Corona Cases Lockdown News: স্বস্তি দিচ্ছে রাজ্যে করোনার নিম্নমুখী গ্রাফ, সক্রিয় রোগীর সংখ্যা ২০ হাজারের নীচে

সুমন মহাপাত্র | Edited By: সৈকত দাস

Jun 09, 2021 | 12:15 AM

দেশে এ দিন ৮৬ হাজার ৪৯৮ জন করোনা আক্রান্ত হওয়ার পর মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮৯ লক্ষ ৯৬ হাজার ৪৭৩-এ।

Corona Cases Lockdown News: স্বস্তি দিচ্ছে রাজ্যে করোনার নিম্নমুখী গ্রাফ, সক্রিয় রোগীর সংখ্যা ২০ হাজারের নীচে
ছবি- পিটিআই

Follow Us

নয়া দিল্লি: সোমবার ভ্যাকসিন নিয়ে নতুন নীতির কথা ঘোষণা করেন মোদী। তিনি জানান, এ বার বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে রাজ্যগুলিকে। আর মঙ্গলবার সেই সংক্রান্ত গাইডলাইন প্রকাশ করল কেন্দ্র। এ দিনই কেন্দ্রের তরফে ৪৪ কোটি ভ্যাকসিন অর্ডার দেওয়া হয়ছে।

‘লক্ষ’চ্যুত করোনা:

দেশে ২ মাসে এই প্রথম করোনা (COVID 19) আক্রান্তের সংখ্যা নামল ১ লক্ষের নীচে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ৪৯৮ জন। করোনাকে পরাজিত করে বাড়ি ফিরছেন আক্রান্তের সংখ্যার দ্বিগুণেরও বেশি, ১ লক্ষ ৮২ হাজার ২৮২ জন। মৃত্যু হয়েছে ২ হাজার ১২৩ জনের। একদিন আগে দেশে করোনা আক্রান্ত হয়েছিলেন ১ লক্ষ ৬৩৬ জন। সংক্রমণের কারণে মৃত্যু হয়েছিল ২ হাজার ৪২৭ জনের। করোনাকে জয় করে বাড়ি ফিরেছিলেন ১ লক্ষ ৭৪ হাজার ৩৯৯ জন।

দেশে এ দিন ৮৬ হাজার ৪৯৮ জন করোনা আক্রান্ত হওয়ার পর মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮৯ লক্ষ ৯৬ হাজার ৪৭৩-এ। মোট করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৭৩ লক্ষ ৪১ হাজার ৪৬২ জন। এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩ লক্ষ ৫১ হাজার ৩০৯ জন। এখন সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১৩ লক্ষের সামান্য বেশি। দেশে মোট করোনা টিকা পেয়েছেন ২৩ কোটিরও বেশি মানুষ। দেখতে থাকুন করোনার লাইভ আপডেট…

 

 

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 08 Jun 2021 08:21 PM (IST)

    স্বস্তি দিচ্ছে রাজ্যে করোনার নিম্নমুখী গ্রাফ, সক্রিয় রোগীর সংখ্যা ২০ হাজারের নীচে

    ঠিক একমাস ৪ দিন পর রাজ্যে দৈনিক মৃত্যুর সংখ্যা নামল ১০০-র নীচে। এর আগে গত ৩ মে শেষবার রাজ্যের দৈনিক মৃত্যু ছিল ১০০-র কম। ৪ মে থেকে দৈনিক মৃত্যুর হার বাড়তে বাড়তে একসময় তা ১৬০-এর উপর চলে গিয়েছিল। আজ, মঙ্গলবার অবশেষে তা নেমে এল তিন সংখ্যার নীচে। স্বস্তি দিয়ে কমেছে সংক্রমণও। পজিটিভিটির হার ১০ শতাংশের কমই রয়েছে।

    আরও পড়ুন: ৩৪ দিন পর রাজ্যের দৈনিক মৃত্যু নামল ১০০-র নীচে, আক্রান্ত সাড়ে ৫ হাজারের কম

    আরও পড়ুন: ৭ জেলায় নতুন করে মৃত্যু নেই, দেখে নিন আপনার জেলায় সংক্রমণের ছবিটা কেমন

     

  • 08 Jun 2021 07:07 PM (IST)

