D Y Chandrachud: ‘আপনাকে দেখতে রাহুল দ্রাবিড়ের মতো’, হেসেই গড়িয়ে পড়লেন প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড়
D Y Chandrachud: তাঁর পছন্দের ক্রিকেটার কে, এই প্রশ্ন করা হলে প্রাক্তন প্রধান বিচারপতি বলেন, "বর্তমান সময়ে যাঁরা খেলেন, তাঁদের মধ্যে পছন্দের ক্রিকেটার হলেন বিরাট কোহলি ও যশপ্রীত বুমরাহ।"
নয়া দিল্লি: সদ্য অবসর নিয়েছেন তিনি। চেয়ারে থাকাকালীন একের পর এক গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। বিশেষত সমকামিতা থেকে শুরু করে তিন তালাক বা সবরীমালা, একাধিক উল্লেখযোগ্য মামলায় তিনি রায় দিয়েছেন তাঁর কর্মজীবনে। বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন প্রধান বিচারপতি অনেক সময় ক্রিকেটের উদাহরণ তুলে ধরেছেন। অবসরের পর সামনে আনলেন তাঁর ক্রীড়া-প্রেমের কথা।
সম্প্রতি এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড় জানান, কাজের জন্য সেভাবে খেলাধুলা করা হয়নি কখনও। এখন বয়স বেড়ে গিয়েছে, তাই আর খেলা সম্ভব নয়। তবে ক্রিকেট তিনি বরাবরই ভালবাসেন। প্রাক্তন প্রধান বিচারপতি জানান, কাজ থাকলে সবসময় খেলা দেখার সুযোগ হয় না ঠিকই, তবে রাতে বাড়ি ফিরে অন্তত কয়েক মিনিটে হাইলাইট দেখার চেষ্টা করেন।
অশ্বিন বা বিরাট কোহলি কেমন খেললেন, তা দেখতে কখনও ভোলেননা তিনি। তাঁর পছন্দের ক্রিকেটার কে, এই প্রশ্ন করা হলে প্রাক্তন প্রধান বিচারপতি বলেন, “বর্তমান সময়ে যাঁরা খেলেন, তাঁদের মধ্যে পছন্দের ক্রিকেটার হলেন বিরাট কোহলি ও যশপ্রীত বুমরাহ।” আর আগে যাঁরা খেলতেন তাঁদের মধ্যে প্রাক্তন প্রধান বিচারপতির পছন্দ ছিল রাহুল দ্রাবিড়কে। তাঁকে ‘স্টেবল’ ও ‘সলিড’ বলেও উল্লেখ করেন তিনি
এরপরই প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে সাংবাদিক বলেন, আপনাকে তো রাহুল দ্রাবিড়ের মতোই দেখতে। এ কথা শুনে হেসে গড়িয়ে যান তিনি। তবে এই সাক্ষাৎকারেই বোঝা যায়, ক্রিকেটের প্রতি ভালবাসা বেশি বলেই তিনি কথায় কথায় উদাহরণ দেন।