AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দেশে মৃত্যু ০.০০০২ শতাংশ টিকা প্রাপকের, ‘ভয় নেই’ আশ্বাস কেন্দ্রের

সাড়ে ২৩ কোটি ডোজ় প্রাপকদের মধ্যে প্রাণ হারিয়েছেন স্রেফ ০.০০০২ শতাংশ।

দেশে মৃত্যু ০.০০০২ শতাংশ টিকা প্রাপকের, 'ভয় নেই' আশ্বাস কেন্দ্রের
ফাইল চিত্র
| Updated on: Jun 16, 2021 | 12:14 PM
Share

নয়া দিল্লি: দেশে ভ্যাকসিন (COVID Vaccine) নিয়ে একাধিক গুজব ছড়াচ্ছে। তাই ভুলবশতও যেন মানুষের মনে বিভ্রান্তি না তৈরি হয়, তা নিশ্চিত করতে ভ্যাকসিন নেওয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়া সংক্রান্ত পরিসংখ্যান সকলের সামনে তুলে ধরেছে কেন্দ্র। যেখানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সাফ জানিয়েছে, ভ্যাকসিন নেওয়ার পর মৃত্যু হলেই তাকে টিকার ফলে মৃত্যু ধরে নেওয়া চলবে না। মৃত্যুর কারণ খতিয়ে দেখেই তাকে ভ্যাকসিনের প্রভাবে মৃত্যু বলে ধরা হবে। সেই মতো সরকারি প্যানেল আগেই জানিয়েছে, ভ্য়াকসিন নিয়ে দেশে এপর্যন্ত স্রেফ ১ জনের মৃত্যু হয়েছে।

অর্থাৎ সাড়ে ২৩ কোটি ডোজ় প্রাপকদের মধ্যে প্রাণ হারিয়েছেন স্রেফ ০.০০০২ শতাংশ। একাধিক রিপোর্ট অনুযায়ী, ভ্যাকসিন নেওয়ার পর এ পর্যন্ত ৪৮৮ জন প্রাণ হারিয়েছেন। যদিও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দাবি, এই রিপোর্টগুলি অসম্পূর্ণ। কেন্দ্রের এএফএফআই (AFFI) বা ‘অ্যাডভার্স ইভেন্টস ফলোয়িং ইমিউনাইজেশন’ রিপোর্টে দেখা যাচ্ছে মোট ৩১ জনের শরীরে গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। তার মধ্যে একজনের মৃত্যুও হয়েছে। জানা গিয়েছে ওই ব্যক্তি গত ৮ মার্চ ভ্যাকসিন নিয়েছিলেন। তারপরই অ্যানাফিল্যাক্সিসে মৃত্যু হয়েছে তাঁর। এএফএফআই কমিটির চেয়ারম্যান ড. এনকে অরোরা জানিয়েছেন, ‘ভ্যাকসিন নেওয়ার অ্যানাফিল্যাক্সিসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা এই প্রথম।

নীতি আয়োগের সদস্য ডঃ ভিকে পাল জানিয়েছেন, প্রত্যেক ভ্যাকসিনেরই একটা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। বিবৃতিতে কেন্দ্র জানিয়েছে, করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হচ্ছে স্রেফ ১ শতাংশ মানুষের। ভ্যাকসিন নিলে সেই মৃত্যুও রোখা সম্ভব। তাই করোনায় ১ শতাংশ মৃত্যুর কাছে ০.০০০২ শতাংশ কিছুই নয়। প্রসঙ্গত, ভ্যাকসিন নিলে মাথা ব্য়থা, সামান্য জ্বর ও গায়ে-হাতে ব্যথা থাকে। যা সাময়িক। তাই বারবার চিকিৎসকরা ভ্যাকসিন নেওয়ার জন্য উৎসাহ দিচ্ছেন।

আরও পড়ুন: ‘লং কোভিডে’ ভুগছেন উপসর্গহীন রোগীরা, ১ মাস বাদেও থাকছে মৃত্যুর সম্ভাবনা, দাবি গবেষণায়