Sehgal Hossain: সায়গলের ১,৫৮,৪৭,৪৯০ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ED

Sehgal Hossain: মুর্শিদাবাদের বাসিন্দা সায়গল হোসেন দীর্ঘদিন ধরেই বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর কাজ করেছেন।

Sehgal Hossain: সায়গলের ১,৫৮,৪৭,৪৯০ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ED
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Dec 06, 2022 | 10:42 PM

নয়া দিল্লি : গরু পাচার মামলায় অনেক দিন আগেই কেন্দ্রীয় সংস্থার জালে ধরা পড়েছেন বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন (Sehgal Hossain)। কনস্টেবলের চাকরি করা সায়গলের কোটি কোটি টাকার সম্পত্তি দেখে তাজ্জব হয়ে গিয়েছিল সিবিআই। একজন সাধারণ সরকারি কর্মীর পক্ষে এভাবে একের পর এক জমি কেনা সম্ভব কি না, কী ভাবেই বা সম্ভব হল? তা নিয়ে প্রশ্ন ওঠে। এবার সেই সায়গলের দেড় কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি (ED) তদন্তের স্বার্থে সায়গলকে দিল্লি নিয়ে যাওয়ার পর বর্তমানে তিহার জেলে রয়েছেন তিনি। মঙ্গলবারই তাঁর ১ কোটি ৫৮ লক্ষ ৪৭ হাজার ৪৯০ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার কথা টুইটে জানাল ইডি।

মুর্শিদাবাদের বাসিন্দা সায়গল হোসেন দীর্ঘদিন ধরেই বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর কাজ করেছেন। সেই সময় অনুব্রতর হয়ে তিনি গরু পাচারের টাকা নিতেন বলে অভিযোগ ওঠে। সিবিআই তাদের চার্জশিটেও এ কথা উল্লেখ করেছিল। কর্মসূত্রে দীর্ঘদিন ধরে বীরভূমে থাকলেও মুর্শিদাবাদে রয়েছে সায়গলের পেল্লায় বাড়ি। একাধিক জমি কিনেছিলেন বলেও জানা যায়। এই টাকার সঙ্গে সম্পত্তির সঙ্গে গরু পাচারের টাকার যোগ আছে কি না, তা জানতে মরিয়া হয়ে ওঠেন তদন্তকারী আধিকারিকরা।

প্রথমে সিবিআই তাঁকে গ্রেফতার করার পর আসানসোলের জেলে ছিলেন সায়গল। এরপরই তাঁকে হেফাজতে নেওয়ার আবেদন করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আদালত সেই অনুমতি দেওয়ায় তাঁকে আসানসোল থেকে দিল্লি নিয়ে যাওয়া হয়। আপাতত জেল হেফাজতেই রয়েছেন তিনি।

সূত্রের খবর, শুধু সায়গলের নামে নয়, তাঁর আত্মীয়-পরিজনদের নামেও বিপুল সম্পত্তির হদিশ পেয়েছেন গোয়েন্দারা, যা রীতিমতো সন্দেহে উদ্রেক করে। সেই কারণে একাধিকবার তলব করা হয়েছে সায়গলের স্ত্রী ও মা-কেও। গরু পাচারের সঙ্গে সায়গলের যোগ কতটা, তা খতিয়ে দেখতে তদন্ত করছে ইডি। ইতিমধ্যেই অনুব্রতকেও জেরা করেছে ইডি। তাঁকে দিল্লি নিয়ে যাওয়া হতে পারে, এমন সম্ভাবনাও তৈরি হয়েছে।