Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

তালা খুলছে রাজধানীর, কোন ক্ষেত্রে ছাড়, কোথায় বিধি-নিষেধ?

আগামী ১ সপ্তাহ ট্রায়াল চলবে আনলকের। যেখানে খোলা থাকবে সব দোকান ও রেস্তরাঁ।

তালা খুলছে রাজধানীর, কোন ক্ষেত্রে ছাড়, কোথায় বিধি-নিষেধ?
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Jun 13, 2021 | 1:23 PM

নয়া দিল্লি: গত ২৪ ঘণ্টায় দিল্লিতে (New Delhi) করোনা আক্রান্ত হয়েছেন ২১৩ জন। যা মাস দুয়েক আগেই ছিল ২৩ হাজারেরও বেশি। দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা হ্রাস হওয়ায় এ বার আনলক হচ্ছে রাজধানী। এর আগে জোড়-বিজোড় নীতিতে দোকানপাট খুলেছিল দিল্লিতে। এ বার সেই নিয়মের বেড়াজাল শেষ হতে চলেছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল জানিয়েছেন, আগামী ১ সপ্তাহ ট্রায়াল চলবে আনলকের। যেখানে খোলা থাকবে সব দোকান ও রেস্তরাঁ। সোমবার থেকেই কার্যকরী হচ্ছে এই নিয়ম।

কেজরীবাল জানিয়েছেন, সকাল ১০টা থেকে সন্ধেয় ৮টা পর্যন্ত দোকান খোলা থাকবে। ৫০ শতাংশ আসন নিয়ে খুলবে রেস্তরাঁ। ৫০ শতাংশ ব্যবসায়ীদের নিয়ে খুলবে সাপ্তাহিক বাজার। তবে প্রতি পুরসভায় প্রতিদিন স্রেফ একটাই বাজার খুলতে পারবে। ধর্মীয় স্থান খোলাতেও সবুজ সঙ্কেত দিয়েছেন কেজরীবাল। কিন্তু কোনও ভক্ত ধর্মীয় স্থানে প্রবেশ করতে পারবেন না।

কী কী পরিষেবা চালু হল, দেখে নেওয়া যাক এক নজরে-

১. খোলা থাকবে শপিং মল।

২. অত্যাবশ্যকীয় পণ্য ও ওষুধের দোকানগুলি সারাদিনই খোলা রাখা যাবে।

৩. এর আগের আনলকে নির্দেশিকায় ৫০ শতাংশ কর্মী নিয়ে বেসরকারি কর্ম প্রতিষ্ঠানগুলি খোলার নির্দেশ দিয়েছিলেন কেজরীবাল। তবে যাদের পক্ষে বাড়িতে বসেই কাজ করা সম্ভব, তাদের আপাতত ওয়ার্ক ফ্রম হোমের সুবিধাই চালু রাখার অনুরোধ করা হয়েছে।

৪. সরকারি অফিসগুলির ক্ষেত্রে উচুস্তরের কর্মীরা সপ্তাহের প্রতিদিনই কাজ করতে পারবেন, কিন্তু তাদের অধীনে কর্মচারীদের কেবল ৫০ শতাংশই কাজ করবে।

৫. চালু হচ্ছে দিল্লির মেট্রো পরিষেবাও। তবে এক্ষেত্রেও কেবল ৫০ শতাংশ যাত্রী পরিবহনে অনুমতি দেওয়া হয়েছে।

৬. অনলাইনে পণ্য ডেলিভারি চালু হয়েছে।

কোথায় বিধি-নিষেধ?

১. শিক্ষাপ্রতিষ্ঠান আপাতত বন্ধ।

২. রাজনৈতিক ও ধর্মীয় জমায়েতে নিষেধাজ্ঞা।

৩. সুইমিং পুল, জিম ও পার্ক বন্ধ।

৪. বিয়েবাড়িতে সর্বোচ্চ ২০ জন থাকতে পারবেন।

৫.৫০ শতাংশ আসন নিয়ে গণপরিবহণ।

আরও পড়ুন: প্রয়োজন ১৬ কোটির ওষুধ, ৩ বছরের একরত্তির পাশে ৬২ হাজার মানুষ