Rapist Father: মেয়েদের দিনের পর দিন ‘ধর্ষণ’, মায়েদের অভিযোগে গ্রেফতার ২ বাবা

Minor Rape: জন্মদাতা বাবাও পাশবিক রূপ ধারণ করে নারকীয় অত্যাচার চালাতে, তা বোধহয় স্বপ্নেও ভাবতে পারে না কোনও নাবালিকা কিশোরী। কিন্তু কয়েক দিন ব্য়বধানে এ রকই ২টি ঘটনা সামনে এসেছে।

Rapist Father: মেয়েদের দিনের পর দিন ‘ধর্ষণ’, মায়েদের অভিযোগে গ্রেফতার ২ বাবা
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: May 30, 2022 | 10:00 AM

পুণে: শুধু রাস্তা ঘাট নয়, নিজের বাড়িতেও নিরাপদ নয় মেয়েরা। জন্মদাতা বাবাও পাশবিক রূপ ধারণ করে নারকীয় অত্যাচার চালাতে, তা বোধহয় স্বপ্নেও ভাবতে পারে না কোনও নাবালিকা কিশোরী। কিন্তু কয়েক দিন ব্য়বধানে এ রকই ২টি ঘটনা সামনে এসেছে মহারাষ্ট্রের পুণেতে। যেখানে বাবার হাতেই ধর্ষণের শিকার হয়েছে নাবালিকারা।

পুণের হাদাপসর থানার অন্তর্গত এলাকায় ৬৮ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজের ১৪ বছরের মেয়েকে একাধিক বার ধর্ষণ করেছে। বেশ কয়েক বার এ ভাবে চলার পর অত্যাচারের কথা নিজের মাকে জানায় ওই নাবালিকা। তার পরই থানায় অভিযোগ করেন অত্যাচারিতার মা। এর পরই মেয়েকে ধর্ষণে অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশে করা অভিযোগে অত্যাচারিতা নাবালিকা জানিয়েছে, মা ও কাজের লোক বাড়ির বাইরে গেলে, তাকে নিগ্রহ করতে তার বাবা। ১৮ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চের মধ্যে একাধিক বার বাবা তাকে ধর্ষণ করেছে বলে পুলিশকে জানিয়েছে নাবালিকা। ঘটনা নিয়ে হাদাপসর থানার সাব ইনস্পেক্টর দিগম্বর সোনতাকে বলেছেন, “নাবালিকার উপর তার বাবা অত্যাচার করেছে। এই ঘটনার কথা কাউকে না বলার হুমকি মেয়েকে দিত অভিযুক্ত। বেশ কয়েক বার অত্যাচার সহ্য করার পর সাহস সঞ্চয় করে অত্যাচারিতা। ঘটনার কথা মাকে জানায়। এর পরই অভিযোগ দায়ের করে নাবালিকার মা। অভিযুক্তকে গ্রেফতার কর হয়েছে। ভারতীয় দণ্ডবিধি ও পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে।“

অপর একটি ঘটনা পাঁচ বছরের সৎ মেয়েকে ধর্ষণ করে ঝুলিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। সেই ঘটনাতেও ৩২ বছরের ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। নাবালিকার মা আলান্দি থানায় ঘটনা নিয়ে অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগ তিনি জানিয়েছে, তাঁর প্রথম পক্ষের পাঁচ বছরের মেয়েক ধর্ষণ করেছেন তাঁর স্বামী। তার পর বেল্ট দিয়ে ঝুলিয়ে দিয়েছিলেন। তিনি এসে মেয়েকে রক্ষা করেন স্বামীর হাত থেকে।

ঘটনা নিয়ে আলান্দি থানার সিনিয়র ইনস্পেক্টর ধ্যানেশ্বর সাবেল বলেছেন, “ওই নাবালিকা এখন হাসপাতালে চিকিৎসাধীন। তার প্রাথমিক বিপদ কেটে গিয়েছে।” পুলিশ জানিয়েছে, মেয়েটির মা বাড়ি ফিরে দেখতে পায়, তাঁর মেয়েকে নিগ্রহ করছে তার স্বামী। তিনি বাধা দিলে মেয়েটির গলায় বেল্টে জড়িয়ে মেরে ফেলার চেষ্টা করেন। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩৭৭ নম্বর ধারার পাশাপাশি পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে।