ড্রাইভিং লাইসেন্স, প্যান, রেশন কার্ড সহ এই কাজগুলির জন্য এখন কোভিড টিকাকরণের সার্টিফিকেট হল জরুরী!

পরিবহণ কার্যালয়ে (RTO) ড্রাইভিং লাইসেন্স বানানোর বা নবীকরণ সহ অন্যান্য কাজের জন্য কোভিড সার্টিফিকেট দেখানো অনিবার্য করা হয়েছে। যদি কোনও ব্যক্তি করোনা টিকা না নিয়ে থাকেন, তাহলে তার কোনও কাজই আরটিও-তে হবে না।

ড্রাইভিং লাইসেন্স, প্যান, রেশন কার্ড সহ এই কাজগুলির জন্য এখন কোভিড টিকাকরণের সার্টিফিকেট হল জরুরী!
শিশুদের কতটা সুরক্ষা দেবে কোভ্যাক্সিন? প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Nov 05, 2021 | 5:29 PM

নতুন দিল্লি: দেশের সমস্ত নাগরিকদের কোভিড টিকাকরণ (Covid-19 Vaccination) করার জন্য সরকার এখন কড়া পদক্ষেপ নেওয়া শুরু করে দিয়েছে। দেশের কিছু রাজ্যে ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট এবং রেশন কার্ড সহ বেশকিছু জরুরী নথী তৈরির জন্য এখন কোভিড টিকাকরণ সার্টিফিকেট দেখানোর নিয়ম শুরু হয়ে গিয়েছে। উত্তর প্রদেশের গাজিয়াবাদে এখন —

এখন আপনাকে গাজিয়াবাদ পরিবহণ কার্যালয়ে কোভিড টিকাকরণ সার্টিফিকেট দেখানো বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। গাজিয়াবাদের আরটিও আধিকারীক বিশ্বজিৎ প্রতাপ সিংয়ের মোতাবেক, ‘এই ব্যাপারে জেলা প্রশাসনের তরফে কড়া মনোভাব দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। এটা মাথায় রেখেই এখন আরটিওর সমস্ত কর্মচারীদের বলা হয়েছে, তারা যেন কোভিড টিকাকরণের সার্টিফিকেট অবশ্যই নিরিক্ষণ করে। যদি কারও কাছে কোভিড টিকাকরণের সার্টিফিকেট না থাকে তাহলে তাঁর কাজ ততক্ষণ করা হবে না যতক্ষণ তিনি টিকাকরণ না করাবেন।’

প্রসঙ্গত এমন নির্দেশ এখন সেই সমস্ত বিভাগেও আসতে শুরু করেছে যেখানে নির্মান কার্য চলছে। বিশেষত নির্মাণ স্থলে, যেখানে শ্রমিকরা কাজ করছেন, সেখানে কাজ করা প্রত্যেক শ্রমিককে ভ্যাকসিন নেওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। গাজিয়াবাদে এখন সমস্ত নির্মাণ স্থলগুলির ইনচার্জকে হলমনামা দিতে হবে যে, সেখানে কাজ করা সমস্ত শ্রমিকের টিকাকরণ হয়ে গিয়েছে। দেশের বিভিন্ন রাজ্যে দোকানদার, ট্যাক্সি চালক, অটোচালকদের পাশাপাশি ঠেলাগাড়িতে জিনিসপত্র বিক্রেতাদের জন্য শর্ত রাখা হয়েছে যে তারা করোনা টিকাকরণ ছাড়া নিজেদের কাজ ফের শুরু করতে পারবেন না। এর জন্য পূ্র্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের বেশকিছু জেলায় নির্দেশও জারি করা হয়েছে। অন্যান্য কিছু রাজ্য, যেমন গুজরাট সরকারও এই ধরণের নির্দেশ দেওয়া হয়ছে।

কয়েক মাস আগেই গুজরাটের ১৮টি শহরে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে নির্দেশ দেওয়া হয়েছিল ৩০ জুনের মধ্যে নিজেদের কর্মচারীদের টিকাকরণ করিয়ে নিতে। এর সঙ্গেই বাকি শহর আর জেলাগুলিতেও গত ১০ জুলাইয়ের সময়সীমা নির্ধারিত করে দেওয়া হয়েছিল। সরকারি নির্দেশে বলা হয়েছিল এমনটা না করলে প্রতিষ্ঠানগুলিকে বন্ধ করে দেওয়া হবে।

আরও পড়ুন: Kashmir: জওয়ানদের তৎপরতায় ভেস্তে গেল জঙ্গিদের হাসপাতালে হামলার ছক