Corona Cases Lockdown News: ফের ২ লক্ষ ছাড়াল দৈনিক আক্রান্তের সংখ্যা, ২০ কোটির গণ্ডি পার করল টিকাকরণ

| Edited By: | Updated on: May 27, 2021 | 12:00 AM

কালোবাজারি রুখতে দিল্লি সরকারের তরফে অক্সিজেন সিলিন্ডার সরবরাহের মূল্য বেঁধে দেওয়া হল। অন্যদিকে অসমে ৫ জুন অবধি বাড়ল কার্ফুর মেয়াদ।

Corona Cases Lockdown News: ফের ২ লক্ষ ছাড়াল দৈনিক আক্রান্তের সংখ্যা, ২০ কোটির গণ্ডি পার করল টিকাকরণ
ছবি: পিটিআই

ফের দুই লক্ষের ঘরে দৈনিক আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৮ হাজার ৯২১ জন। একদিনে মৃত্যু হয়েছে ৪ হাজার ১৫৭ জনের। অন্যদিকে কিছুটা কমেছে সুস্থতার হারও। যেখানে বিগত কয়েকদিন ধরেই তিন লক্ষের বেশি মানুষ দৈনিক সুস্থ হয়ে উঠছিলেন, সেখানে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উটেছেন ২ লক্ষ ৯৫ হাজার ৯৫৫ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ কোটি ৭১ লক্ষ ৫৭ হাজার ৭৯৫-এ। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৪৩ লক্ষ ৫০ হাজার ৮১৬ জন। মোট মৃত্যু হয়েছে ৩ লক্ষ ১১ হাজার ৩৮৮ জনের। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ২৪ লক্ষ ৯৫ হাজার ৫৯১।

গতকালই দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ লক্ষ ৯৬ হাজার ৪২৭। দীর্ঘ ৪০ দিন পর দৈনিক আক্রান্তের সংখ্যা ২ লক্ষের নীচে নেমেছিল। করোনায় সর্বাধিক প্রভাবিত রাজ্যগুলির মধ্যে কর্নাটকে আক্রান্তের সংখ্যা কমলেও লকডাউন প্রত্যাহার বা নিয়ম শিথিল করতে রাজি নয় রাজ্য প্রশাসন। এর আগে দিল্লি সরকারের তরফেও এখনই লকডাউন প্রত্যাহার করতে অস্বীকার করা হয়। করোনা সংক্রান্ত যাবতীয় আপডেট দেখে নিন একনজরে-

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 26 May 2021 08:10 PM (IST)

    হাসপাতালে মানা হচ্ছে না কোভিড বিধি, পরিদর্শনে এসে প্রশাসনিক কর্তাদের ধমক দিলেন মন্ত্রী

    BULU CHIK BARAIK

    হাসপাতাল পরিদর্শনে মন্ত্রী, নিজস্ব চিত্র

    জলপাইগুড়ি: রাজ্যে করোনা সংক্রমণ রুখতে একদিকে যেমন টিকাকরণে (Vaccination) জোর দেওয়া হচ্ছে, তেমনই তেমনই দিনভর পরিষেবা সচল রাখতে কড়া নজরদারি প্রশাসনের। বুধবার, মন্ত্রী হওয়ার পর প্রথমবার হাসপাতাল পরিদর্শনে এসে যদিও সম্পূর্ণ অন্য ছবি দেখলেন অনগ্রসর শ্রেণি কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দফতরের স্বাধীন দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী বুলু চিক বড়াইক (Bulu Chik Baraik)। ধুপগুড়ি হাসপাতাল পরিদর্শনে এসে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। হাসপাতাল চত্বরে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। টিকাপ্রাপকদের মধ্যেও কোনও সামাজিক দূরত্ব নেই। পরিস্থিতি দেখে ব্লক স্বাস্থ্য আধিকারিক ও  ধুপগুড়ি থানার আইসিকে রীতিমতো ধমকও দেন মন্ত্রী। এদিন, মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ধূপগুড়ির প্রাক্তন বিধায়ক মিতালী রায়, পুরসভার চেয়ারপার্সন ভারতী বর্মন, ধূপগুড়ি পুরসভার ভাইস-চেয়ারম্যান রাজেশ কুমার সিং, ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা, ভার প্রাপ্ত ব্লক স্বাস্থ্য আধিকারিক ড. সুরজিত ঘোষ সহ অন্যান্যরা।

