Traffic Rule Violation: সাবধান! ট্রাফিক নিয়ম ভাঙলেই খবর যাবে অফিসে

জ্যাম থেকে বেরতে তাই অনেকেই ট্রাফিক নিয়ম লঙ্ঘন করেছেন বলে অভিযোগ। অনেকেই ভুল দিকে গাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। কেউ আবার সিগন্যালও মানছেন না। এই প্রবণতা রুখতে বেঙ্গালুরুর ট্রাফিক পুলিশ নতুন ঘোষণা করেছিল। যে ব্যক্তি ট্রাফিক আইন ভঙ্গ করবেন, তাঁকে জরিমানা করার পাশাপাশি তাঁর অফিসেও খবর দেবে পুলিশ।

Traffic Rule Violation: সাবধান! ট্রাফিক নিয়ম ভাঙলেই খবর যাবে অফিসে
ফাইল ছবিImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Dec 22, 2023 | 3:25 PM

বেঙ্গালুরুর ট্রাফিক জ্যাম পরিস্থিতি দিনে দিনে ভয়ঙ্কর হয়ে উঠছে। জ্যাম থেকে বেরতে তাই অনেকেই ট্রাফিক নিয়ম লঙ্ঘন করেছেন বলে অভিযোগ। অনেকেই ভুল দিকে গাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। কেউ আবার সিগন্যালও মানছেন না। এই প্রবণতা রুখতে বেঙ্গালুরুর ট্রাফিক পুলিশ নতুন ঘোষণা করেছিল। যে ব্যক্তি ট্রাফিক আইন ভঙ্গ করবেন, তাঁকে জরিমানা করার পাশাপাশি তাঁর অফিসেও খবর দেবে পুলিশ। কিন্তু এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনাও হচ্ছি বিস্তর। চাকরিজীবী থেকে বিভিন্ন সংস্থা বেঙ্গালুরুর ট্রাফিক পুলিশের ঘোষণায় খুশি নন। এ নিয়ে নিজেদের মতামতও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন তাঁরা।

রাস্তায় কেউ নিয়ম ভাঙলে তার রেশ কেন অফিসে যাবে। এই প্রশ্ন তুলেছেন অধিকাংশ কর্মীই। আবার বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা প্রশ্ন তুলেছেন, অফিসের বাইরে কোনও কর্মীর কী করছেন, তার দায় অফিস কেন নিতে যাবে? প্রশান্ত জৈন নামের এই এক্স ব্যবহারকারী লিখেছেন, “কেন বাবা-মাকে ফোন করবে না? বাবা-মা, শ্বশুরবাড়ি, পরিচারিকা, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সবাইকেই জানানো উচিত। এটা কী সত্যিই কোনও নিয়ম!” অপর এক জন লিখেছেন, “কর্মীর এই তথ্য জেনে সংস্থা কী করবে? এটা একটা সংস্থা। আমরা আমাদের কর্মীদের মালিক নই। সংস্থার প্রতিনিধি হিসাবে আমি একেবারেই এই সিদ্ধান্তের সঙ্গে একমত নই। এমনকি কোনও পরিনতবয়স্ক সন্তানের দায়িত্বও পিতা-মাতা সব সময় নিতে পারে না।”

তবে কেউ কেউ আবার এই সিদ্ধান্তের পাশেও দাঁড়িয়েছেন। অনিল কে নামের এক্স ব্যবহারকারী লিখেছেন, “যদিও এ নিয়ে কোনও সংস্থাই কোনও ব্যবহার নেবে না। কিন্তু তাও এটি একটি ভাল উদ্যোগ।” অপর এক জন লিখেছেন, “আমিও এই উদ্যোগকে সাধুবাদ জানাই। ট্রাফিক আইন ভঙ্গকারীদের চিহ্নিত হওয়া দরকার।”