    প্রধানমন্ত্রীর ঘোষণার পরই ৪৪ কোটি ডোজ় ভ্যাকসিন অর্ডার দিল কেন্দ্র

    ভ্যাকসিন উৎপাদনকারী সংস্থাগুলির কাছে মোট ৪৪ কোটি ডোজ় ভ্যাকসিনের অর্ডার দিয়েছে কেন্দ্র। মঙ্গলবার এমনটা ঘোষণা হল কেন্দ্রের তরফে। সোমবার জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যগুলিকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা বলেন। আর তারপরই কেন্দ্র এই পরিমাণ ভ্যাকসিন অর্ডার দিয়েছে।

    বিস্তারিত পড়ুন: প্রধানমন্ত্রীর ঘোষণার পরই ৪৪ কোটি ডোজ় ভ্যাকসিন অর্ডার দিল কেন্দ্র


  • 08 Jun 2021 06:31 PM (IST)

    সপ্তাহান্তে এল না একটিও দেহ, বদলাচ্ছে দিল্লির ছবি

    বেশ কিছু দিন ধরেই সামনে আসছিল দিল্লির মর্মান্তিক সব ছবি। শেষকৃত্যের জায়গা পাওয়া যাচ্ছিল না মৃতদেহের ভিড়ে। অবশেষে আতঙ্ক কিছুটা কমছে। জানা গিয়েছে ইস্ট দিল্লির শ্মশানে সপ্তাহান্তে একটিও মৃতদেহের শেষকৃত্য হয়নি। সংক্রমণের সংখ্যাও কমেছে অনেকটাই।

  • 08 Jun 2021 02:22 PM (IST)

    ২১ জুন থেকে কার্যকর হবে ভ্যাকসিন নিয়ে নতুন নির্দেশিকা

    সোমবারই দেশের ভ্যাকসিন নীতিতে বেশ কিছু পরিবর্তনের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তারপরই কেন্দ্রের তরফ থেকে প্রকাশ করা হল টিকাকরণ সংক্রান্ত নতুন গাইডলাইন। আগামী ২১ জুন থেকে সেই নতুন নীতি কার্যকর হবে। রাজ্যগুলিকে জনসংখ্যার নিরিখে ভাগ করা হবে। এ ছাড়া, কোন রাজ্যে করোনা সংক্রমণের প্রাবল্য কত, টিকাকরণ কত দূর এগিয়েছে, এ সব দেখা হবে। কোনোভাবেই যাতে ভ্যাকসিন নষ্ট না হয় সে দিকেও নজর দেবে কেন্দ্র।

    বিস্তারিত পড়ুন: ২১ জুন থেকে কার্যকর হবে ভ্যাকসিন নিয়ে নতুন নির্দেশিকা, কী কী থাকছে গাইডলাইনে

  • 08 Jun 2021 01:14 PM (IST)

    ‘আমরা পাঁচ মিনিট বন্ধ করে দিলাম অক্সিজেন, দেখলাম কে মরে আর কে বাঁচে’

    দেশ জুড়ে করোনা সংক্রমণ কমেছে অনেকটাই। অক্সিজেনের অভাবও সামাল দেওয়া সম্ভব হয়েছে। তবে সেকেন্ড ওয়েভ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অক্সিজেনের যে অভাব দেখা দিয়েছিল, তার সামনে কার্যত অসহায় হয়ে পড়েছিল চিকিৎসা ব্যবস্থা। অনেক রাজ্যেই অক্সিজেন ছিল না পর্যাপ্ত। এমনকি হাসপাতালগুলিতে জবাব দিয়ে দিচ্ছিল রাজ্য সরকারও। এই অবস্থায় এক নজিরবিহীন সিদ্ধান্ত নেয় আগ্রার এক হাসপাতাল। অক্সিজেন বন্ধ করে চালানো হল ‘মক ড্রিল’। গত ২৭ এপ্রিল সেই ঘটনা ঘটে। সম্প্রতি এক অডিও ক্লিপে সামনে এসেছে সে দিনের ঘটনা। ঘটনা নিয়ে তদন্তের বার্তা দিয়েছে উত্তরপ্রদেশ সরকার।

    বিস্তারিত পড়ুন: ‘আমরা পাঁচ মিনিট বন্ধ করে দিলাম অক্সিজেন, দেখলাম কে মরে আর কে বাঁচে’