    বিস্তারিত পড়ুন: হাসপাতালে মানা হচ্ছে না কোভিড বিধি, পরিদর্শনে এসে প্রশাসনিক কর্তাদের ধমক দিলেন মন্ত্রী বুলু চিক বড়াইক

  • 26 May 2021 08:06 PM (IST)

    ভ্যাকসিন নিতে হুড়োহুড়ি! টিকাকরণ প্রক্রিয়াকে কেন্দ্র করে বিক্ষোভ ব্যবসায়ীদের

    BALURGHAT TRADERS' ASSOCIATION

    টিকা নিতে বিশৃঙ্খলা, নিজস্ব চিত্র

    দক্ষিণ দিনাজপুর: করোনা টিকা (COVID19 Vaccine) পেতে উপচে পড়া ভিড় ব্যবসায়ীদের। কে আগে ভ্যাকসিন নেবে তাই নিয়ে রীতিমতো হুলস্থুল পড়ে গেল টিকাকরণ কেন্দ্রে! মানা হল না কোভিডবিধি। টিকাকরণ প্রক্রিয়াকে কেন্দ্র করে এ হেন বিশৃঙ্খলার ছবি উঠে এল বালুরঘাট ব্যবসায়ী সমিতির টিকাকরণ কেন্দ্রে।

    বিস্তারিত পড়ুন: ভ্যাকসিন নিতে হুড়োহুড়ি, কোভিডবিধির জলাঞ্জলি! টিকাকরণ প্রক্রিয়াকে কেন্দ্র করে বিক্ষোভ ব্যবসায়ীদের

  • 26 May 2021 06:34 PM (IST)

    দেশে প্রথম প্রয়োগ সেই ‘ব্রহ্মাস্ত্র’ অ্যান্টিবডি ককটেলের

    করোনা অ্যান্টিবডি ককটেলে সেরে উঠেছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশেও করোনা ককটেলের প্রয়োগ হল। প্রথম করোনা এই অ্যান্টিবডি ককটেল পেলেন অশীতিপর এক করোনা আক্রান্ত। এ কথা জানিয়েছেন মেদান্তা হাসপাতালের চেয়ারম্যান ডঃ নরেশ তেহরান। তিনি জানিয়েছেন, অধিক কো-মর্বিডিটিযুক্ত ৮২ বছর বয়সী এক করোনা আক্রান্তের শরীরে মঙ্গলবারই প্রয়োগ করা হয়েছে করোনা অ্যান্টিবডি ককটেলের।

    বিস্তারিত পড়ুন: সেরে উঠেছিলেন ট্রাম্প, দেশে প্রথম প্রয়োগ সেই ‘ব্রহ্মাস্ত্র’ অ্যান্টিবডি ককটেলের

  • 26 May 2021 04:58 PM (IST)

    প্রথম ডোজ়ে কোভিশিল্ড, দ্বিতীয় ডোজ়ে কোভ্যাক্সিন পেলেন গ্রামবাসীরা

    প্রথম ডোজ় কোভিশিল্ড (Covishield) নিয়ে দ্বিতীয় ডোজ়ে কোভ্যাক্সিন (Covaxin) পেলেন গ্রামবাসীরা। উত্তর প্রদেশের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। নেপাল সীমান্ত ঘেঁষা একটি গ্রামে সরকারি হাসপাতালে টিকাকরণে এমনই গাফিলতির অভিযোগ উঠেছে। সিদ্ধার্থনগর জেলায় একটি সরকারি হাসপাতালে প্রায় ২০ জন এই দু’ধরনের টিকা পেয়েছেন বলে জানা গিয়েছে। যদিও আধিকারিকদের দাবি, টিকা নেওয়ার পর কোনও ব্যক্তির শরীরে বিরুপ প্রতিক্রিয়া দেখা যায়নি। পাশাপাশি আধিকারিকরা এ-ও জানিয়েছেন, যাঁরা এই ভুল টিকা দিয়েছেন সেই স্বাস্থ্যকর্মীদের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

