Election Commission on Freebies: খয়রাতির রাজনীতি বন্ধ করতে বদলাতে পারে ‘মডেল কোড অব কনডাক্ট’, সব দলগুলিকে চিঠি দিল কমিশন

Election Commission on Freebies: নির্বাচন কমিশন মনে করছে, মুখে বললেই হল না, ভোটের দিন ঘোষণার সঙ্গে সঙ্গে যে নির্বাচনি বিধি লাগু হয়, তাতে পরিবর্তন আনা জরুরি।

Election Commission on Freebies: খয়রাতির রাজনীতি বন্ধ করতে বদলাতে পারে 'মডেল কোড অব কনডাক্ট', সব দলগুলিকে চিঠি দিল কমিশন
Follow Us:
| Edited By: | Updated on: Oct 07, 2022 | 12:52 PM

নয়া দিল্লি: দাতব্য রাজনীতি এর আগে দেউলিয়া করেছে পড়শি দেশ শ্রীলঙ্কাকে। কিছুটা হলেও ধাক্কা খেয়েছে বাংলাদেশও। পশ্চিমবঙ্গের আর্থিক অবস্থা নিয়েও কটাক্ষ করে থাকেন বিরোধীরা। দাতব্য রাজনীতি অর্থাৎ মানুষকে বিনামূল্যে পণ্য দিতে গিয়ে সরকারি কর্মীদের ডিএ পর্যন্ত দেওয়া যায়নি, এমন অভিযোগও উঠেছে বাংলায়। এবার তাই ময়দানে নির্বাচন কমিশন। তাদের বক্তব্য, প্রতিশ্রুতি দিলেই হবে না। রাজ্যের কোষাগারে কত টাকা আছে? প্রতিশ্রুতি পূরণ করতে কত টাকা লাগবে? আর তারপর বাকি কাজের জন্য কী বাঁচবে? তা রাজনৈতিক দলগুলোকে বলতে হবে। নির্বাচনি বিধিতে পরিবর্তন আনার কথাও ভাবছে কমিশন। আর তাতেই চাপ বাড়ছে অনেক রাজনৈতিক দলের।

নির্বাচন কমিশন মনে করছে, মুখে বললেই হল না, ভোটের দিন ঘোষণার সঙ্গে সঙ্গে যে নির্বাচনি বিধি লাগু হয়, তাতে পরিবর্তন আনা জরুরি। এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলির কী মতামত, তা জানতে চাওয়া হয়েছে। সব জাতীয় ও আঞ্চলিক দলগুলিকে চিঠি লিখেছে কমিশন। আগামী ১৯ অক্টোবর অর্থাৎ কালীপুজোর আগে তার জবাবও দিতে হবে।

TV9 বাংলা জানতে পেরেছে সেই চিঠিতে কড়া ভাষায় কমিশন লিখেছে, “এই প্রবণতার জন্য রাজনৈতিক দলগুলি প্রতিযোগিতামূলক নির্বাচনি প্রতিশ্রুতিতে লিপ্ত হয়েছে।”

এর কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এই বিষয়ে কথা বলেন। আর তারপর কমিশনের তরফ থেকে দেওয়া এই চিঠি নিয়ে আপত্তি জানিয়েছে বিরোধীরা। ইতিমধ্যেই রাষ্ট্রীয় জনতা দলের পক্ষে চিঠি লিখে মনোজ ভার্মা আপত্তি জানিয়েছেন। কিন্তু বিষয়টি যেহেতু সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে, তাই দলগুলিও রাজনীতিকরণের অভিযোগ তুলতে পারছেন না সহজে।

সূত্রের দাবি, সাম্প্রতিক এক বৈঠকে যেখানে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ছিলেন, সেখানে নাকি বলা হয় কমিশন নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারে না, যখন রাজনৈতিক দলগুলি যা খুশি প্রতিশ্রুতি দেওয়ার দৌড়ে নামে। বিধিতে এমন পরিবর্তন আনা হতে পারে, যাতে কোনও দল বিনামূল্যে কিছু দেওয়ার প্রতিশ্রুতি দিলে, সেই সঙ্গে কোষাগার সম্পর্কিত তথ্যও পেশ করতে হবে।

সব দলগুলি এ ব্যাপারে কী জবাব দেয়, সেটাই এখন দেখার। উল্লেখ্য, আম আদমি পার্টি গুজরাটে গিয়ে বিনামূল্যে বিদ্যুতের মত প্রতিশ্রুতি দিয়ে বেড়াচ্ছে।