  • 08 Jun 2021 12:18 PM (IST)

    জব্দ হয়েছে করোনা! কার্ফু তুলে নিল উত্তর প্রদেশ

    সব জেলা থেকে করোনা কার্ফু তুলে নিল উত্তর প্রদেশ। তবে নৈশ কার্ফু জারি থাকবে বলেই জানিয়েছে যোগী আদিত্যনাথের অফিস।

  • 08 Jun 2021 09:34 AM (IST)

    উহান ল্যাব থেকে করোনা ছড়িয়ে পড়া সম্ভব

    ফাইল চিত্র

    উহানের ল্যাব থেকে করোনা (COVID 19) ছড়ানো সম্ভব। তদন্ত শেষে এই সিদ্ধান্তেই এসে পৌঁছেছে মার্কিন জাতীয় ল্যাবরেটরি। তাদের দাবি উহানের ল্যাব থেকে করোনা ছড়ানো সম্ভব। তবে এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন। মার্কিন জাতীয় ল্যাবেরটরির এই তথ্য ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নালে।

    বিস্তারিত পড়ুন: উহান ল্যাব থেকে করোনা ছড়িয়ে পড়া সম্ভব

  • 08 Jun 2021 09:33 AM (IST)

    করোনায় ধুঁকছে হোটেল

    ফাইল চিত্র

    দেশের হোটেল ব্যবসা কী হারে মার খাচ্ছে, তার আরও একটি জ্বলন্ত উাহরণ সামনে এল। বন্ধ হয়ে গেল মুম্বইয়ের অন্যতম পাঁচতারা হোটেল হায়াত রিজেন্সি (Hyatt Regency)। কর্তৃপক্ষ জানিয়েছে কর্মচারীদের বেতন দেওয়ার মতো টাকা নেই। তাই অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়েছে হায়াত। মুম্বই বিমানবন্দরের কাছে অবস্থিত এই হায়াত হোটেল।

    বিস্তারিত পড়ুন: বেতন দেওয়ার টাকা নেই, বন্ধ মুম্বইয়ের হায়াত রিজেন্সি

  • 08 Jun 2021 09:32 AM (IST)

    কোভিশিল্ডকেই মান্যতা সারা বিশ্বে

    ফাইল ছবি

    জি-৭ সামিটে ভ্যাকসিন পাসপোর্টের (Vaccine Passport) তীব্র বিরোধিতা করেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। উন্নয়নশীল দেশে অধিক হারে টিকাকরণ হয়নি। তাই ভ্যাকসিন পাসপোর্টে নীতিতে মত ছিল না দেশের। আন্তর্জাতিক চাপে আপাতত বকলমে সেই পথেই হাঁটতে হচ্ছে কেন্দ্রীয় সরকারকে। কেন্দ্র জানিয়েছে, বিদেশে শিক্ষা বা টোকিও অলিম্পিকের জন্য যেতে হলে পাসপোর্টের সঙ্গে কো-উইন সার্টিফিকেট লিঙ্ক করাতে হবে।

    বিস্তারিত পড়ুন: বিদেশে যেতে লাগবে কোভিশিল্ড, বকলমে ভ্যাকসিন পাসপোর্টেই কেন্দ্র

  • 08 Jun 2021 09:31 AM (IST)

    প্রধানমন্ত্রী টিকা নীতি বদলেছেন ১ জুন, ঘোষণা হল সাতে!

    ছবি- পিটিআই

    এই নিয়ে দ্বিতীয়বার টিকা নীতি বদলাল কেন্দ্র। ৭ জুন জাতির উদ্দেশে ভাষণ দিতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) সাফ জানিয়ে দিলেন, রাজ্যকে কোনও টিকা কিনতে হবে না। টিকা কিনে রাজ্যের হাতে তুলে দেবে কেন্দ্র। অর্থাৎ পয়লা মের আগে যেভাবে টিকাকরণ হচ্ছিল, সেই নীতিতে ফিরে গেল কেন্দ্র। সূত্রের খবর, নীতি বদলানোর এই সিদ্ধান্ত জুন মাসের ১ তারিখেই নিয়েছিলেন প্রধানমন্ত্রী।

    বিস্তারিত পড়ুন: প্রধানমন্ত্রী টিকা নীতি বদলেছেন ১ জুন, ঘোষণা হল সাতে: সূত্র