    বিস্তারিত পড়ুন: মারাত্মক ভুল! প্রথম ডোজ়ে কোভিশিল্ড, দ্বিতীয় ডোজ়ে কোভ্যাক্সিন পেলেন গ্রামবাসীরা

  • 26 May 2021 11:00 AM (IST)

    বিহার গেলেই করোনা পরীক্ষা করাতে হবে পশ্চিমবঙ্গবাসীকে

    রাজ্যে করোনা সংক্রমণ বাড়তেই সতর্ক হল প্রতিবেশী রাজ্যগুলি। পশ্চিমবঙ্গ থেকে বিহারে আগত যাত্রীদের জন্য বাধ্যতামূলক করোনা পরীক্ষার নিয়ম জারি করল নীতীশ কুমারের সরকার। মঙ্গলবার বিহার সরকারের তরফে জানানো হয়, পশ্চিমবঙ্গ থেকে যে সমস্ত যাত্রীরাই ট্রেন বা বাসে বিহার আসছেন, তাঁদের করোনা পরীক্ষা করা বাধ্যতামূলক।

    বিস্তারিত পড়ুন: পশ্চিমবঙ্গ থেকে এলেই বাধ্যতামূলক করোনা পরীক্ষা, সংক্রমণ নিয়ন্ত্রণে নয়া নীতি নীতীশ সরকারের

  • 26 May 2021 10:40 AM (IST)

    সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে অনাথ ৫৭৭ শিশু

    করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউে অভিভাবকহীন হয়ে পড়েছে ৫৭৭ জন শিশু, কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের রিপোর্টে উঠে এল এমনই চাঞ্চল্যকর তথ্য। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি জানান, ১ এপ্রিল থেকে গত মঙ্গলবারের মধ্যে মোট ৫৭৭ জন শিশুর অনাথ হয়ে যাওয়ার তথ্য মিলেছে। কেন্দ্রের তরফে এই শিশুদের যাতে সবদিক থেকে দেখভাল করা হয়, সেই প্রচেষ্টাও করা হচ্ছে বলে জানান তিনি।

    বিস্তারিত পড়ুন: করোনার প্রকোপে চলতি বছরেই অভিভাবকহীন ৫৭৭ শিশু, সহায়তার আশ্বাস দিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি

  • 26 May 2021 10:37 AM (IST)

    অক্সিজেন সিলিন্ডার সরবরাহের মূল্য বেঁধে দিল দিল্লি সরকার

    করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে অক্সিজেন সংকট প্রকট হয়ে উঠছিল দিল্লি(Delhi)-তে। সেই সুযোগেই অক্সিজেন সরবরাহ ঘিরে শুরু হয়েছিল কালোবাজারি। আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে আসতেই অক্সিজেন সিলিন্ডার সরবরাহের মূল্য (Oxygen Cylinder Transportation Charge) ধার্য করে দিল দিল্লি সরকার।

    বিস্তারিত পড়ুন: করোনাকালে আরও কঠোর দিল্লি সরকার, বেঁধে দেওয়া হল অক্সিজেন সিলিন্ডার সরবরাহের মূল্যও

  • 26 May 2021 10:36 AM (IST)

