করোনাকালে আরও কঠোর দিল্লি সরকার, বেঁধে দেওয়া হল অক্সিজেন সিলিন্ডার সরবরাহের মূল্যও
কালোবাজারি রুখতে সম্প্রতি দিল্লি হাইকোর্টের তরফেও রাজ্য সরকারকে অক্সিজেন সিলিন্ডারের দাম নিয়ন্ত্রণের বিষয়ে নজর দিতে বলা হয়।
নয়া দিল্লি: করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে অক্সিজেন সংকট প্রকট হয়ে উঠছিল দিল্লি(Delhi)-তে। সেই সুযোগেই অক্সিজেন সরবরাহ ঘিরে শুরু হয়েছিল কালোবাজারি। আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে আসতেই অক্সিজেন সিলিন্ডার সরবরাহের মূল্য (Oxygen Cylinder Transportation Charge) ধার্য করে দিল দিল্লি সরকার।
মঙ্গলবার দিল্লি সরকার একটি নির্দেশিকা জারি করে জানায়, বি টাইপ অক্সিজেন সিলিন্ডার সরবরাহের জন্য ৫০ টাকা, ডি টাইপের জন্য ১৫০ টাকা ও জাম্বো টাইপ অক্সিজেন সিলিন্ডার সরবরাহের ক্ষেত্রে সর্বাধিক ২৫০ টাকা নেওয়া যাবে।
অন্যদিকে, গত বছরের ২৫ সেপ্টেম্বর থেকে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথোরিটির তরফে তরল মেডিক্যাল অক্সিজেনের দাম বেঁধে দেওয়া হয়েছিল। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর অবধি সেই মূল্যই কার্যকর থাকবে বলে জানিয়েছে দিল্লি সরকার।
এনপিপিএ-র তরফেই রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিতে অক্সিজেন সরবরাহের মূল্য ধার্য করে দেওয়ার অনুরোধ করা হয়েছিল প্রশাসনের কাছে। সেই নির্দেশ মেনেই দিল্লির ডেপুটি কমিশনারের অধীনে একটি কমিটি গঠন করা হয় এবং বিভিন্ন শহরে অক্সিজেন সরবরাহের মূল্য যাচাই করে একটি নির্দিষ্ট মূল্য বেঁধে দেওয়া হয়।
অন্যদিকে, সম্প্রতি দিল্লি হাইকোর্টের তরফেও রাজ্য সরকারকে অক্সিজেন সিলিন্ডারের দাম নিয়ন্ত্রণের বিষয়ে নজর দিতে বলা হয়েছে। আদালতের তরফে জানানো হয়েছে, জ্বালানি ও অন্যান্য প্রয়োজনীয় দিকগুলি নজরে রেখেই অক্সিজেন সিলিন্ডারের দাম বেঁধে দেওয়া উচিত। এতে একদিকে সিলিন্ডারের কালোবাজারিও রোখা সম্ভব হবে, অন্যদিকে রাজ্যের যেকোনও প্রান্তের বাসিন্দারা একই দামে অক্সিজেন সিলিন্ডার নিতে পারবে।
আরও পড়ুন: সংক্রমণের ভয়ে অসমে বাড়ল কার্ফুর মেয়াদ, দুপুর থেকেই বন্ধ থাকবে সমস্ত পরিষেবা