Corona Update Daily : পরপর দু’দিন কুড়ি হাজারের নীচে করোনা সংক্রমণ, মৃতের সংখ্যার নিরিখে শীর্ষে বাংলা
Corona Update Daily : পরপর দু'দিন কমল দেশে করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৫২৮ জন।
নয়া দিল্লি : বেশ কয়েকদিন ধরেই বাড়ছিল দেশে করোনা সংক্রমণ। ২০ হাজার পার করেছিল দৈনিক সংক্রমণ। চতুর্থ ঢেউয়ের আশঙ্কায় কপালে ভাঁজ পড়েছিল প্রশাসন, স্বাস্থ্য আধিকারিক থেকে শুরু করে আম জনতার। গতকাল থেকে সেই উদ্বেগ থেকে মিলেছে স্বস্তি। ধীরে ধীরে কমছে আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন, ১৫ হাজার ৫২৮ জন। গতকালের থেকে ১ হাজার ৪০৭ কম। গতকাল ১৬ হাজার ৯৩৫ জনের দেহে করোনার ভাইরাসের হদিশ মিলেছিল। এই নিয়ে পরপর দু’দিন ২০ হাজারের নীচে রইল করোনা আক্রান্তের সংখ্যা। কমেছে কোভিড আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ২৫ জন। যেখানে গতকাল মৃতের সংখ্যা ছিল ৫১। বর্তমানে দেশে সুস্থতার হার রয়েছে ৯৮.৪৭ শতাংশ।
বিভিন্ন রাজ্যের করোনা পরিস্থিতি :
গত ২৪ ঘণ্টায় সংক্রমণের শীর্ষে রয়েছে তামিলনাড়ু। গত ২৪ ঘণ্টায় সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ২২৩ জন। দ্বিতীয় স্থানে রয়েছে কেরল। সেখানে ২ হাজার ১৪৮ জনের দেহে করোনা ভাইরাসের হদিশ মিলেছে। আর সংক্রমণের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। গত ২৪ ঘণ্টায় সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৪৯ জন। মহারাষ্ট্রে প্রথমদিকে করোনা সংক্রমণের হার বেশি থাকলেও এখন তা অনেকটাই নিয়ন্ত্রণের মধ্য়ে। গত ২৪ ঘণ্টায় সেখানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১১১ জন। সংক্রমণের নিরিখে তৃতীয় স্থানে থাকলেও মৃতের সংখ্যার নিরিখে প্রথম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ।
পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি :
কয়েকদিন আগেই ৩ হাজার ছাড়িয়েছিল রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ। আবার নিয়ন্ত্রণে আসছে পরিস্থিতি। রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৪৯ জন। আর ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৬ জন।