    অসমে বাড়ল কার্ফুর মেয়াদ

    সংক্রমণের ভয়ে অসমে বাড়ল কার্ফুর মেয়াদ, দুপুর থেকেই বন্ধ থাকবে সমস্ত পরিষেবা

    রাজ্যে মাথাচাড়া দিয়ে উঠেছে করোনা সংক্রমণ, সেই কারণেই কার্ফু(Curfew)-র মেয়াদ বাড়াল অসম সরকার। অসমের শহরতলি ও গ্রামীণ অঞ্চলগুলিতে আগামী ৫ জুন অবধি কার্ফু জারি থাকবে। একইসঙ্গে কার্ফুর নিয়ম ও সময়সীমাতেও পরিবর্তন আনা হয়েছে। সন্ধে ছটার বদলে এ বার থেকে দুপুর দুটো থেকেই জারি হবে নৈশ কার্ফু (Night Curfew)।

    বিস্তারিত পড়ুন: সংক্রমণের ভয়ে অসমে বাড়ল কার্ফুর মেয়াদ, দুপুর থেকেই বন্ধ থাকবে সমস্ত পরিষেবা

  • 26 May 2021 10:23 AM (IST)

    সংক্রমণ কমলেও এখনই লকডাউন তুলতে নারাজ কর্নাটক সরকার

    করোনার ধাক্কা ধীরে ধীরে সামলে উঠছে কর্নাটক, কিন্তু চিন্তা বাড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের সংখ্যা। সেই কারণেই এখনই বিধিনিষেধ তুলতে নারাজ প্রশাসন। গত সপ্তাহ থেকেই ক্রমশ কমছে করোনা সংক্রমণের সংখ্যা। গত মঙ্গলবার রাজ্যে যেখানে আক্রান্তের সংখ্যা ছিল ২২ হাজার ৭৫৮। অন্যদিকে সেই তুলনায় সুস্থতার সংখ্যা ছিল ৩৮ হাজার ২২৪। ২২ হাজার আক্রান্তের মধ্যে বেঙ্গালুরুতেই আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ২৪৩।

    বিস্তারিত পডুন: লকডাউনের সুফলে কর্নাটকে নিম্নমুখী সংক্রমণ, তবুও ভয় বাড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস

  • 26 May 2021 10:20 AM (IST)

    আগামী বছরেই ভারতে আসছে মডার্না ও ফাইজ়ারের টিকা

    আগামী বছরেই ভারতে চলেছে মর্ডানা(Moderna)-র ভ্যাকসিন। একটি ডোজ় নিলেই তা করোনা প্রতিরোধে সক্ষম। ইতিমধ্যেই সিপলা সহ একাধিক সংস্থার সঙ্গে কথা হয়ে গিয়েছে। অন্যদিকে, চলতি বছরেই মার্কিন সংস্থা ফাইজ়ার (Pfizer) ভারতে পাঁচ কোটি ডোজ় পাঠাতে রাজি হয়েছে বলে সূত্রের খবর।

    বিস্তারিত পড়ুন: বিদেশী ভ্যাকসিন আমদানিতে জোর, আগামী বছরেই ভারতের বাজারে আসছে মডার্না ও ফাইজ়ারের টিকা

  • 26 May 2021 10:18 AM (IST)

    ২০ কোটির গণ্ডি পার করল দেশের টিকাকরণ

    করোনা টিকার বদলে দেওয়া হল জলাতঙ্কের টিকা! গুরুতর অসুস্থ ১ বৃদ্ধা

    চলতি বছরের শুরুতেই দেশজুড়ে শুরু হয়েছিল গণটিকাকরণ। পাঁচ মাসেই দেশে টিকা পেয়েছেন ২০ কোটিরও বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, এখনও অবধি দেশে ২০ কোটি ৬ লক্ষ ৬২ হাজার ৪৫৬ জন করোনা টিকা পেয়েছেন।

  • 26 May 2021 08:05 AM (IST)

    তেলঙ্গনায় একদিনে আক্রান্ত ৩ হাজার ৮২১

    তেলঙ্গনায় একদিনেই করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮২১ জন। মৃত্যু হয়েছে ২৩ জনের। অন্যদিকে, রাজ্যে একদিনেই সুস্থ হয়ে উঠেছেন ৪ হাজার ২৯৮।

Published On - May 26,2021 8:10 PM

Follow Us: