School Reopen: ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেই খুলছে স্কুল, ‘সংক্রমণ নিয়ন্ত্রণে’, আর অনলাইন ক্লাস নয়

Covid19: কমানো হচ্ছে রাত্রিকালীন বিধিনিষেধও। রাত ১১ টা থেকে ভোর ৫টা অবধি নাইট কার্ফু থাকবে।

School Reopen: ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেই খুলছে স্কুল, 'সংক্রমণ নিয়ন্ত্রণে', আর অনলাইন ক্লাস নয়
দিল্লিতে খুলছে স্কুল। ফাইল ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 04, 2022 | 3:59 PM

নয়া দিল্লি: নিয়ন্ত্রণে এসেছে দিল্লির করোনা সংক্রমণ (Covid-19)। ফের স্বাভাবিক ছন্দে ফিরছে জনজীবন। তালা খুলছে বিভিন্ন ক্ষেত্রে। স্কুল, কলেজ, প্রাইভেট টিউশনের প্রতিষ্ঠানগুলি সোমবার থেকেই খুলে দেওয়া হচ্ছে রাজধানীতে। শুক্রবার এক বৈঠকের পর এমনটাই জানালেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia)। এদিন দিল্লি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (DDMA) একটি বৈঠক করে। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মণীশ সিসোদিয়া জানান, দিল্লিতে এখন করোনা সংক্রমণ যেহেতু নিয়ন্ত্রণে আছে, তাই ডিডিএমএ (DDMA) বৈঠকে সাতটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৭ ফেব্রুয়ারি থেকে নবম শ্রেণি-দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল খোলা হবে। অন্যদিকে নার্সারি থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের জন্য স্কুল খোলা হবে ১৪ ফেব্রুয়ারি থেকে। একইসঙ্গে তিনি জানান, সমস্ত শিক্ষকদের টিকা দেওয়া হবে। একইসঙ্গে এদিনের বৈঠকে ঠিক হয়েছে, ৭ ফেব্রুয়ারি থেকে দিল্লির সমস্ত কলেজ খুলে যাবে। শুধুমাত্র অফলাইনেই পড়াশোনা হবে এবার থেকে। খুলবে কোচিং সেন্টারগুলিও।

কমানো হচ্ছে রাত্রিকালীন বিধিনিষেধও। রাত ১১ টা থেকে ভোর ৫টা অবধি নাইট কার্ফু থাকবে। আগে রাত ১০টা থেকেই রাত্রিকালীন বিধিনিষেধ শুরু হয়ে যেত। রাত ১১টা অবধি খোলা থাকবে রেস্তোরাঁ। ১০০ শতাংশ কর্মী নিয়ে চালু থাকবে অফিসগুলি। সমস্ত জিম, স্পা, সাঁতারের স্কুল খুলে যাবে। এবার থেকে গাড়িতে একজন থাকলে মাস্ক পরে থাকা অত্যাবশ্যক নয়।

স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, শুক্রবার দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১,৪৯,৩৯৪ জন। বৃহস্পতিবারের তুলনায় যা ১৩ শতাংশ কম। সুস্থ হয়েছেন ২,৪৬,৬৭৪ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০৭২ জনের। এখনও অবধি মোট টিকাকরণ হয়েছে ১৬৮.৪৭ কোটি।

দেখুন বাঙালিয়ানা:

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা