বার আরও এক ভ্যাকসিন তৈরির খবর মিলল। আমেরিকা-সহ একাধিক দেশে অনুমোদন প্রাপ্ত জনসন অ্যান্ড জনসনের করোনা প্রতিষেধক (COVID Vaccine) এ বার উৎপাদন হবে ভারতে। তেলেঙ্গনার সংস্থা বায়োলজিকাল ই লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে জনসন।
বিস্তারিত পড়ুন: ভারতেই তৈরি হবে জনসনের টিকা, হাত মেলাল তেলেঙ্গনার সংস্থা
করোনা (COVID) আক্রান্ত থেকে সুস্থ হয়ে উঠলে পূর্ব নির্দেশিকা অনুযায়ী, ৬ মাস পর নেওয়া যেত করোনা ভ্যাকসিন। কিন্তু সরকারি বিশেষজ্ঞ প্যানেল গত মঙ্গলবার করোনা জয়ীদের ৯ মাস পর করোনা টিকা নেওয়ার পরামর্শ দিয়েছে। কিন্তু ভিন্ন মত চিকিৎসকদের। তাঁদের মতে, ৯ মাস পর টিকা নেওয়ার ক্ষেত্রে পুনঃসংক্রমণের পরিস্থিতি তৈরি হতে পারে।
বিস্তারিত পড়ুন: করোনাজয়ীদের ৯ মাস পর টিকা নিতে বলছে সরকারি প্যানেল, ভিন্ন মত চিকিৎসকদের
সিঙ্গাপুরের করোনার স্ট্রেন শিশুদের প্রভাবিত করতে পারে, এই আশঙ্কায় শীঘ্রই আকাশপথে সংযোগ বিচ্ছেদের অনুরোধ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। তার জবাবেই মঙ্গলবার সিঙ্গাপুরের হাই কমিশনের তরফে পাল্টা টুইটে বলা হয়, “সিঙ্গাপুরে করোনার নতুন প্রজাতি রয়েছে, এমন দাবির কোনও সত্যতা নেই। বি.১.৬১৭.২ ভ্যারিয়েন্টটিই বিগত কয়েক সপ্তাহ ধরে শিশুসহ সাধারণ মানুষকে সংক্রমিত করছে।”
বিস্তারিত পড়ুন: ‘নতুন নয়, ভারতীয় স্ট্রেনেই বাড়ছে সংক্রমণ’, কেজরীবালের টুইটের পাল্টা জবাব সিঙ্গাপুর প্রশাসনের
করোনার বলি হলেন আরও এক মন্ত্রী। মঙ্গলবার করোনা সংক্রমণে মৃত্যু হল উত্তর প্রদেশের রাজস্ব ও বন্যা নিয়ন্ত্রণ মন্ত্রী বিজয় কাশ্যপের। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
বিস্তারিত পড়ুন: করোনা কেড়ে নিল যোগীরাজ্যের আরও এক মন্ত্রীকে, প্রয়াত বিজেপি নেতা বিজয় কাশ্যপ
দেশজুড়ে হঠাৎই কমতে শুরু করেছে আক্রান্তের সংখ্যা। এই খবরে সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেললেও বড় বিপদের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, টিকাকরণের মন্থর গতি ও কম সংখ্যক পরীক্ষার কারণেই দেশে আক্রান্তের সংখ্যা আচমকা হ্রাস পেয়েছে। তবে এই গাফিলতির কারণে যে কোনও মুহূর্তে আছড়ে পড়তে পারে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ, যেখানে শিশুদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি।
বিস্তারিত পড়ুন: আক্রান্তের সংখ্যা হ্রাসের পিছনে লুকিয়ে নিম্নমুখী টিকাকরণের গতি ও পরীক্ষার হার, বড় বিপদের আশঙ্কায় বিশেষজ্ঞরা
কেন্দ্রের তথ্য অনুযায়ী, অসমে গত ১৭ মে অবধি মোট ২৭,২৯ লক্ষ মানুষ করোনা টিকার প্রথম ডোজ় পেয়েছেন। অসমে ষাটোর্ধ্ব ব্যক্তিদের ক্ষেত্রেই আনুমানিক ৭০ লক্ষ মানুষকে টিকা দিতে হবে। রাজ্যে ১৮ থেকে ৬০ বছর বয়সীদের সংখ্যা ১.০৮ কোটি।
বিস্তারিত পড়ুন: মোট জনসংখ্যার মাত্র ১৫ শতাংশ টিকাপ্রাপ্ত! বুক হচ্ছে না স্লট, টিকা নিতে নাজেহাল অসমের যুব সম্প্রদায়ও
একমাস আগেও শহরজুড়ে হাহাকার ছিল হাসপাতালের শয্যার জন্য। হাসপাতালের বাইরে রোগী ভর্তির জন্য কাকুতি-মিনতিও অতি সাধারণ দৃশ্য হয়ে উঠেছিল দিল্লিতে। কিন্তু কার্যত এক মাসেই সেই দৃশ্য সম্পূর্ণ পাল্টে গেল। রাজ্যে সুস্থতার হার বাড়তেই ফাঁকা হতে শুরু করেছে হাসপাতালগুলি। মঙ্গলবারের হিসাব অনুযায়ী, রাজ্যে মোট সংখ্যক শয্যার মধ্যে কেবল ১৪ হাজার ৮০৫টি শয্যায় রোগী রয়েছেন, বর্তমানে ফাঁকা রয়েছে ১২ হাজার ৯০৭টি।
বিস্তারিত পড়ুন: এক মাসেই বদলে গেল চিত্র, বেডের জন্য আবেদন নয়, কোন ম্যাজিকে ফাঁকা হচ্ছে দিল্লির অধিকাংশ হাসপাতাল?
কেবল নির্বাচনে নয়, সামাজিক বার্তা পৌঁছে দিতেও কার্যকরী দেওয়াল লিখন, তা প্রমাণ করে দেখাল ত্রিপুরা সরকার। আগরতলা মিউনিসিপ্যাল এলাকা জুড়ে বিভিন্ন দেওয়ালে নানা ছবি ও লেখনীর মাধ্যমে করোনা সম্পর্কে সচেতনতা বাড়িয়ে তোলা হচ্ছে।
Tripura | Agartala Municipal Corporation uses graffiti to convey awareness on COVID-19
“As part of city beautification project, we are refurbishing old walls with social messages. Our latest paintings highlight COVID appropriate behaviour,” Municipal Commissioner said (18.05) pic.twitter.com/QVa8AQrcHe
— ANI (@ANI) May 19, 2021
এ যেন অঘোষিত লকডাউন। প্রশাসনের ভয়ে নয়, বরং নিজেদের প্রাণ বাঁচাতেই গৃহবন্দি হয়ে রয়েছেন গ্রামবাসীরা। বিহারের মুজাফ্ফরপুরের সাকরা ব্লকের গ্রামগুলিতে বিগত ২৭ দিনে ৩৬ জনের মৃত্যু হয়েছে। প্রত্যেকেই সর্দি-কাশিতে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এরপরই করোনার ভয়ে সিঁটিয়ে গিয়েছেন গ্রামবাসীরা।
Bihar | Villages in Sakra Block of Muzaffarpur wears a deserted look as people avoid going out on streets amid #COVID19 pandemic. Sarpanch says that 36 deaths have occurred in 27 days here due to cough and cold. (18.05.2021) pic.twitter.com/EHMsTjAt8z
— ANI (@ANI) May 19, 2021